For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতীয় দলে করোনা সংক্রমণ! এএফসি এশিয়ান কাপে চাইনিজ তাইপের বিরুদ্ধে ম্যাচ বাতিল

  • |
Google Oneindia Bengali News

করোনার থাবা এবার ভারতীয় মহিলা ফুটবল দলে। এএফসি এশিয়ান কাপে নভি মুম্বইয়ে আজ ভারতের খেলা ছিল চাইনিজ তাইপের বিরুদ্ধে। চাইনিজ তাইপের ফুটবলার মাঠে নেমে গা ঘামানো শুরু করলেও দেখা মিলছিল না ভারতীয় দলের। কিছুক্ষণ পর চেঞ্জিং রুমে ফিরে যায় চাইনিজ তাইপে। অবশেষে আশঙ্কাকে সত্যি করে ম্যাচটিই বাতিল ঘোষণা করা হয়।

এএফসি এশিয়ান কাপে চাইনিজ তাইপের বিরুদ্ধে ভারতের ম্যাচ বাতিল

ভারতীয় দলে করোনা সংক্রমণ এতটাই ছড়িয়েছে যে ভারত প্রয়োজনীয় ১৩ জন ফুটবলারকেও মাঠে নামানোর পরিস্থিতিতে ছিল না। ঠিক কতজন করোনা আক্রান্ত হয়েছেন তা জানানো হয়নি। এশিয়ান ফুটবল কনফেডারেশনের তরফে বিবৃতিতে শুধু জানানো হয়েছে, ডিওয়াই পাতিল স্টেডিয়ামে এই ম্যাচটি বাতিল। ভারতীয় দলে করোনা সংক্রমণ ছড়ানোই কারণ। টুর্নামেন্টের নিয়ম মেনে পর্যাপ্ত ফুটবলার নামাতে পারেনি ভারত।

এএফসি এশিয়ান কাপে চাইনিজ তাইপের বিরুদ্ধে ভারতের ম্যাচ বাতিল

তবে এএফসি এশিয়ান কাপের বাকি ম্যাচগুলি সূচি মেনেই চলবে বলেও জানানো হয়েছে। গ্রুপের বিজয়ী ও রানার-আপদের সঙ্গে তৃতীয় স্থানে থাকা সেরা দুটি দল কোয়ার্টার ফাইনালে খেলবে। আজকের ম্যাচ বাতিলের পর কী পরিস্থিতি দাঁড়ায় তা খতিয়ে দেখবে এএফসির কমিটি।

এএফসি এশিয়ান কাপে চাইনিজ তাইপের বিরুদ্ধে ভারতের ম্যাচ বাতিল

এএফসি অংশগ্রহণকারী দলগুলির সঙ্গে যেমন নিয়মিত যোগাযোগ রেখে চলেছে তেমনই টুর্নামেন্টের সঙ্গে জড়িত সকলের স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করার সবরকম ব্যবস্থা করা হচ্ছে। স্থানীয় আয়োজক কমিটির সঙ্গে এএফসির মেডিক্যাল টিম ও এআইএফএফ অংশগ্রহণকারী দলগুলির সুরক্ষার সব দিক খেয়াল রাখছে। করোনা আক্রান্ত ফুটবলারদের উপযুক্ত চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে। তাঁদের দ্রুত আরোগ্যও কামনা করেছে এএফসি।

English summary
India Failed To Field 13 Players Against Chinese Taipei In AFC Women's Asian Cup Due To Covid-19. AFC Women's Asian Cup 2022 Will Continue To Be Players As Per Schedule.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X