For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চ্যাম্পিয়ন্স লিগে হার জুভেন্তাসের, অব্যহত মেসি ম্যাজিক, জিতল রিয়াল মাদ্রিদ-ম্যান সিটি, পয়েন্ট নষ্ট চেলসির

চ্যাম্পিয়ন্স লিগে হার জুভেন্তাসের, অব্যহত মেসি ম্যাজিক, জিতল রিয়াল মাদ্রিদ-ম্যান সিটি, পয়েন্ট নষ্ট চেলসির

Google Oneindia Bengali News

চ্যাম্পিয়ন্স লিগে শুক্রবার রাত্রে মুখোমুখি হয়েছিল ইউরোপীয় ফুটবলের একাধিক হাইপ্রোফাইল দল। ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এগিয়ে যেতে পিএসজি, চেলসি, জুভেন্তাস, ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ, বুরুসিয়া ডর্টমুন্ড নেমেছিল। তবে, প্রত্যাশা মতো সব বড় দলই যে জয় পেয়েছে, তেমনটা কিন্তু নয়। পিএসজি, রিয়াল মাদ্রিদ, ম্যান সিটি সাফল্য পেলেও কাঙ্খিত জয়ের মুখ দেখতে পারেনি জুভেন্তাস, বুরুসিয়া এবং চেলসি। চেলসি ড্র করলেও জুভেন্তাস এবং ডর্টমুন্ড পরাজিত হয়।

দুর্ধর্ষ মেসি, পিছিয়ে পড়েও জয় পিএসজি'র:

দুর্ধর্ষ মেসি, পিছিয়ে পড়েও জয় পিএসজি'র:

চ্যাম্পিয়ন্স লিগে পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে নিয়েছে প্যারিস সাঁ জাঁ। পিএসজি মুখোমুখি হয়েছিল অপেক্ষাকৃত দুর্বল মাকাবি হাইফার। এই ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েছিল প্যারিস সাঁ জাঁ। ২৪ মিনিটে ডোলেভ হাজিজার পাস থেকে গোল করে জারোন চেরি এগিয়ে দেন হাইফাকে। ৩৭ মিনিটে লিওনেল মেসি সমতায় ফেরান পিএসজি'কে। মেসির বুদ্ধিমত্ত ফুটবলের কারণেই ম্যাচের প্রথমার্ধে সমতায় ফেরে পিএসজি। দ্বিতীয়ার্ধেও জারি ছিল মেসি ম্যাচে ৬৯ মিনিটে ফুটবল যুবরাজের পাস থেকে কিলিয়ান এমবাপে ২-১ গোলে এগিয়ে দেন পিএসজিকে। গোলের মধ্যে থাকা নেইমার প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি পোঁতেন। মার্কো ভেরাত্তির পাস থেকে নেইমার গোল করে যান ৮৮ মিনিটে।

ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে হার ডর্টমুন্ডের:

ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে হার ডর্টমুন্ডের:

বুন্দেশলিগা বনাম প্রিমিয়ার লিগের দ্বৈরথে শেষ হাসি হাসল প্রিমিয়ার লিগই। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বুরুসিয়া ডর্টমুন্ডকে ২-১ গোলে পরাস্ত করল ম্যানচেস্টার সিটি। ম্যআচের ৫৬ মিনিটে মার্কো রিয়ুসের পাস থেকে গোল করে ডর্টমুন্ডকে এগিয়ে েন জুডে বেলিংহাম। ম্যাচের শেষ দশ মিনিটেও যখন ম্যান সিটি গোলের রাস্তা খুঁজে ব্যর্থ হচ্ছে তখন ত্রাতা হয়ে দাঁড়ান ডিফেন্ডার জন স্টোনস। ম্যাচের ৮০ মিনিটের মাথায় কেভিন ডি ব্রুইনের পাস থেকে গোল করে সিটিকে সমতায় ফেরান স্টোনস। এই গোলের চার মিনিটের মাথায় ফের গোল করে ম্যাচ থেকে তিন পয়েন্ট তুলে নেয় নীল জার্সিধারীরা। জাও ক্যানসেলোর পাস থেকে ইরলিং হ্যালান্ড জয়সূচক গোলটি করেন।

