For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

FIFA Football World Cup 2022: এ বারের বিশ্বকাপে দেখা যাবে না এই ১০ সেরা ফুটবলারকে

FIFA Football World Cup 2022: এ বারের বিশ্বকাপে দেখা যাবে না এই ১০ সেরা ফুটবলারকে

Google Oneindia Bengali News

এই বারের বিশ্বকাপে চোটের কারণে খেলতে পারছেন না একাধিক তারকা। এক নজরে দেখে নিন বিশ্বকাপে এই বছর কোন কোন সেরা ফুটবলারের খেলা দেখা থেকে বঞ্চিত হতে হবে ফুটবলপ্রেমীদের।

পল পোগবা (ফ্রান্স):

পল পোগবা (ফ্রান্স):

প্রি সিজনে হাঁটুতে চোট পান পোগবা। সেপ্টেম্বরে তাঁর অস্ত্রোপচার হয়। ২৯ বছর বয়সী মিডফিল্ডার ধীরে ধীরে অনুশীলন শুরু করলেও ৩১ অক্টোবর তাঁর এজেন্ট জানান পোগবা জুভেন্তাসের হয়ে খেলার মতো পরিস্থিতিতে নেই বর্তমানে এবং তিনি বিশ্বকাপের খেলতে পারবেন না বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে।

এন গোলো কান্তে (ফ্রান্স):

এন গোলো কান্তে (ফ্রান্স):

হ্যামস্ট্রিং চোট এখনও কাটিয়ে উঠতে পারেননি এন গোলো কন্তে। সম্পূর্ণ ভাবে সুস্থা না হয়ে ওঠার ফলে এই মরসুমে প্রিমিয়ার লিগে চেলসির হয়ে মাত্র দুইটি ম্যাচেই খেলতে পেরেছেন তিনি। অস্ত্রোপচারের পর চার মাসের জন্য এখন মাঠের বাইরে এই মিডফিল্ডার।

টিমো ওয়ার্নার (জার্মানি):

টিমো ওয়ার্নার (জার্মানি):

প্রিমিয়ার লিগে চেলসির হয়ে কয়েকটি মরসুম খেলার পর বুন্দেশ লিগার দল লিপজিগে সই করেছেন টিমো ওয়ার্নার। শাকতার ডোনেটস্কের বিরুদ্ধে ম্যাচে অ্যাঙ্কেল ইনজিউরির কারণে ২০২২-এর শেষ পর্যন্ত মাঠের বাইরে ছিটকে গিয়েছেন ২৬ বছর বয়সী এই স্ট্রাইকার।

রিসি জেমস (ইংল্যান্ড):

রিসি জেমস (ইংল্যান্ড):

অক্টোবরে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে এসি মিলানের বিরুদ্ধে হাঁটুতে চোট পান জেমস। এর পরই জানানো হয় ২২ বছর বয়সী এই ফুটবলার ইংল্যান্ডের বিশ্বকাপের দলে সুযোগ পাবেন না।

দিয়েগো জোটা (পর্তুগাল):

দিয়েগো জোটা (পর্তুগাল):

কাফ ইনজিউরির কারণে এ বারের বিশ্বকাপে খেলতে পারছেন না লিভারপুলের ফরওয়ার্ড দিয়েগো জোটা। ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে ম্যাচে চোট পান জোটা। লিভারপুলের ম্যানেজার য়র্গেন ক্লপ যদিও জানিয়েছেন জোটার অস্ত্রোপচারের কোনও প্রয়োজন নেই।

পেড্রো নেটো (পর্তুগাল):

পেড্রো নেটো (পর্তুগাল):

অক্টোবরে ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে খেলার সময়ে অ্যাঙ্কেট ইনজিউরি হয় পর্তুগালের এই ফুটবলারের। ২২ বছর বয়সী উলভারহ্যাম্পটনের এই উইঙ্গারের অস্ত্রোপচার করতে হবে। চোটের কারণেই বিশ্বকাপের দলে তিনি সুযোগ পাননি।

জিওভান্নি লো সেলসো (আর্জেন্টিনা):

জিওভান্নি লো সেলসো (আর্জেন্টিনা):

ভিয়ারিয়ালের হয়ে খেলার সময়ে হ্যামস্ট্রিং ইনজিউরি হয় লো সেলসোর। লো সেলসোর না থাকাটা আর্জেন্টিনা দলের বড় ক্ষতি। আর্জেন্টিনার দল ঘোষণা করার সময়ে কোচ লিওনেল স্কোলানি জানিয়েছিলেন, লো সেলসোর পরিবর্তন অসম্ভব।

মার্কো রিউস (জার্মানি):

মার্কো রিউস (জার্মানি):

অ্যাঙ্কল ইনজিউরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হয় বরুসিয়া ডর্টমুন্ডের অধিনায়ককে। স্বপ্নের ফর্মে রয়েছেন রিউস। ২০১৪ সালেও বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন রিউস। ব্রাজিলগামী উড়ান ধরার দিনই তিনি হঠাৎ চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন। এই বারের সময়ের মধ্যে রিকভারি না হওয়ায় তিনি দলে সুযোগ পাননি।

সাদিও মানে (সেনেগাল):

সাদিও মানে (সেনেগাল):

বায়ার্ন মিউনিখের হয়ে খেলার সময়ে চোট পান সেনেগালের অধিনায়ক সাদিও মানে। মানের ছিটকে যাওয়া নিঃসন্দেহে বড় ক্ষতি সেনেগালের জন্য। অফিসিয়ালরা জানিয়েছেন অস্ত্রোপচার প্রয়োজন মানের চোট থেকে সেরে ওঠার জন্য।

বেন চিলউইল (ইংল্যান্ড):

বেন চিলউইল (ইংল্যান্ড):

হ্যামস্ট্রিং ইনজিউরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন চেলসির এই লেফট ব্যাক। চোট যথেষ্ট গুরুতর।

English summary
FIFA Football World Cup 2022: These 10 high profile Footballers missed FIFA Football World Cup 2022.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X