For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিদায়বেলাতেও মারাদোনাকে পিছু ছাড়ল না বিতর্ক, দিয়েগোর ডাক্তারের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ

বিদায়বেলাতেও মারাদোনাকে পিছু ছাড়ল না বিতর্ক, দিয়গোর ডাক্তারের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ

  • |
Google Oneindia Bengali News

বিদায়বেলাতেও মারাদোনাকে পিছু ছাড়ল না বিতর্ক। বুধবার রাতে আকস্মিৎভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে চিরঘুমে ফুটবলঈশ্বর দিয়েগো মারাদোনা। ফুটবলের রাজপুত্রের এমন আকস্মিৎ প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিশ্ব। এর মাঝেই হৃদরোগে মৃত্যুর কারণে কিংবদন্তি ফুটবলারের ডাক্তারকে দায়ী করা হল।

মারাদোনার মেয়েদের অভিযোগ

মারাদোনার মেয়েদের অভিযোগ

আর্জেন্তাইন মিডিয়া সূত্রে খবর, মারাদোনার তিন মেয়ে ডালমা, জিয়ানিনা ও জানা দিয়েগোর ডাক্তার লিওপল্ডোর লুকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ তুলেছেন। তাঁদের আরও বড় অভিযোগ, শেষদিকে চিকিৎসার গাফিলতিতেই মারাদোনার প্রয়াণ ঘটেছে। নভেম্বরের শুরুতে মাথায় রক্ত জমাট বাঁধার কারণে মারাদোনার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। সেই অস্ত্রোপচারে ডাক্তারি গাফিলতি ছিল বলে অভিযোগ উঠেছে।

ডাক্তারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

ডাক্তারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

তিন মেয়ে অভিযোগ করেছেন, দিয়েগোর ব্যক্তিগত ডাক্তার নাকি শেষ দিকে মারাদোনার স্বাস্থ্য নিয়ে কোনও যোগাযোগ রাখতেন না। আর্জেন্তাইন মিডিয়া সূত্রে আরও খবর, মেয়েদের আনা অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে মারাদোনার ডাক্তারের বিরুদ্ধে পুলিশ তদন্ত শুরু করেছে।

পুলিশের তদন্ত শুরু

পুলিশের তদন্ত শুরু

অভিযোগ খতিয়ে দেখতে ইতিমধ্য়ে মারাদোনার ডাক্তারের ক্লিনিক ও বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়েছে। মারাদোনাকে ঠিকমতো চিকিৎসা করা হয়েছিল কিনা, খতিয়ে দেখছে পুলিশ।

ডাক্তার কী বললেন

ডাক্তার কী বললেন

ফুটবলের রাজপুত্রের পরিবারের পক্ষ থেকে অভিযোগ আনা হলেও দিয়েগোর চিকিৎসক সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন। মারাদোনার মতো কিংবদন্তি ফুটবলারের চিকিৎসা করতে পেরে তিনি গর্বিত বলে জানান।

কিংবদন্তি মারাদোনাকে '১০ নম্বর জার্সিতে' অভিনব শ্রদ্ধাজ্ঞাপন মেসিরকিংবদন্তি মারাদোনাকে '১০ নম্বর জার্সিতে' অভিনব শ্রদ্ধাজ্ঞাপন মেসির

English summary
Argentine justice officials investigate Diego Maradona's Doctor for death of football legend
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X