For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপে ব্যর্থ হলেও সাউথগেটকে ২০২৪ ইউরো পর্যন্ত দলের সঙ্গে থাকার অনুরোধ ফুটবলার, প্রাক্তন তারকা, সমর্থকদের

বিশ্বকাপে ব্যর্থ হলেও সাউথগেটকে ২০২৪ ইউরো পর্যন্ত দলের সঙ্গে থাকার অনুরোধ ফুটবলার, প্রাক্তন তারকা, সমর্থকদের

Google Oneindia Bengali News

কাতারে অভিযান শেষ করে ইংল্যান্ডে ফিরেছেন ইংলিশ ফুটবলাররা। দলের সঙ্গে দেশে ফিরেছেন কোচ গ্যারেথ সাউথগেটও। ফ্রান্সের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে হেরে বিশ্বকাপে অভিযান শেষ হয়েছে ইংল্যান্ডে। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর ইংল্যান্ডের কোচ জানিয়েছিলেন, তিনি নিজের অবস্থান বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন তাঁর আগামী পদক্ষেপের বিষয়ে। তবে, দল হারলেও সাউথগেটকে ২০২৪ পর্যন্ত ইংল্যান্ডের কোচের পদে থেকে যাওয়ার অনুরোধ করলেন ফুটবলার এবং সমর্থকেরা।

বিশ্বকাপে ব্যর্থ হলেও সাউথগেটকে ২০২৪ ইউরো পর্যন্ত দলের সঙ্গে থাকার অনুরোধ ফুটবলার, প্রাক্তন তারকা, সমর্থকদের

বার্মিংহাম এয়ারপোর্ট ছেড়ে বেরনোর সময় সমর্থকদের উদ্দেশ্য হাত নাড়েন গ্যারেথ সাউথগেট। তাঁর কোচিং-এ বিশ্বকাপে দল সাফল্যের মুখ না দেখলেও দেশে ফিরে সমর্থকদের প্রবল ভালবাসা পেয়েছেন তিনি। সমর্থকরা চান ১৮ মাস পর জার্মানিতে হতে চলা ইউরো'তে ইংল্যান্ডের নেতৃত্ব দিন গ্যারেথ সাউথগেট। ইংল্যান্ডের মিডফিল্ডার ডেকলান রাইস বলেছেন, "আমি সত্যিই আশা করি উনি থাকবেন।" ইংল্যান্ড এবং ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ডিফেন্ডার জাতীয় দলে তাঁর প্রশিক্ষককের সম্পর্কে হ্যারি ম্যাগুয়ের বলেছেন, "অসাধারণ।" সাউথগেটের গ্রহণযোগ্য়তা কত দলের মধ্যে তা এই বিষয়গুলি থেকেই বোঝা যায়।

ইংল্যান্ডের প্রাক্ত গোলরক্ষক পিটার শিলটন মনে করেন ৫২ বছর বয়সী ইংলিশ কোচই পারবেন ৫৬ বছরের ট্রফির ক্ষরা কাটাতে। তিনি বলেছেন, "সাউথগেটের ইংল্যান্ডের কোচের দায়িত্বে থাকা উচিৎ। আমাদের দলের যা বেসিস রয়েছে তাতে এই দল বড় ট্রফি জেতার ক্ষমতা রাখে। ভবিষ্যৎ উজ্জ্বল দেখাচ্ছে। ভরসা রাখুন।" সাউথগেটের তরুণ দল ফ্রান্সকে চেপে রেখিছল আল বায়াত স্টেডিয়ামে কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে গোল হজম করার খেসারত দিতে হয় দলকে। পাশাপাশি হ্যারি কেনের পেনাল্টি নষ্টের খেসারতও দিতে হয় ইংল্যান্ডকে। এর আগে বিশ্বকাপের সেমিফাইনাল এবং ইউরো ফাইনালে ইংল্যান্ডকে পৌঁছে দেওয়া গ্যারেথ সাউথগেটের সঙ্গে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তি রয়েছে। তিনি বলেছেন, "এই টুর্নামেন্ট শেষ করার পর আমার সময়ের প্রয়োজন সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য। ইমোশনালি অনেক ধরনের অনুভূতির মধ্যে দিয়ে আপনি যান। আমি সঠিক সিদ্ধান্ত নিতে চাই যেটা দলের জন্য, ইংল্যান্ডের জন্য এবং এফএ (ফুটবল অ্যাসোসিয়েশন)-এর জন্য ঠিক হবে। আমার মনে হয় সেই সিদ্ধান্ত গ্রহণের জন্য সময় নেওয়াটা উচিৎ।"

ক্রোয়েশিয়া-আর্জেন্টিনা ম্যাচের ভাগ্য নির্ধারণ করবে একাধিক বিষয়, নজরে থাকবে মেসির পজিশনওক্রোয়েশিয়া-আর্জেন্টিনা ম্যাচের ভাগ্য নির্ধারণ করবে একাধিক বিষয়, নজরে থাকবে মেসির পজিশনও

English summary
England fans, Footballer and Ex footballer want Gareth Southgate to stay with the team.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X