জিতল রিয়াল মাদ্রিদ:

জিতল রিয়াল মাদ্রিদ:

বুন্দেশলিগার দল আরবি লিপজিগ'কে ২-০ গোলে হারাল রিয়াল মাদ্রিদ। ৮০ মিনিট পর্যন্ত রিয়ালকে আটকে রাখলেও শেষ রক্ষা করতে পারেনি লিপজিগ। ৮০ মিনিটের মাথায় ভিনিসিয়াস জুনিয়রের পাস থেকে ফেড্রিকো ভালভার্দে গোল করে রিয়ালকে ম্যাচে এগিয়ে দেন। শেষের দিকে গোল হজম করার ফলে হারের ভ্রুকুটি এড়াতে মরিয়া আক্রমণাত্মক ফুটবলের উপর জোর দেয় লিপজিগ। এর সুযোগেই প্রতিআক্রমণে দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে ৯০+১ টনি ক্রুসের পাস থেকে গোল করে মার্কো অ্যাসেন্সো ২-০ গোলে রিয়ালকে এগিয়ে জয় নিশ্চিত করেন।

পয়েন্ট নষ্ট চেলসির:

পয়েন্ট নষ্ট চেলসির:

বৃহস্পতিবার সালজবার্গের বিরুদ্ধে পয়েন্চ নষ্ট করল চেলসি। পিয়েরে-এমেরিক আয়ুবামিয়াং-এর পাস থেকে ৪৮ মিনিট রহিম স্টার্লিং-এর গোলে এগিয়ে গিয়েছিল চেলসি। কিন্তু শেষ পর্যন্ত সেই গোল তারা ধরে রাখতে পারেনি। ৭৫ মিনিটে চুকউবুইকে আদামুর পাস থেকে নোয়া ওকাফোর গোল করে সালজবার্গকে সমতায় ফেরান। এর পর বাকি ম্যাচে জয়সূচক গোল তুলে আনার মরিয়া চেষ্টা করলেও ব্যর্থ হয়েছে চেলসি।

হার জুভেন্তাসের:

হার জুভেন্তাসের:

বেনফিকার বিরুদ্ধে এগিয়ে গিয়েও ১-২ গোলে পরাস্ত হল জুভেন্তাস। বৃহস্পতিবার লিওনার্দো পারিডেসের পাস থেকে গোল করে জুভেন্তাসকে ম্যাচের শুরুতেই ৪ মিনিটের মাথায় এগিয়ে দেন আরকাদিউজ মিলিক। তবে, ম্যাচের শুরুতে পাওয়া গোল ধরে রাখতে রক্ষণের যে দক্ষতা লাগে তা নেই জুভেন্তাসের। জাও মারিও ৪৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে বেনফিকাকে সমতায় ফেরান। দ্বিতীয়ার্ধের শুরুর দশ মিনিটের মধ্যে ৫৫ মিনিটের মাথায় ডেভিড নেরেসের গোলে ম্যাচে নিজেদের জয় নিশ্চিত করেন বেনফিকা।

মহম্মদ নবির নেতৃত্বেই টি ২০ বিশ্বকাপে আফগানিস্তান, রশিদ খানদের দলের শক্তি আরও বাড়ল কীভাবে? মহম্মদ নবির নেতৃত্বেই টি ২০ বিশ্বকাপে আফগানিস্তান, রশিদ খানদের দলের শক্তি আরও বাড়ল কীভাবে?

English summary
Manchester City, Real Madrid, Lionel Messi's PSG won in Champions league, Juventus and Chelsea failed to become victorious
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X