For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব, শেষ পর্যন্ত প্রিয় চেলসিকে বিক্রি করে দেওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেললেন রোমান

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব, শেষ পর্যন্ত প্রিয় চেলসিকে বিক্রি করে দেওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেললেন রোমান

Google Oneindia Bengali News

ইউক্রেনের উপর রাশিয়ার নির্মম আক্রমণ এবং রুশ সেনার আগ্রাসনের প্রভাব পড়েছে সারা বিশ্বে। এর থেকে বাদ যায়নি রাশিয়ার সাধারণ মানুষও। ভ্লাদিমির পুতিনের এই সিদ্ধান্তের কারণে শুধু সাধারণ রুশ নাগরিকরাই নন, এর আঁচ এসে পড়েছে ক্রীড়াক্ষেত্রেও।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব, শেষ পর্যন্ত প্রিয় চেলসিকে বিক্রি করে দেওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেললেন রোমান

বেশ কিছু দিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল, এ বার কঠিন সিদ্ধান্তটা নিয়েই ফেললেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসির মালিক রুশ মালিক রোমান আব্রামোভিচ। বাধ্য হয়ে লন্ডনের বিখ্যাত ক্লাবটিকে বিক্রি করে নেওয়ার 'অত্যন্ত কঠিন' সিদ্ধান্তটি নিয়ে ফেলেছেন তিনি।

২০০৩ সালে চেলসির মালিকানা স্বত্ব পেয়েছিলেন রোমান। তার পর থেকে তাঁর নিজের কাজকর্ম বা তাঁর দলের সমস্ত বিষয়ে সব সময়ে স্বচ্ছে থেকেছে জনসাধারণের সামনে। কিন্তু পুতিনের রাশিয়া ইউক্রেনের উপর আক্রমণ শুরু করার পর সারা বিশ্বে যে ভাবে রুশ বিদ্বেষ দেখা দিয়েছে তাতে ক্লাবের স্বার্থে এই কঠিন সিদ্ধান্ত নিয়েই ফেললেন রোমান। প্রিয় ক্লাবের দর হিসিবে তিন বিলিয়ন ইউরোর প্রস্তাবও পেয়েছেন তিনি। তবে, ধীরে পা ফেলার বিষয়ে তিনি বেশি স্বচ্ছন্দ। এই বিষয়টি নিয়ে অযথা তাড়াহুড়ো তিনি করতে চান না।

আব্রামোভিক একটি বিবৃতিতে বলেছেন, "ক্লাবের পক্ষে যেই সিদ্ধান্ত সব থেকে ভাল সেটাই আমি নিয়ে এসেছি অন্তর থেকে। এখন যা পরিস্থিতি তাতে ক্লাবকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত আমি নিয়েছি কারণ আমি মনে করি ক্লাবের স্বার্থ রক্ষার্থে এটাই ঠিক সিদ্ধান্ত। পাশাপাশি এতে স্বার্থ রক্ষা হবে সমর্থকদের, ক্লাবের কর্মরতদের এবং স্পনসর ও পার্টনারদের।"

আব্রামোভিকের জামানায় চেলসি ১৯টি মেজর ট্রফি জিতেছে। এর মধ্যে রয়েছে দু'টি চ্যাম্পিয়ন্স লিগ এবং পাঁচটি প্রিমিয়ার লিগ খেতাব। বিভিন্ন সূত্র মারফত একাধিক বার জানা গিয়েছে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে নীবিড় যোগাযোগ রয়েছে চেলসির মালিকের। তবে, ৫৫ বছর বয়সী রোমান জানিয়েছেন, ক্লাব বিক্রির প্রক্রিয়া দ্রুত করা হবে না, সঠিক পদ্ধতি মেনেই তা সমপন্ন করা হবে। তাঁকে কোনও ঋণ পরিশোধ করতে হবে না বলেও জানিয়েছেন আব্রামোভিক।

যুক্তরাজ্যের পার্লামেন্টে আব্রাহামোভিচের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি ওঠার পর শনিবার চেলসির 'অভিভাবকত্ব' চেলসিরই চ্যারিটেবল ফাউন্ডেশনের হাতে দেওয়ার ঘোষণা দেন ৫৫ বছর এই ব্যবসায়ী। সাময়িক সময়ের জন্য পরিস্থিতি কিছুটা শান্ত হলেও জেঁকে বসা সমস্যা আসলে যে একটু কমেনি তারই প্রমাণ বহন করছে রুশ ব্যবসায়ীর এই সিদ্ধান্ত।

English summary
Russian Owner of Chelsea Roman Abramovic said, he has decided to sell the club over Russia-Ukraine conflict. He also said the decision is incredibly difficult but he have to take this in the best interest of the club.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X