For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৭-য় টুইটারে কোন হ্যাশট্যাগ সবচেয়ে ট্রেন্ডিং ছিল জানেন কি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রেডিও অনুষ্ঠান 'মন কি বাত' (#MannKiBaat) টুইটারে সবচেয়ে ট্রেন্ডিং ছিল এবছর।

  • |
Google Oneindia Bengali News

মুহূর্তে ইন্টারনেট বা স্যোশাল মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে খবর পৌঁছে দেওয়ার ক্ষেত্রে টুইটারের ধারেকাছে কেউ নেই। তাই টুইটারে সারাবছর কী ট্রেন্ড করল তা জানা গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রেডিও অনুষ্ঠান 'মন কি বাত' (#MannKiBaat) টুইটারে সবচেয়ে ট্রেন্ডিং ছিল এবছর। এরপরে সবচেয়ে বেশি ট্রেন্ডিং ছিল তামিলনাড়ুর ঐতিহ্যবাহী বিতর্কিত খেলা জাল্লিকাট্টু (#Jallikattu) ও ব্যবসা ক্ষেত্রে ঐতিহাসিক পদক্ষেপ জিএসটি (#GST)।

মন কি বাত

মন কি বাত

সারা বছর ধরেই মন কি বাত টুইটারে ট্রেন্ড করেছে। এই রেডিও অনুষ্ঠানে প্রতি মাসের শেষ রবিবার রেডিও অনুষ্ঠান করে জনগণের সঙ্গে সম্পর্ক তৈরির চেষ্টা করেন প্রধানমন্ত্রী। জাতির উদ্দেশ্যে বার্তা দেন।

[আরও পড়ুন:বিয়ে থেকে বিচ্ছেদ, অস্কারে দৌড়ের গর্ব,দখল করেছে ২০১৭-র টলিউডের টাইমলাইন][আরও পড়ুন:বিয়ে থেকে বিচ্ছেদ, অস্কারে দৌড়ের গর্ব,দখল করেছে ২০১৭-র টলিউডের টাইমলাইন]

মুম্বইয়ে বৃষ্টি

মুম্বইয়ে বৃষ্টি

এর পাশাপাশি এবছর মুম্বইয়ে হওয়া ভয়াবহ বৃষ্টিও টুইটারে #MumbaiRains হিসাবে দারুণ ট্রেন্ড করেছে। এবছর মুম্বইয়ে ভয়াবহ বৃষ্টি হয় কয়েকদিন ধরে। তার জেরে বেশ কয়েকজন মারা যায়।

[আরও পড়ুন:নির্বাচন, জিএসটিকে ধাক্কা মেরে এক নম্বরে চলে এল আইপিএল, ভারতীয়রা মজে খেলাতেই][আরও পড়ুন:নির্বাচন, জিএসটিকে ধাক্কা মেরে এক নম্বরে চলে এল আইপিএল, ভারতীয়রা মজে খেলাতেই]

তিন তালাক

তিন তালাক

এরপরে রয়েছে মুসলমান মহিলাদের তাৎক্ষণিক বিবাহ বিচ্ছেদ বিরোধী তিল তালাক বিল। #TripleTalaq বছরের মাঝখান থেকে শুরু করে বছরের শেষ পর্যন্ত টুইটারে দারুণ ট্রেন্ড করেছে।

অন্যান্য হ্যাশট্যাগ

অন্যান্য হ্যাশট্যাগ

এর পাশাপাশি নোট বাতিল (#Demonetisation), স্বচ্ছ্ব ভারত (#SwachhBharat), উত্তরপ্রদেশ (#UttarPradesh), গুজরাত বিধানসভা নির্বাচন (#GujaratElections) ও আধার (#Aadhaar) এবছর টুইটারে সবচেয়ে বেশি ট্রেন্ড করেছে।

English summary
Year Ender : Most trending Twitter hashtag in 2017
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X