For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইএসএলে মধুর প্রতিশোধ বেঙ্গালুরু এফসির, টানা পাঁচ ম্যাচে জয় অধরা মুম্বই সিটি এফসির

Google Oneindia Bengali News

আইএসএলে মধুর প্রতিশোধ নিল বেঙ্গালুরু এফসি। ডিসেম্বরের ৪ তারিখ প্রথম সাক্ষাতে মুম্বই সিটি বেঙ্গালুরু এফসিকে হারিয়েছিল ৩-১ গোলে। আজ ফিরতি সাক্ষাতে গতবারের চ্যাম্পিয়নদের ৩-০ গোলে হারিয়ে বিরাট আত্মবিশ্বাস বাড়িয়ে নিল বেঙ্গালুরু এফসি। জোড়া গোল করলেন প্রিন্স ইবারা। প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে ছিল বেঙ্গালুরু এফসি। এই ম্যাচ হারায় টানা পাঁচ ম্যাচে জয় অধরা গতবারের চ্যাম্পিয়নদের, লিগশীর্ষেও যেতে পারল না।

আইএসএলে মধুর প্রতিশোধ বেঙ্গালুরু এফসির

আজকের ম্যাচ ড্র রাখলেও লিগশীর্ষে চলে যেতে পারতো মুম্বই সিটি এফসি। কিন্তু গতবারের চ্যাম্পিয়নরা নিজেদের ১১তম ম্যাচটি খেলতে নেমে বিপদে পড়ে যায় প্রথমার্ধেই বেঙ্গালুরু এফসির ঝড়ে। গত মাসের ১৫ তারিখ চলতি আইএসএলে শেষ জয় পেয়েছিল মুম্বই সিটি এফসি, চেন্নাইয়িন এফসিকে হারিয়েছিল ১-০ গোলে। এরপর কেরালা ব্লাস্টার্সের কাছে ০-৩ গোলে হারের পর নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে ৩-৩ গোলে ড্র করে সন্তুষ্ট থাকতে হয় মুম্বইকে। ওডিশা এফসির কাছে ২-৪ গোলে হারার পর এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোলশূন্য ড্র। এরপর আজ ফের পরাজয়। অন্যদিকে, বেঙ্গালুরু এফসি চলতি আইএসএলে ১১তম ম্যাচে এই নিয়ে তৃতীয় জয়টি পেল। নিজেদের প্রথম ম্যাচে নর্থইস্ট ইউনাইটেড এফসিকে হারানোর পর ৩০ ডিসেম্বর চেন্নাইয়িন এফসিকে হারিয়েছিল। আগের ম্যাচে তারা ১-১ গোলে ড্র করে এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। ফলে ইংরেজি নতুন বছরে এখনও অপরাজেয় বেঙ্গালুরু।

এদিন ফতোরদার ম্যাচে আগাগোড়া আধিপত্য নিয়ে খেলে বেঙ্গালুরু এফসি। হাতে গোনা কয়েকটি সুযোগ তৈরি করতে পারলেও তা থেকে গোল করতে পারেনি গতবারের চ্যাম্পিয়নরা। যোগ্য দল হিসেবেই আজ জয় ছিনিয়ে নিয়েছে ব্লু ব্রিগেড। ৮ মিনিটে দানিশ ফারুকের গোলে এগিয়ে যায় বেঙ্গালুরু এফসি। ২৩ মিনিটে রোশন নাওরেমের মাপা ক্রসে মাথা ছুঁইয়ে ব্যবধান বাড়ান প্রিন্স ইবারা। প্রথমার্ধেরই ইনজুরি টাইমে প্রিন্স ইবারার দ্বিতীয় গোলটি আসে, এ ক্ষেত্রেও দলকে বিপন্মুক্ত করতে পারেননি মুর্তাদা ফল। রোশন নাওরেমের নেওয়া কর্নার থেকেই বেঙ্গালুরুর তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি করেন ইবারা। বিরতিতে তিন গোলেরও বেশি ব্যবধানে এগিয়ে থাকতে পারত বেঙ্গালুরু এফসি, যদি না মুম্বইয়ের গোলকিপার ফুর্বা লাচেনপা কয়েকটি ভালো সেভ না করতেন। ম্যাচে ফেরার মরিয়া লড়াই চালিয়েও মুম্বই সিটি এফসি কাজের কাজ করতে পারেনি। ম্যাচের শেষ লগ্নে দুই দলই গোল করার সুযোগ পেয়েছিল। তবে শেষ অবধি বেঙ্গালুরু এফসি জিতে যায় ৩-০ গোলেই।

ম্যাচের সেরা হয়েছেন রোশন নাওরেম। ১১ ম্যাতে ১৭ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানেই রইল মুম্বই সিটি এফসি। ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে সাতে উঠে এল বেঙ্গালুরু এফসি। কাল আইএসএলের ম্যাচে মুখোমুখি হবে জামশেদপুর এফসি ও এসসি ইস্টবেঙ্গল। কাল জিতলে জামশেদপুর এফসি উঠে আসবে লিগশীর্ষে। চারে থাকা জামশেদপুরের ১০ ম্যাচে রয়েছে ১৬ পয়েন্ট। শীর্ষে কেরালা ব্লাস্টার্স ১০ ম্যাচে পেয়েছে ১৭ পয়েন্ট।

English summary
Bengaluru FC Took Sweet Revenge In The Ongoing ISL Against Mumbai City FC. BFC Beat MFC By 3-0 As Prince Ibara Scored A Brace.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X