For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

East Bengal: স্ট্রাইকার সমস্যা মেটাতে বিধ্বংসী তারকাকে সই করাল ইমামি ইস্টবেঙ্গল

East Bengal: স্ট্রাইকার সমস্যা মেটাতে বিধ্বংসী তারকাকে সই করাল ইমামি ইস্টবেঙ্গল

Google Oneindia Bengali News

সুমিত পাসিকে অ্যাপেন্ডিক্সের মতো বয়ে বেড়ালে পুরো মরসুমে ইস্টবেঙ্গল সমর্থকদের রোষের মুখে যে পড়তে হবে তা বেশ ভাল মতোই বুঝে গিয়েছে টিম ম্যানেমেন্ট। শুধু রোষের মুখেই পড়া নয়, এই একটা ফুটবলার গোটা মরসুমে দলকে ডোবাতে পারে এবং এর খেসারত বড় মঞ্চে দিতে হলে শুধু টিম ম্যানেজমেন্টেরই নয়, ক্লাব এবং ইনভেস্টারদের দিকে আক্রমণের ঝাঁঝ তীব্র হবে। প্রিয় ফুটবলারকে জমাই আদর করতে গিয়ে চাকরিও হারাতে হতে পারে স্টিফেন কনস্ট্যানটাইনকে।

East Bengal: স্ট্রাইকার সমস্যা মেটাতে বিধ্বংসী তারকাকে সই করাল ইমামি ইস্টবেঙ্গল

বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। বাংলায় একটা প্রবাদ রয়েছে, 'সকাল দেখে বোঝা যায় দিন কেমন যাবে।' তাই দ্রুত সম্ভব সুমিতের পরিবর্ত খুঁজে পাওয়ার চেষ্টায় ছিল ইমামি ইস্টবেঙ্গল। বুধবার নতুন ফুটবলার হিসেবে থংখইসেম হাওকিপকে সই করানোর সঙ্গেই ইস্টবেঙ্গলে সুমিত পাসির মেয়াদ ফুরিয়ে আসার কথা স্পষ্ট হয়ে গেল। থংখইসেম হাওকিপ ভারতীয় ফুটবলে পরিচিত সিমবই হাওকিপ হিসেবে। ডার্বিতে সুমিত পাসির আত্মঘাতী গোলেই পরাস্ত হয় ইস্টবেঙ্গল মাস্ট উইন ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী এটিকে মোহনবাগানের বিরুদ্ধে। তা ছাড়াও গত তিন ম্যাচে ডুরান্ড কাপে যে গোলের সুযোগগুলি তিনি হাতছাড়া করেছেন তা ক্ষমার অযোগ্য। ফলে তাঁর বিদায়ের ঘণ্টা সিমবই হাওকিপের সইয়ের সঙ্গেই বেজে গেল বলা যায়।

২৯ বছর বয়সী মনিপুরি এই ফুটবলার দীর্ঘ দিন ধরে সাফল্যের সঙ্গে নিজের ছাপ রেখে চলেছেন ভারতীয় ফুটবলে। ২০১৩ থেকে ২০১৬ পর্যন্ত পুনে এফসির হয়ে খেনেন হাওকিপ। এই সময়ের মধ্যেই লোনে এফসি গোয়ায় যান তিনি ২০১৫ সালে। গোয়ার হয়ে ৬ ম্যাচে ৪ গোল করেন। ২০১৭ মরসুমে কেরল ব্লাস্টার্সের হয়ে একটি ম্যাচে প্রতিনিধিত্ব করেছিলেন থংখইসেম হাওকিপ। ২০১৭ সালে তিনি লোনে আসেন ইস্টবেঙ্গলে এবং ৮ ম্যাচে করেন ১ গোল। ২০১৭ থেকে ২০২১ পর্যন্ত বেঙ্গালুরু এফসি'তে ছিলেন হাওকিপ। এই চার বছরে ৩৮ ম্যাচে ১০টি গোল তিনি করেন। বেঙ্গালুরু এফসির হয়ে ২০১৮-১৯ মরসুমে চ্যাম্পিয়ন হন আইএসএল। এ ছাড়া কেরল ব্লাস্টার্সের হয়ে ২০১৬ সালে এবং এফসি গোয়ার হয়ে ২০১৫ সালে আইএসএল রানার্স দলের সদস্য ছিলেন তিনি। ২০২১-২২ আইএসএল-এও ইস্টবেঙ্গল দলের অংশ ছিলেন হাওকিপ। গত মরসুমে লাল-হলুদের হয়ে ১২ ম্যাচে দুইটি গোল করেন তিনি। ২০১৫ সালে ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (এফপিএআই)-এর বিচারে সেরা তরুণ ফুটবলারের পুরস্কার পান তিনি

English summary
East Bengal announced the signing of Semboi Haokip in one year deal. Haokip won ISL with Bengaluru FC in 2018-19 season.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X