For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অবশেষে গলল বরফ, পদত্যাগপত্র প্রত্যাহার আইএফএ সচিবের

Google Oneindia Bengali News

মান-অভিমানের পালা শেষ। নাটকীয় পট পরিবর্তনের পর পদত্যাগপত্র ফিরিয়ে নিলেন আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়। গত ডিসেম্বরে তিনি আচমকাই আইএফএ সচিবের পদ ছাড়ার কথা জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত ও সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়কে।

অবশেষে গলল বরফ, পদত্যাগপত্র প্রত্যাহার আইএফএ সচিবের

ফুটবল মহলে জল্পনা ছড়িয়ে পড়েছিল আইএফএ সভাপতি তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাদা অজিত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মতানৈক্যের জেরেই তিনি এই পদত্যাগ করেছিলেন। বিভিন্ন মাধ্যমে তিনি যেভাবে অজিত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিষোদ্গার শুরু করেন তাতে সেই জল্পনা জোরালো হয়। এতে ক্ষুব্ধ হন আইএফএ সভাপতিও।

ডিসেম্বরে পদত্যাগের চিঠি পাঠিয়ে জয়দীপ মুখোপাধ্যায় বলেছিলেন, আই লিগ চলা অবধি তিনি নিজের দায়িত্ব সামলাবেন। সেইমতো ২৭ মার্চ আই লিগ শেষ হতেই আইএফএ-তে যাওয়া বন্ধ করে দেন জয়দীপ মুখোপাধ্যায়। এতে বকেয়া মেটানো-সহ আর্থিক নানা কাজকর্মে ব্যাঘাত ঘটে। প্রভাব পড়ে আইএফএ-র দৈনন্দিন কাজকর্মেও। ক্যালকাটা রেফারিজ অ্যাসোসিয়েশন, বিভিন্ন ক্লাব ও জেলা থেকে পদত্যাগপত্র প্রত্যাহারের অনুরোধ এলেও নিজের সিদ্ধান্তে অনড়ই ছিলেন জয়দীপ মুখোপাধ্যায়।

অবশেষে গলল বরফ, পদত্যাগপত্র প্রত্যাহার আইএফএ সচিবের

যদিও এই জটিলতা কাটাতে উদ্যোগী হন আইএফএ চেয়ারম্যান তথা এআইএফএফ সহ সভাপতি সুব্রত দত্ত। তিনি অজিত বন্দ্যোপাধ্যায় ও জয়দীপ মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলে বরফ গলানোর চেষ্টা শুরু করেন। পয়লা বৈশাখে বারপুজোর অনুষ্ঠানে ইস্টবেঙ্গল ক্লাবে অজিত বন্দ্যোপাধ্যায় ও জয়দীপ মুখোপাধ্যায় মুখোমুখি হন। সেদিনই আইএফএ সভাপতি বলেছিলেন, জয়দীপ আইএফএ থেকে চলে যান আমিও চাই না। বাংলার ফুটবলের ভালোর জন্য যা যা করার দরকার করব। জটিলতা দ্রুত কেটে যাবে। এরপরই প্রথমে আইএফএ চেয়ারম্যান ও পরে আইএফএ সভাপতি পদত্যাগপত্র প্রত্যাহারের অনুরোধ জানিয়ে চিঠি পাঠান পদত্যাগী সচিবকে। সুব্রত দত্ত তাঁকে বোঝান, আইএফএ এখন ভালো চলছে। এই সময় তাঁকে দরকার।

অবশেষে গলল বরফ, পদত্যাগপত্র প্রত্যাহার আইএফএ সচিবের

আজ আইএফএ অফিসে গভর্নিং বডির সদস্যদের উপস্থিতিতে পদত্যাগপত্র প্রত্যাহার করেন জয়দীপ মুখোপাধ্যায়। আইএফএ চেয়ারম্যান ও সভাপতির পাশে বসে জয়দীপ মুখোপাধ্যায় জানান, বাংলার ফুটবলের স্বার্থে, বাংলার ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে সকলে মিলে একযোগে কাজ করবেন। সুব্রত দত্ত বলেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে জয়দীপ মুখোপাধ্যায় পদত্যাগের চিঠি পাঠিয়েছিলেন। আমার, সভাপতি ও গভর্নিং বডির সদস্যদের অনুরোধে তিনি পদত্যাগপত্র প্রত্যাহার করেছেন। ডুরান্ড কাপ, কলকাতা লিগ রয়েছে। আরও অনেক প্রতিযোগিতা রয়েছে। আইএফএ সচিবের কাজ চালিয়ে যেতে তিনি গভর্নিং বডির সদস্যদের সহযোগিতাও চেয়েছেন। জয়দীপ মুখোপাধ্যায়ের সঙ্গে যে দুই সহ সভাপতি পদত্যাগ করেছিলেন তাঁদেরও পদত্যাগপত্র প্রত্যাহারের অনুরোধ করা হয়েছে।

English summary
IFA Secretary Joydeep Mukherjee Withdraws His Resignation. He Has Sent Resignation Letter To IFA Chairman And President In Last December.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X