For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইএসএল চ্যাম্পিয়ন হায়দরাবাদকে হারিয়ে ডুরান্ড কাপের ফাইনালে জায়গা করে নিল সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি

আইএসএল চ্যাম্পিয়ন হায়দরাবাদকে হারিয়ে ডুরান্ড কাপের ফাইনালে জায়গা করে নিল সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি

Google Oneindia Bengali News

ওডি ওনাইন্ডিয়া জাবালা'র আত্মঘাতী গোলে হায়দরাবাদ এফসি'কে ০-১ ব্যবধানে হারিয়ে ডুরান্ড কাপ ২০২২-এর ফাইনালে পৌঁছে গেল বেঙ্গালুরু এফসি। গোটা ম্যাচে এই একটি গোলই হয়েছে। হায়দরাবাদ ম্যাচে সমতা ফিরিয়ে আনার চেষ্টা করলেও মূলত মাঝমাঠ এবং ডিফেন্সের উপর ভর করে হওয়া গোটা ম্যাচে সেই রকম সুযোগ তৈরি করতে পারেনি।

আইএসএল চ্যাম্পিয়ন হায়দরাবাদকে হারিয়ে ডুরান্ড কাপের ফাইনালে জায়গা করে নিল সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি

এ দিন প্রায় দর্শকশূন্য যুবভারতীতে একেবারেই দৃষ্টি নন্দন হয়নি বেঙ্গালুরু এবং হায়দরাবাদের ম্যাচ। সেমিফাইনালের ম্যাচ থাকায় দুই দলই রক্ষণ এবং মাঝমাঠকে আঁটোসাটো করে খেলার চেষ্টা করছিল শুরু থেকেই। ফলে মাঝমাঠের মধ্যেই সীমাবদ্ধ থাকছিল খেলা। এর ফলে দৃষ্টি আকর্ষণ করতে পারেনি ম্যাচটি। দুই দলের ডিফেন্সিভ ফুটবলের মধ্যে ম্যাচের ৩০ মিনিটের মাথায় আত্মঘাতী গোল করেন হায়দরাবাদ এফসির ওডি ওনাইন্ডিয়া। আইএসএল চ্যাম্পিয়নরা এই গোলের পর ম্যাচে ফেরার চেষ্টা চালালেও তা খুব একটা কার্যকর হয়ে ওঠেনি।

ম্যাচের দ্বিতীয়ার্ধে হায়দরাবাদের গোলমেশিন বার্থেলমিউ ওগবেচে বেশ কিছু সুযোগ নষ্ট করেন। এ দিন গোল ম্যাচের গতির বিপরীতে আসে। প্রতি আক্রমণে উঠে আসা বেঙ্গালুরু এফসি'কে নিজের গোল দূর্গে আঘাত হানা থেকে প্রতিহত করতে ওডির গায়ে ডিফ্লেক্ট হয়ে হায়দরাবাদের জালে জড়িয়ে যায় বল। হায়দরাবাদ এফসি ম্যাচে পিছিয়ে পড়ার পর একের পর এক আক্রমণ তুলে আনার চেষ্টা চালালেও কাজের কাজ হয়নি। গোল পাওয়ার পর বেঙ্গালুরুও বেশি অ্যাটাকে যায়নি। নিজেদের মাধমাঠের মধ্যে হায়দরাবাদকে আটকে দেওয়ার স্ট্র্যাটেজি তাদের দারুণ ভাবে কাজে লেগে যায়।

রবিবার (১৮ সেপ্টেম্বর) ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে আইএসএল-এর দুই হায়দরাবাদ এফসি এবং মুম্বই সিটি এফসি। ফলে নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে ডুরান্ড কাপ। আইএসএল-এর কোন দল এ বার ডুরান্ড কাপ জিতবে তা এখনও নিশ্চিত না হলেও এই নিয়ে দ্বিতীয় বার কোনও আইএসএল-এর দল ডুরান্ড চ্যাম্পিয়ন হতে চলেছে। গত বার ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিল এফসি গোয়া।

English summary
Bengaluru FC beat Hyderabad FC to reach the final of Durand Cup 2022.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X