For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইএসএলের ক্রীড়াসূচিতে রদবদল! এটিকে মোহনবাগান ও এসসি ইস্টবেঙ্গলের ম্যাচ কবে কোথায়?

  • |
Google Oneindia Bengali News

আইএসএলের বিভিন্ন দলে করোনা সংক্রমণের জেরে কয়েকটি ম্যাচ স্থগিত রাখতে হয়েছিল। সেই ম্যাচগুলি কবে হবে তা নিয়ে সংশয় তৈরি হয়। এটিকে মোহনবাগানেরই সবচেয়ে বেশি ম্যাচ স্থগিত হয়। তার মধ্যে ওডিশা এফসি ম্যাচ খেলেছে সবুজ মেরুন। অবশেষে ৯ ফেব্রুয়ারি থেকে আইএসএলের লিগ পর্যায়ের ২৫টি ম্যাচের পরিবর্তিত সূচি আজ প্রকাশ করেছে আয়োজক ফুটবল স্পোর্টস ডেভেলেপমেন্ট লিমিটেড।

আইএসএলের ক্রীড়াসূচিতে রদবদল! কবে খেলা দুই প্রধানের?

স্থগিত থাকা যে ম্যাচগুলির নতুন দিনক্ষণ তৈরি হয়েছে এমন ম্যাচের সংখ্যা ৫টি। ১৭ ফেব্রুয়ারি জামশেদপুর এফসি খেলবে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে। ১৯ ফেব্রুয়ারি ডাবল হেডারের প্রথম ম্যাচে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে কেরালা ব্লাস্টার্স এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে এটিকে মোহনবাগান। ২৭ ফেব্রুয়ারি এটিকে মোহনবাগানের সামনে বেঙ্গালুরু এফসি। মার্চের ১ তারিখ হায়দরাবাদ এফসির প্রতিপক্ষ জামশেদপুর এফসি। ২ মার্চ কেরালা ব্লাস্টার্স এফসি খেলবে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে।

এটিকে মোহনবাগান জামশেদপুর এফসির বিরুদ্ধে লিগ পর্যায়ে নিজেদের শেষ ম্যাচটি খেলবে ফতোরদায় মার্চের ৭ তারিখ। এই ম্যাচটি দিয়েই লিগ পর্যায়ের ম্যাচগুলি শেষ হবে। ফেব্রুয়ারির ১৯, ২৬ ও মার্চের ৫ তারিখ শনিবার আইএসএলে থাকছে শনিবাসরীয় ডাবল হেডার। প্রথম চারের দৌড়ে রয়েছে বেশ কয়েকটি দল। ফলে আইএসএল আয়োজকরা নিশ্চিত আগামী ৫ সপ্তাহ উপভোগ্য ফুটবলই দেখা যাবে। ২০২৩ সালের এএফসি চ্যাম্পিয়ন্স লিগে কোন দল খেলবে তাও নির্ধারিত হয়ে যাবে এই সময়কালে।

একনজরে দেখে নেওয়া যাক ৯ ফেব্রুয়ারি থেকে আইএসএলে কবে কোথায় কার খেলা রয়েছে:

৯ ফেব্রুয়ারি: চেন্নাইয়িন এফসি বনাম এফসি গোয়া (তিলক ময়দান)
১০ ফেব্রুয়ারি: জামশেদপুর এফসি বনাম কেরালা ব্লাস্টার্স এফসি (ব্যাম্বোলিম)
১১ ফেব্রুয়ারি: বেঙ্গালুরু এফসি বনাম হায়দরাবাদ এফসি (ব্যাম্বোলিম)
১২ ফেব্রুয়ারি: এটিকে মোহনবাগান বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি (ফতোরদা)
১৩ ফেব্রুয়ারি: মুম্বই সিটি এফসি বনাম ওডিশা এফসি (ফতোরদা)
১৪ ফেব্রুয়ারি: কেরালা ব্লাস্টার্স এফসি বনাম এসসি ইস্টবেঙ্গল (তিলক ময়দান)
১৫ ফেব্রুয়ারি: এফসি গোয়া বনাম এটিকে মোহনবাগান (ব্যাম্বোলিম)
১৬ ফেব্রুয়ারি: ওডিশা এফসি বনাম চেন্নাইয়িন এফসি (তিলক ময়দান)
১৭ ফেব্রুয়ারি: জামশেদপুর এফসি বনাম মুম্বই সিটি এফসি (ব্যাম্বোলিম)
১৮ ফেব্রুয়ারি: নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম বেঙ্গালুরু এফসি (ফতোরদা)
১৯ ফেব্রুয়ারি: কেরালা ব্লাস্টার্স এফসি বনাম এটিকে মোহনবাগান (তিলক ময়দান), হায়দরাবাদ এফসি বনাম এফসি গোয়া (ব্যাম্বোলিম)
২০ ফেব্রুয়ারি: চেন্নাইয়িন এফসি বনাম জামশেদপুর এফসি (তিলক ময়দান)
২১ ফেব্রুয়ারি: বেঙ্গালুরু এফসি বনাম ওডিশা এফসি (ব্যাম্বোলিম)
২২ ফেব্রুয়ারি: মুম্বই সিটি এফসি বনাম এসসি ইস্টবেঙ্গল (ফতোরদা)
২৩ ফেব্রুয়ারি: হায়দরাবাদ এফসি বনাম কেরালা ব্লাস্টার্স এফসি (ব্যাম্বোলিম)
২৪ ফেব্রুয়ারি: ওডিশা এফসি বনাম এটিকে মোহনবাগান (তিলক ময়দান)
২৫ ফেব্রুয়ারি: নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম জামশেদপুর এফসি (ফতোরদা)
২৬ ফেব্রুয়ারি: কেরালা ব্লাস্টার্স এফসি বনাম চেন্নাইয়িন এফসি (তিলক ময়দান), এফসি গোয়া বনাম মুম্বই সিটি এফসি (ব্যাম্বোলিম)
২৭ ফেব্রুয়ারি: এটিকে মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি (ফতোরদা)
২৮ ফেব্রুয়ারি: এসসি ইস্টবেঙ্গল বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি (তিলক ময়দান)
১ মার্চ: হায়দরাবাদ এফসি বনাম জামশেদপুর এফসি (ব্যাম্বোলিম)
২ মার্চ: কেরালা ব্লাস্টার্স এফসি বনাম মুম্বই সিটি এফসি (তিলক ময়দান)
৩ মার্চ: চেন্নাইয়িন এফসি বনাম এটিকে মোহনবাগান (ফতোরদা)
৪ মার্চ: জামশেদপুর এফসি বনাম ওডিশা এফসি (ব্যাম্বোলিম)
৫ মার্চ: এসসি ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু এফসি (তিলক ময়দান), হায়দরাবাদ এফসি বনাম মুম্বই সিটি এফসি (ফতোরদা)
৬ মার্চ: এফসি গোয়া বনাম কেরালা ব্লাস্টার্স এফসি (ব্যাম্বোলিম)
৭ মার্চ: এটিকে মোহনবাগান বনাম জামশেদপুর এফসি (ফতোরদা)

English summary
FSDL Released The Revised Fixture List For 25 ISL Matches From February 9 Onwards. The League Has Incorporated The Matches That Were Postponed In January Into The Redrawn Calendar.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X