For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Africa Cup of Nations: শোকের ছায়া আফ্রিকার ফুটবলে, ক্যামেরুনে পদদলিত হয়ে মৃত্যু আট সমর্থকের, আহত অসংখ্য

শোকের ছায়া আফ্রিকার ফুটবলে, ক্যামেরুনে পদদলিত হয়ে মৃত্যু আট সমর্থকের, আহত অসংখ্য

Google Oneindia Bengali News

শোকার ছায়া আফ্রিকার ফুটবলে। যেই ফুটবলকে ঘিরে আন্দোলিত হয় অসংখ্য প্রাণ, যেই চামরার বলকে ঘিরে লড়াইয়ে জড়িয়ে থাকে একের পর এক কিংবদন্তি, সেই ফুটবল কেড়ে নিল আটটি তাজা প্রাণ। আফ্রিকা কাপ অব নেশনস-এ ক্যামেরুন বনাম কমোরসের ম্যাচের আগে এই মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল পল বিয়া স্টেডিয়াম।

Africa Cup of Nations: শোকের ছায়া আফ্রিকার ফুটবলে, ক্যামেরুনে পদদলিত হয়ে মৃত্যু আট সমর্থকের, আহত অসংখ্য

মঙ্গলবার ভারতীয় সময়ে প্রায় মধ্যরাতে কমোরসের বিরুদ্ধে ম্যাচ ছিল ক্যামেরুনের। ক্যামেরুনের রাজধানী ইয়াউন্দে'তে আয়োজিত হয়েছিল আফ্রিকা কাপ অব নেশনস-এর এই ম্যাচ। ওলেম্বার পল বিয়ায় আয়োজক দেশের খেলা দেখতে মানুষের ঢল নেমেছিল স্টেডিয়ামের বাইরে। স্টেডিয়ামের দর্শকাসন ষাট হাজার হলেও করোনা ভাইরাসের কারণে ষাট শতাংশ দর্শককে মাঠে ঢোকার অনুমতি প্রথমে দেওয়া হয়েছিল কিন্তু মানুষের উৎসাহ দেখে তা ৮০ শতাংশ করা হয়। তাতেও লোকের ভীড় সালানো যাচ্ছিল না। স্টেডিয়ামের দক্ষিণ দিকের গেট দিয়ে ঢোকার সময়ে প্রথমে উত্তজনার সৃষ্টি হয় এবং এর পরই হুড়োহুড়ি করতে গিয়ে মাটিতে পড়ে যান অনেকে।

ক্যামেরুনের সংবাদ মাধ্যম এপি নিউজ সূত্রে খবর, স্টেডিয়ামে দর্শক পূর্ণ হয়ে যাওয়ার পরেও আরও প্রায় ৫০ হাজার মানুষ ভিতরে ঢুকতে মরিয়া হয়ে পরে। এক সময় কর্তপক্ষ বাঁধা দিলে ঘটনার সূত্রপাত হয়। এই ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছেন ক্যামেরুনের গভার্নর নাসেরি পল বিয়া। বিভিন্ন রিপোর্ট সূত্রে জানা গিয়েছে, এই ঘটনার ফলে এখনও সংজ্ঞাহীন অবস্থায় রয়েছে একাধিক শিশু। এছাড়া আহতদের মধ্যে অধিকাংশের অবস্থা সংকটাপন্ন জানা গিয়েছে।

আফ্রিকান ফুটবল কনফেডারেশনের তরফ থেকে জানানো হয়েছে এই ঘটনার পূর্ণ তদন্ত করা হবে। ফেডারেশনের পক্ষে আয়োজক কমিটির এক মুখপাত্র সংবাদ সংস্থা এএফপি'কে বলেছেন, " নির্ভরযোগ্য সূত্র থেকে এই মর্মান্তিক ঘটনায় হতাহতের খবর পাওয়ার জন্য অপেক্ষা করছি। এই ঘটনার বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে।" ক্যামেরুন সরকার এবং স্থানীয় আয়োজক কমিটির সঙ্গে এই বিষয়ে রীতিমতো যোগাযোগ রেখেছে আফ্রিকা ফুটবলের সর্বোচ্চ সংস্থা। ক্যামেরুনের স্বাস্থ্য মন্ত্রী মালাউদা মালাচি ইতিমধ্যে একাধিক হাসপতালে ভর্তি আহতদের সঙ্গে গিয়ে দেখা করে এসেছেন। হাসপাতালে নিজের যাওয়ার ছবি শেয়ার করে তিনি জানিয়েছেন, আহতদের সম্পূর্ণ বিনামূল্যে সেরা চিকিৎসা দেওয়ার জন্য সমস্ত রকম ব্যবস্থা করেছে সরকার। আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সচিবও আহতদের সঙ্গে দেখা করবেন।

English summary
Eight people were killed and many more injured in stampede outside Olembe stadium in Cameroonian ahead of an Africa Cup of Nations match.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X