For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ATK Mohun Bagan: শেষ মুহূর্তের পেনাল্টি গোলে জামশেদপুরের বিরুদ্ধে কষ্টার্জিত জয় সবুজ-মেরুনের

ATK Mohun Bagan: শেষ মুহূর্তের পেনাল্টি গোলে জামশেদপুরের বিরুদ্ধে কষ্টার্জিত জয় সবুজ-মেরুনের

Google Oneindia Bengali News

হুগো বৌমসের শেষ মুহূর্তের পেনাল্টি গোলে জামশেদপুর এফসি'র বিরুদ্ধে জয় তুলে নিল এটিকে মোহনবাগান। নৈশালোকে সুসজ্জিত যুবভারতী ক্রীড়াঙ্গণে এই গোলটিই দুই দলকে পৃথক করল। এই দিনের ম্যাচে দুই দলের কেউই আক্রমণাত্মক ফুটবল খেলেনি, গোল বাঁচিয়ে খেলার তাগিদে মাঝমাঠের মধ্যেই অধিকাংশ সময় ঘোরা ফেরা করল বল।

ATK Mohun Bagan: শেষ মুহূর্তের পেনাল্টি গোলে জামশেদপুরের বিরুদ্ধে কষ্টার্জিত জয় সবুজ-মেরুনের

৯০ মিনিট পেরিয়ে গিয়ে ম্যাচ তখন ঢুকেছে অতিরিক্ত সময়ে। গ্যালারিতে উপস্থিত সবুজ-মেরুন সমর্থকেরা তখন জয়ের আশা ছেড়ে দিয়েছে। হতাশ চোখে মাঠের মধ্যে তাকিয়ে হয়তো তাঁরা ভাবছিলেন ঘরের মাঠে ড্র করেই মাঠ ছাড়বে প্রিয় দল। এমন সময়েই এটিকে মোহনবাগান সমর্থকদের গোল উপহার দিলেন হুগো বৌমস। তবে, এই গোলের জন্য হুগো বৌমসের থেকেও এটিকে মোহনবাগানের সমর্থকদের কৃতজ্ঞ থাকা উচিৎ জামশেদপুর এফসি'র ডিফেন্ডার পিটার হার্টলের কাছে। কারণ তিনিই বক্সের মধ্যে ফাউল করেন হুগোকে।

আশিক কুরুনিয়ান বাম উইং থেকে দৌড়ে বক্সের বাইরে থেকে লো ক্রস বাড়ানোর উদ্দেশ্যে ছিলেন এমন সময়ে বক্সের মধ্যে থাকা হুগোকে কনুই দিয়ে আঘাত করেন হার্টলে। সঙ্গে সঙ্গে বাঁশি বাজিয়ে খেলা বন্ধ করেন রেফারি। এর পর সহকারী রেফারির সঙ্গে কথা বলে সরাসরি লাল কার্ড দেখান পিটারকে। আগে থেকেই হলুদ কার্ডে ছিলেন পিটার। কিন্তু তাঁর আচরণ এতোটাই অখেলোয়াড়চিত ছিল যে তাঁকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে লাল কার্ড না দেখিয়ে সরাসরি মার্চিং অর্ডার দেন রেফারি।

পেনাল্টি থেকে এটিকে মোহনবাগানকে এগিয়ে দিতে কোনও ভুল করেননি হুগো। জামশেদপুরের গোলরক্ষক বিশাল যাদব ঠিক দিকেই ঝাঁপিয়েছিলেন কিন্তু বলের গতি এতটাই ছিল তা তিনি আটকাতে পারেননি। গোল করার পর সেন্টার লাইনের কাছে প্রতিপক্ষ জামশেদপুরের এক ফুটবলারকে ফাউল করে হলুদ কার্ড দেখেন হুগো।

এ দিনের ম্যাচে উভয় দলই রক্ষণ বাঁচিয়ে খেলার চেষ্টা করে। যার ফলে কখনওই কোনও দল অল আউট অ্যাটাকে যায়নি। যার ফলে অধিকাংশ সময়ে ম্যাচ সীমাবদ্ধ ছিল মাঝমাঠের মধ্যেই। ফলে খুব একটা চিত্তাকর্ষক হয়ে ওঠেনি এই ম্যাচ। এই ম্যাচে জয়ের ফলে ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এল এটিকে মোহনবাগান। অন্য দিকে, ৯ ম্যাচের মধ্যে ৭টি ম্যাচে হেরে লিগ তালিকায় দশম স্থানে রয়েছে জামশেদপুর এফসি। লিগ তালিকার শীর্ষ স্থানে রয়েছেন মুম্বই সিটি এফসি।

English summary
ATK Mohun Bagan beat Jamshedpur FC by 1-0 goal in Salt Lake Stadium
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X