For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মারাদোনাকে শ্রদ্ধা প্রধানমন্ত্রী মোদী থেকে কংগ্রেস নেতা রাহুল, টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট সহ দেশের

মারাদোনাকে শ্রদ্ধা প্রধানমন্ত্রী মোদী থেকে কংগ্রেস নেতা রাহুল, টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট সহ দেশের

  • |
Google Oneindia Bengali News

ফুটবলকে বিদায় জানিয়েছিলেন আগেই। এবার জীবন থেকে ছুটি নিলেন কিংবদন্তি দিয়েগো মারাদোনা। মাত্র ৬০ বছর বয়সে না ফেরার দেশে চলে গিয়েছেন ফুটবলের রাজপুত্র। ১৯৮৬-এর বিশ্বকাপ জয়ের নায়ককে বিদায় জানিয়েছে বিশ্ব। গ্রেটকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মারাদানোর উদ্দেশে বার্তা লিথেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি এবং আইএসএল।

মারাদোনাকে শ্রদ্ধা প্রধানমন্ত্রী মোদী থেকে কংগ্রেস নেতা রাহুল, টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট সহ দেশের

দিয়েগো মারাদোনাকে ফুটবলের 'মায়্স্ট্রো' বলে উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লিখেছেন, নিজের কেরিয়ারে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন রাজপুত্র। ফুটবল মাঠে দিয়েগো যে খেলা দেখিয়েছেন, তাতে বিশ্ব মুগ্ধ হয়েছে বলেও জানিয়েছেন মোদী।

গ্রেট দিয়েগো মারাদোনাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। লিখেছেন, ফুটবলকে সুন্দর খেলা বানিয়েছেন দিয়েগো। প্রয়াত কিংবদন্তিকে জাদুকর বলেও সম্মান জানিয়েছেন রাগা। মারাদোনার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন রাহুল।

দিয়েগো মরাদোনাকে জিনিয়াস বলে সম্বোধন করেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। লিখেছেন, রাজপুত্রের বুটের ছোঁয়ায় ফুটবলের মানে পরিবর্তিত হয়েছে। তেকাঠির খেলা আরও বেশি সুন্দর হয়েছে বলে জানিয়েছেন বিরাট।

ফুটবলের রাজপুত্র সর্বদা মানুষের হৃদয়ে থাকবেন বলে লিখেছে ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল। টুইটারে দিয়েগো মারাদোনাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন ভারতের এক নম্বর ফুটবল লিগ।

দিয়োগো মারাদোনার আকস্মিক প্রয়াণে শোক প্রকাশ করেছেন বাংলা তথা দেশের ফুটবল মহল। কিংবদন্তির প্রয়াণে এক অধ্যায়ের সমাপ্তি ঘটেছে বলে মনে করেন ফুটবল প্রেমীরা।

English summary
From Prime Minister Narendra Modi to Rahul Gandhi, India mourns of legend Diego Maradona's death
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X