For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

FIFA World Cup 2022: ব্রাজিলের হয়ে খেলার নিশ্চয়তা দিচ্ছেন না নেইমার, এসে গেল পেলের বার্তা

  • |
Google Oneindia Bengali News

নেইমারের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ধুলোয় মিশে গিয়েছে। গতকালই ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে ছিটকে গিয়েছে ব্রাজিল। এরপরই হেড কোচ তিতে পদত্যাগ করেছেন। আন্তর্জাতিক অবসরের ইঙ্গিত দিয়েছেন থিয়াগো সিলভা। এমনকী ব্রাজিলের হয়ে ফের মাঠে নামার ব্যাপারে নিশ্চয়তা দিতে পারছেন না নেইমারও।

ব্রাজিলের হয়ে খেলার নিশ্চয়তা দিচ্ছেন না নেইমার

নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর নেইমারের গোল ব্রাজিলকে শেষ চারে পৌঁছে দেওয়ার সম্ভাবনা তৈরি করেছিল। যদিও দারুণভাবে সমতা ফেরায় ক্রোয়েশিয়া। শেষে লিভাকোভিচের অনবদ্য গোলকিপিং ছিটকে দেয় ব্রাজিলকে। ব্রাজিল ছিটকে যেতেই নেইমারের চোখে জল দেখা যায়। পেনাল্টি শ্যুটআউটে শট নিতে না গেলেও লাগাতার প্রার্থনা করছিলেন তিনি। যদিও শেষরক্ষা হয়নি।

ম্যাচের পর বছর তিরিশের নেইমার সংবাদমাধ্যমে বলেন, আমি জাতীয় দলের জন্য দরজা বন্ধ করছি না। তবে আমি ১০০ শতাংশ নিশ্চয়তাও দিতে পারছি না যে ফের ব্রাজিলের হয়ে মাঠে নামব। এ বিষয়ে আমি আরও কিছুটা চিন্তাভাবনা করব। আমার এবং ব্রাজিল দলের জন্য যেটা ঠিক, সেই সিদ্ধান্তই নেব। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া নিয়ে নেইমার বলেন, গত বিশ্বকাপের চেয়েও এবার খারাপ অনুভূতি নিয়ে ফিরতে হচ্ছে। এই মুহূর্তটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা লড়াই করেছি। দলের সতীর্থদের জন্য গর্বিত। মাঠে নিজেদের সকলে যেভাবে মেলে ধরেছেন এবং পেনাল্টি নিতে গিয়েছেন সামগ্রিকভাবে তা আমাকে গর্বিত করেছে।

নেইমার গতকালই দেশের হয়ে ৭৭তম গোলটি করেছেন। ব্রাজিলের হয়ে কিংবদন্তি পেলেও ৭৭টিই গোল করেছেন। তবে নেইমারের চেয়ে অনেক কম ম্যাচে। নেইমার ব্রাজিলের হয়ে গোল করার নিরিখে পেলেকে ছুঁয়ে ফেললেও টপকাতে পারবেন কিনা তা নির্ভর করবে তাঁরই সিদ্ধান্তের উপর। যদিও নেইমার তাঁর রেকর্ড স্পর্শ করায় খুশি ফুটবল সম্রাট। ব্রাজিল বিশ্বকাপ থেকে বিদায়ের পর পেলে সোশ্যাল মিডিয়ায় লেখেন, "আমি তোমাকে বেড়ে উঠতে দেখেছি। তোমার সাফল্য কামনা করেছি। ব্রাজিলের জাতীয় দলের হয়ে আমার গোলের সংখ্যা ধরে ফেলায় তোমাকে অভিনন্দন জানাই। আমরা দুজনেই উপলব্ধি করি এটা সংখ্যার চেয়েও অনেক বেশি কিছু। আমাদের দায়িত্ব হলো ক্রীড়াবিদ হিসেবে সকলকে অনুপ্রাণিত করা। বর্তমান সতীর্থদের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে এবং যাঁরা খেলা ভালোবাসেন সকলকে অনুপ্রাণিত করতে হবে। দিনটা আমাদের পক্ষে ভালো না গেলেও তুমিও অনেককেই অনুপ্রাণিত করবে। আমি ৫০ বছর আগে রেকর্ড গড়েছিলাম। সেখানে এর আগে অবধি কেউ পৌঁছে যেতে পারেননি। তবে তুমি সেটা করে দেখিয়েছো। এ থেকেই বোঝা যায় তোমার সাফল্য যে কতটা বড়, কত বেশি মূল্যবান।"

English summary
FIFA World Cup 2022: Pele Sent A Message To Neymar For Equaling His Goalscoring Record. Neymar Drops Hint Of International Retirement.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X