For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের বিশ্বকাপ অভিযান শুরুর আগে জোর ধাক্কা, ছিটকে গেলেন এই তারকা

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের বিশ্বকাপ অভিযান শুরুর আগে জোর ধাক্কা, ছিটকে গেলেন এই তারকা

Google Oneindia Bengali News

কাতারে বিশ্বকাপ খেতাব ধরে রাখার লড়াইয়ে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিন ফ্রান্স। রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব জিতেছিলেন কিলিয়ান এমবাপে-অ্যান্তোনিও গ্রিজম্যান'রা। চার বছর পর সেই খেতাব ধরে রাখার তাগিদ নিয়ে ফরাসি বাহিনী পা রাখছে কাতারে। কিন্তু বিশ্ব ফুটবলের সর্বশ্রেষ্ঠ টুর্নামেন্টে অভিযান শুরু করার আগে খারাপ খবর ফ্রান্সের জন্য।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের বিশ্বকাপ অভিযান শুরুর আগে জোর ধাক্কা, ছিটকে গেলেন এই তারকা

বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন ফরাসি দলের মিডফিল্ডের অন্যতম স্তম্ভ এন'গোলো কন্তে। মঙ্গলবার চেলসির পক্ষ থেকে জানানো হয়েছে হ্যামস্ট্রেং-এ চোট পাওয়া এন'গোলো কন্তে হ্যামস্ট্রিং-এ চোট পাওয়ার পর তাঁর অস্ত্রোপচার হয়েছে এবং তিনি চার মাস মাঠের বাইরে থাকবেন। ২০১৮ সালে ফ্রান্সের বিশ্বকাপ জয়ের নেপথ্য কন্তের অনেক বড় অবদান ছিল। গত সপ্তাহে ধীরে ধীরে সেরে ওঠা কন্তের রিহ্যাবে বিঘ্ন ঘটে এবং তিনি পুরো চার মাস মাঠের বাইরে ছিটকে যান। এই মরসুমে এখনও পর্যন্ত মাত্র দুইটি প্রিমিয়ার লিগের ম্যাচে অংশ নিতে পেরেছেন কন্তে এবং এই মরসুমে মাত্র ১৭৫ মিনিটিই তিনি মাঠে কাটাতে পেরেছেন। চেলসির একটি রিলিজে বলা হয়, "ক্লাবের মেডিক্যাল ডিপার্টমেন্টের সঙ্গে এক জন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখান কন্তে। সেখানেই দুই পক্ষের যৌথ সম্মতিতে ঠিক হয় এই চোট কাটিয়ে ওঠার জন্য অস্ত্রপোচার করতে হবে কন্তেকে।"

লেস্টার সিটি থেকে ২০১৬ সালে চেলসি আসার পর থেকে লন্ডনের ক্লাবটির গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন কন্তে। ক্লাবের পাশাপাশি একই রকম গুরুত্বপূর্ণ তিনি দেশের জার্সিতেও। ফ্রান্সের হয়ে ৫৩টি ম্যাচে ইতিমধ্যেই তিনি প্রতিনিধিত্ব করেছেন। কোচ দিদিয়ের দেঁশচ্যাম্পস আগেই জানিয়েছিলেন, টুর্নামেন্টের শুরু থেকে খেলার জন্য ফিট থাকবে না এমন কোনও ফুটবলারকে তিনি বিশ্বকাপের দলে রাখবেন না।

৯ নভেম্বর বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করবে ফ্রান্স। সেই দল বাছাই করার ক্ষেত্রে, বিশেষ করে মিডফিল্ডার বাছার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে তাঁকে। কন্তের পাশাপাশি চোট পেয়েছিলেন জুভেন্তাসের পল পোগবাও। গত মাসে তাঁর হাঁটুর অস্ত্রোপচার হয়। এই অবস্থায় হাইপ্রোফাইল কোচ কী সিদ্ধান্ত নেন সেই দিকে নজর থাকবে।

English summary
France to miss crucial N'Golo Kante for Forthcoming FIFA World Cup 2022.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X