For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে দাপুটে জয় খালিদ জামিলের নর্থইস্ট ইউনাইটেডের

বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে দাপুটে জয় খালিদ জামিলের নর্থইস্ট ইউনাইটেডের

Google Oneindia Bengali News

অবশেষে জয়ের দেখা পেল নর্থইস্ট ইউনাইটেড। শুক্রবার ফতোরদার পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে ছন্দে থাকা বেঙ্গালুরু এফসিকে ২-১ গোলে হারাল খালিদ জামিলের নর্থইস্ট ইউনাইটেড। লিগ টেবলের শেষে থাকা একটি দলের বিরুদ্ধে হারের ফলে বেঙ্গালুরুর শেষ চারে শেষ করার স্পপ্ন অনেকটা ধাক্কা খেল।

বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে দাপুটে জয় খালিদ জামিলের নর্থইস্ট ইউনাইটেডের

শুক্রবার মাণ্ডবীর তীরে পাহাড়ি দলটির বিরুদ্ধে হারলেও বল নিয়ন্ত্রণের সিংভাগই ছিল বেঙ্গালুরু এফসির দখলে। ৬৫ শতাংশ বল পজিশন ছিল সুনীল ছেত্রীর দলের। গোটা ম্যাচে গোল করার মতো তিনটি সহজ সুযোগ তৈরি করলেও দু'টি নষ্ট করে বাগিচা শহরের এই দল। একটি শট লাগে পোস্টে। অপর দিকে বল পজিশন কম থাকলেও ১৩টি শট গোললক্ষ্য করে নিয়েছিল নর্থইস্ট যার মধ্যে গোলে ছিল ৫টি। সম সংখ্যক শট গোলে ছিল বেঙ্গালুরুরও।

প্রথমার্ধ শেষে খেলার ফল ছিল গোলশূন্য। ম্যাচের তিনটি গোলই আসে দ্বিতীয়ার্ধে। ৬৬ মিনিটে কাশ্মীরের তারকা ফুটবলার দানিশ ফারুক ভাটের পাস থেকে ক্লেইটন সিলভা এগিয়ে দেয় বেঙ্গালুরু এফসি। ম্যাচ শেষ হওয়ার প্রায় ২৫ মিনিট আগে এগিয়ে যাওয়া বেঙ্গালুরু ডিফেন্স এই গোল ধরে রাখতে পারবে বলেই আশা করেছিল নীল জার্সিধারীদের সমর্থকেরা, কিন্তু সেটা হয়নি।

ম্যাচের ৭৪ মিনিটে দেশহর্ন ব্রাউনের গোলে সমতা ফিরিয়ে আনে নর্থইস্ট ইউনাইটেড। জো জোহেরলিয়ানার পাস থেকে গোলটি করেন জামাইকার এই ফুটবলার। এর ছয় মিনিটের মধ্যে গোল সংখ্যা বাড়িয়ে নেয় নর্থইস্ট। ইস্টবেঙ্গলের প্রাক্তনী লালডানমাউইয়া রালতের গোলে নিজেদের পক্ষে খেলার স্কোর ২-১ করে নেয় খালিদ জামিদের দল। এর পর নির্ধারিত সময়ের ১০ মিনিট এবং অ্যাডেড টাইমের ৭ মিনিট সময় পেলেও ম্যাচে সমতা ফিরিয়ে আনতে পারেনি বেঙ্গালুরু এফসি।

এই ম্যাচে হারের ফলে ১৭ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে লিগ টেবলের ষষ্ঠ স্থানে থাকল বেঙ্গালুরু এফসি। অপর দিকে, দীর্ঘ দিন পর তিন পয়েন্ট অর্জন করে ১৮ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবলের তলানি থেকে দশ নম্বরে উঠে এল নর্থইস্ট ইউনাইটেড। পাহাড়ি দলটির থেকে এক ম্যাচ কম খেলে ১০ পয়েন্ট নিয়ে সবার শেষে এসসি ইস্টবেঙ্গল।

English summary
Bengaluru FC lost by 1-2 goals against NorthEast United in the second leg of ISL 2021-22. Silva provided the lead to Bengaluru but failure in Défense cost the match.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X