For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রথম চারের আশা কঠিন ইস্টবেঙ্গলের! সহজতম পেনাল্টি মিসে সমর্থকদের কাছে ভিলেন কে জেনে নিন

প্রথম চারের আশা কঠিন ইস্টবেঙ্গলের! সহজতম পেনাল্টি মিসে সমর্থকদের কাছে ভিলেন কে জেনে নিন

  • |
Google Oneindia Bengali News

প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে হলে, গোয়া ম্যাচে জিততেই হত এসসি ইস্টবেঙ্গলকে। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে লাল-হলুদের সহকারী কোচ টনি গ্রান্ট সেকথা স্পষ্ট জানিয়েও দিয়েছিলেন! গোয়ার বিরুদ্ধে ম্যাচ তাই এসসি ইস্টবেঙ্গলের কাছে ছিল অঘোষিত মরণ বাঁচন লড়াই। সেখানেই একের পর ভুলের খেসারত দিল লাল-হলুদ ব্রিগেড। ম্যাচ শেষ পর্যন্ত ১-১ ব্যবধানে শেষ হয়।

 প্রথম চারের আশা কঠিন ইস্টবেঙ্গলের! সহজতম পেনাল্টি মিসে সমর্থকদের কাছে ভিলেন কে জেনে নিন

শুরুতেই পেনাল্টি নষ্ট, গোটা ম্যাচে একাধিক গোলের সুযোগ হাতছাড়া! আর মরসুম জুড়ে রক্ষণের ভুলে গোল হজমের রোগ। এই ভুলগুলোর কারণেই চলতি আইএসএলে আরও এক ম্যাচ ড্র করেই মাঠ ছাড়তে হল এসসি ইস্টবেঙ্গলকে। ফলে প্রায় ৩০ মিনিট দশ জনে খেলা গোয়াকে হারাতে পারলেন না ইস্টবেঙ্গল। এই ড্রয়ের ফলে প্রথম চারে সুযোগ পাওয়ার আশা কঠিন করল লাল-হলুদ ব্রিগড।

ম্যাচের শুরুতেই প্রতিপক্ষ ফাউল করায় পেনাল্টি পেয়েছিল এসসি ইস্টবেঙ্গল। কিন্তু হেলায় সেই সুযোগ নষ্ট করেন পিলকিংটন। গোলকিপার ধীরাজ উলটোদিকে ঝাঁপ দিলেও পিলকিংটনই শট বাইরে মেরে বসেন। এই শটে গোল করলে গোয়ার বিরুদ্ধে নিশ্চিত জয়ে পেতে পারল লাল-হলুদ।

স্বভাবই পিলকিংটনের মতো এমন তারকা বিদেশি সহজ পেনাল্টি মিসে সমর্থকদের কাছে তিনি আজ ভিলেনে পরিণত হয়েছেন। লিগ জুড়ে এমন পারফর্ম্যান্স স্বভাবত ফ্যানেরা একেবারেই খুশি হতে পারছেন না। ফ্যানেরা ম্যাচ শেষের পর অনেকেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন।

সব মিলিয়ে লিগে ১৪ ম্যাচ শেষে এসসি ইস্টবেঙ্গল মাত্র ১৩ পয়েন্ট পেয়েছে। রবি ফাওলারের দলের সামনে আর মাত্র ৬ ম্যাচ পরে। সামনের এই ৬ ম্যাচে একের পর এক কঠিন প্রতিপক্ষ। বেঙ্গালুরু থেকে জামশেদপুর, হায়দরাবাদ থেকে এটিকে মোহনবাগান-নর্থইস্ট ও শেষ ওড়িশা। ফলে প্রথম আইএসএলে শুরু থেকেই খারাপ পারফর্ম্যান্স করার কারণে এবছর লিগের প্রথম চারে থাকার কোনও আশা নেই বললেই চলে।

English summary
Anthony Pilkington misses penalty kick, Sc East bengal has tough chance for top 4
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X