For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইএফএ-এর তরফ থেকে সংবর্ধিত করা হল বাংলার তারকা ফুটবলারদের ‘অনুপ্রেরণা’কে

আইএফএ-এর তরফ থেকে সংবর্ধিত করা হল বাংলার তারকা ফুটবলারদের ‘অনুপ্রেরণা’কে

Google Oneindia Bengali News

পরিবারের সাপোর্ট ছাড়া জীবনে এগিয়ে চলা অত্যন্ত কঠিন। সব থেকে বেশি অনুপ্রেরণা যিনি জোগান তিনি মা এবং পরবর্তীতে মা-এর সঙ্গে যুক্ত হন স্ত্রী। মা এবং স্ত্রী-এর অবদান যে কোনও সফল পুরুষের জীবনে অনস্বীকার্য। ইতিহাসের পাতা উল্টোলে অসংখ্য এর প্রমাণ পাওয়া যাবে।

আইএফএ-এর তরফ থেকে সংবর্ধিত করা হল বাংলার তারকা ফুটবলারদের ‘অনুপ্রেরণা’কে

ছেলে বা স্বামী সাফল্যের চূড়ায় উঠলেও মা বা স্ত্রী-এর পরিচয় অনেক অংশেই চাপা পড়ে যায়। তাঁদের অবদান সেই সফল মানুষটির নেপথ্যে অজানাই রয়ে যায় গোটা সমাজের কাছে। ব্যতিক্রম নয় ক্রীড়াক্ষেত্রও। এক জন সফল ফুটবলারের পিছনেও অনেক অংশে অবদান থাকে মা এবং স্ত্রীর। আন্তর্জাতিক নারী দিবসকে সেলিব্রেট করতে তাই বাংলার ফুটবলের কৃতী সন্তানদের মা এবং স্ত্রীকে সংবর্ধিত করল ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ)। শুধু ফুটবলারদের মা বা স্ত্রীকে নয়, সংবর্ধিত করা হয়েছে মহিলা রেফারিকেও।

শহরের এক পাঁচ তারা হোটেলে আয়োজিত এ দিন সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, আই লিগের সিইও সুনন্দ ধর, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন ব্যানার্জি, আইএফএ-এর সভাপতি আজিত ব্যানার্জি, বিধায়ক দেবাশিস কুমার, মোহনবাগানের অর্থ সচিব দেবাশিস দত্ত এবং ইস্টবেঙ্গলের সহ সচিব রূপক সাহা।

এই অনুষ্ঠানে সংবর্ধিত করা হয় ইস্টবেঙ্গলের সদ্য প্রয়াত দিকপাল ফুটবলার সুরজিৎ সেনগুপ্তের স্ত্রী শ্যামলী সেনগুপ্তকে এবং সুভাষ ভৌমিকের স্ত্রী শুক্লা ভৌমিককে। এছাড়া আইএসএল-এ লাল-হলুদ জার্সিতে ঝড় তোলা হীরা মণ্ডলের মা' বাসন্তি মণ্ডলকেও সংবর্ধিত করা হয় আজ। সংবর্ধিত করা হয় ইস্টবেঙ্গলের ঘরের ছেলে মহম্মদ রফিকের মা রবিনা বিবিকে। এ ছাড়াও সংবর্ধিত হন প্রাক্তন মহিলা ফুটবলার কুন্তলা ঘোষ দস্তিদার এবং মহিলা রেফারি কণিকা বর্মণ।

এ দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাজির হওয়া রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, "আমি সেই সমস্ত মহিলাদের সম্মান জানাতে পেরে গর্ব বোধ করছি যাঁরা খেলাকে এই খেলার সমর্থনে এগিয়ে এসেছেন। পাশাপাশি আইএফএ সচিবের কাছে আমার আবেদন যে কলকাতা লিগের যা পুরস্কার মূল্য, সেই পুরস্কার মূল্যই করা হোক কন্যাশ্রী কাপে। তাহলেই আমাদের বাংলা ফুটবলে নারী-পুরুষের কোনও ভেদাভেদ থাকবে না।" আইএফএ-এর তরুণ সচিব জয়দীপ মুখোপাধ্যায় বলেছেন, "আইএফএ বিশ্বাস করে যে, প্রত্যেকটি মানুষের সাফল্যের পিছনে কোনও না কোনও মহিলার স্বার্থহীন সমর্থন রয়েছে। এই পুরস্কারটি তাঁদেরই জন্য।"

ইস্টবেঙ্গলের ঘরের ছেলে ইস্টবেঙ্গল ফুটবলার রফিক বলেছেন, " আমি আমার মাকে সব থেকে বেশি ভালবাসি। আইএফএ'কে অসংখ্য ধন্যবাদ যে আমার ভালবাসার মানুষটিকে এই রকমভাবে সম্মান জানানোর জন্য।" ভারতীয় ফুটবলে তারকা হয়ে ওঠা হীরা মণ্ডল জানিয়েছেন, যেই জায়গা তিনি রয়েছেন তার সমস্ত কৃতিত্ব তাঁর মায়ের প্রাপ্য। তিনি আইএফকে ধন্যবাদ জানিয়েছে বলেছেন, "আমার মাকে এই সম্মান দেওয়ার জন্য আইএফএকে ধন্যবাদ। মাকে আমি অত্যন্ত ভালবাসি এবং সেই কারণেই তাঁর ট্যাটু আমার হাতে রেখেছি। মাঠে নামার আগে মায়ের মুখ দেখে নামলি আলাদা মোটিভেশন পাই।"

উল্লেখ্য, এই মরসুমে একেবারেই ভাল জায়গায় শেষ করতে পারেনি হীরা মণ্ডলের এসসি ইস্টবেঙ্গল। আইএসএল-এর তলানিতে রয়েছে লাল-হলুদ। তবে একমাত্র ফুটবার যিনি নজর কেড়েছেন তিনি হীরা মণ্ডল।

English summary
IFA Felicitated successful Indian footballer’s mother and wife with Ananya Samman. The principal body of Bengal football felicitated wife of Legendary Surajit Sengupta ans Shubhas Bhowmic. They also felicitated Md Rafique’s mother and Hira Mondal’s mother
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X