For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'রেগে যাওয়া মেসি আমাকে, মারাদোনার কথা মনে করাচ্ছে'

'রেগে যাওয়া মেসি আমাকে, মারাদোনার কথা মনে করাচ্ছে'

Google Oneindia Bengali News

বিশ্বকাপের অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে দাঁড়িয়ে লিওনেল মেসি এবং তাঁর দল আর্জেন্টিনা। দুই ম্যাচ আর জিতলেই বহু কাঙ্খিত, অমূল্য বিশ্বকাপ জয় করবে আর্জেন্টিনা। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেতাবি লড়াইয়ের টিকিট আদায় করার লক্ষ্যে মাঠে নামবে আর্জেন্টিনা।

 রেগে যাওয়া মেসি আমাকে, মারাদোনার কথা মনে করাচ্ছে

নেদারল্যান্ডসের বিরুদ্ধে উত্তেজনাপূর্ণ ম্যাচে ২-০ গোলে এগিয়ে ২-২ গোলে নির্ধারিত সময়ে খেলা শেষ করে আর্জেন্টিনা। টাইব্রেকারে ৪-৩ গোলে মেসির দল পরাজিত করে আর্জেন্টিনাকে। ম্যাচ শেষে নেদারল্যান্ডসের ডাগ আউটের দিকে এগিয়ে যান মেসি এবং জুয়ান রোমান রিকুইলমের আইকনিক সেলিব্রেশন করে নেদারল্যান্ডস কোচ লুই ভান গালকে নিজস্ব ভঙ্গিতে কিছু বার্তা দেন মেসি। উল্লেখ্য, ম্যাচের আগে মেসি সম্পর্কে ভান গাল বলেছিলেন, "দল বলের দখল হারালে মেসি তা পুনরুদ্ধার করার লক্ষ্যে ঝাঁপা না, ও এক একটা প্রান্তে দাঁড়িয়ে থাকে এবং সেই সুযোগটাই আমদের নিতে হবে।" পাশাপাশি নেদারল্যান্ডসের ফুটবলারদের মাঠের উগ্র আচরণ এবং কথোপকথন মেসিকে রাগিয়ে তুলেছিল। রেফারির সঙ্গে একাধিক বার দীর্ঘ কথা বলতে দেখা যায় মেসিকে। ম্যাচের পর রেফারির মান নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন মেসি। আর্জেন্টিনা দলের প্রাক্তন তারকা এবং লিওনেল মেসির সঙ্গে খেলা ২০১৪ বিশ্বকাপের ফাইনালিস্ট আর্জেন্টানা দলের সদস্য পাবলো জাবালেতা জানিয়েছেন রেগে যাওয়া মেসিকে দেখতে তাঁর ভাল লেগেছে এবং মেসির রাগ তাঁকে দিয়েগো মারাদোনার কথা মনে করিয়েছে।

বিবিসি'র কলামে জাবালেতা লিখেছেন, "রেগে যাওয়া মেসি এমন একজন যাঁকে আমরা দেখতে ভালবাসি। ওর রেগে যাওয়া আমায় দিয়েগো মারাদোনার কিছুটা মনে করিয়েছে। এই ধরনের চরিত্র বা আচরণ ভুল নয় যখন আপনি বিশ্বকাপ জেতার চেষ্টা করছেন। ম্যাচের পর মেসির আচরণও আমার ভাল লেগেছে। ওর সেলিব্রেশন এবং ভান গালকে ও যা বলেছে তার পর সবটাই।" গোটা আর্জেন্টিনা দল, আর্জেন্টাইনরা এবং বিশ্বের বিভিন্ন কোনে ছড়িয়ে ছিটিয়ে থাকা আর্জেন্টিনার সমর্থকেরা চান লিওনেল মেসি এই বারের বিশ্বকাপটা জিতুক। ফুটবল ইতিহাসে সর্বকালের অন্যতম সেরা মেসি। ফুটবল তাঁর কৃতী সন্তান বা বর পুত্রকে খালি হাতে যাতে না ফেরায় সেটাই প্রার্থনা প্রত্যেকের।

জাবালেতা নিজের কলামে লিখেছেন, "আর্জেন্টিনার খেলার একটা বড় অংশ ইমোশান। এ বারের বিশ্বকাপে দেখা যাচ্ছে অন্যান্য বারের থেকে এ বার অনেক বেশি মরিয়া দল। ফাইনালে স্থান শুধু এক পা দূরে। মাঠের মধ্যেও মনে হচ্ছে মেসির জন্য প্রত্যেকে লড়াই করছে এবং তাঁকে আগলে রাখছে। আমি ওর সঙ্গে খেলার ফলে জানি ও মনে করে ওকে একটা স্ট্যান্ডার্ট তৈরি করতে হবে এবং সতীর্থদের সামনে উদাহরণ রেখে তাঁদের নেতৃত্ব দিতে হবে কিন্তু আমি এটাও জানি এই বারের বিশ্বকাপের প্রতিটা মিনিট ও কতটা উপভোগ করছে, জানে ও যে ওর পিছনেই রয়েছে প্রত্যেকে। তফাৎ হল এটা ওর শেষ সুযোগ- এটা প্রত্যেকের তাগিদ বাড়িয়ে দিয়েছে এবং সেটা আমাদের পারফরম্যান্স থেকেই বুঝতে পারবেন।"

ফাইনালের টিকিট কনফার্ম করার লক্ষ্যে মেসির দল নামছে মাঠে, এই ম্যাচে নজর রাখুন এই পাঁচটি ব্যক্তিগত ডুয়েলের উপরফাইনালের টিকিট কনফার্ম করার লক্ষ্যে মেসির দল নামছে মাঠে, এই ম্যাচে নজর রাখুন এই পাঁচটি ব্যক্তিগত ডুয়েলের উপর

English summary
FIFA World Cup 2022: Angry Lionel Messi reminds me of Diego Maradona uttered Pablo Zabaleta
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X