For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্বল্পশিক্ষিত সাদারাই ট্রাম্পের ট্রাম্প কার্ড; কিন্তু তাঁরা কতটা ভোট দেবেন?

কলেজ শিক্ষা পাননি, এমন শ্রেণীর সাদারাই ট্রাম্পের সবচেয়ে বড় সমর্থক; তাঁদের সংখ্যাও অন্যান্য ভোটার শ্রেণী থেকে বড়; কিন্তু তাঁরা ভোটের দিন কতটা এগিয়ে আসবেন প্রশ্ন সেটাই

  • By SHUBHAM GHOSH
  • |
Google Oneindia Bengali News

রিপাবলিকান রাষ্ট্রপতি পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প এই নির্বাচনে যদিও পিছিয়ে পড়ছেন, তবে তাঁর শেষ ভরসা আমেরিকার স্বল্পশিক্ষিত সাদারা।

নিউ ইয়র্ক টাইমস-এর একটি প্রতিবেদন অনুযায়ী, আমেরিকার বিভিন্ন সাদা গোষ্ঠীর মধ্যে শিক্ষাগত এবং অর্থনীতিগত বিভাজন রয়েছে এবং শিক্ষায় পিছিয়ে রয়েছে (কলেজ শিক্ষা পায়নি) এমন সাদা মানুষের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা বেশি।

স্বল্পশিক্ষিত সাদারাই ট্রাম্পের ট্রাম্প কার্ড!

"ডোনাল্ড ট্রাম্পস বিগ বেট অন লেস এডুকেটেড হোয়াইটস" শীর্ষক প্রতিবেদনটিতে বলা হয়েছে যে এই স্বল্পশিক্ষিত সাদা শ্রেণী কাকে ভোট দেন তার উপরেই নির্ভর করছে ট্রাম্পের সম্ভাবনা।

আমেরিকার বৈধ ভোটারদের মধ্যে স্বল্পশিক্ষিত সাদারা সবচেয়ে বড় গোষ্ঠী এবং ট্রাম্পের আসল ভরসা এরাই। প্রতিবেদনটির মতে, কলেজ শিক্ষাবিহীন এই গোষ্ঠীটির ভোটার সংখ্যা কৃষ্ণাঙ্গ, হিস্প্যানিক এবং এশিয়ান-আমেরিকান ভোটারদের সমবেত সংখ্যার চেয়ে বেশি।

২০১২ সালে রিপাবলিকান মিট রোমনি এই গোষ্ঠীর ভোটারদের আশীর্বাদধন্য ছিলেন বেশি, যদিও শেষ ফলাফলে বারাক ওবামার কাছে হারেন। অতীতে আরেক রিপাবলিকান রোনাল্ড রেগনও বড় ব্যবধানে তাঁর প্রতিপক্ষ মাইকেল ডুকাকিসকে হারান সল্পশিক্ষিত সাদা আমেরিকানদের দৌলতে।

অবশ্য প্রাক্তন ডেমোক্র্যাট রাষ্ট্রপতি বিল ক্লিন্টন তাঁর দু'টি মেয়াদেই এই গোষ্ঠীর ভোটারদের সমর্থন পান। আর এইবার ডোনাল্ড ট্রাম্পও তাকিয়ে রয়েছেন স্বল্পশিক্ষিত সাদা আমেরিকানদের সমর্থন পেয়ে ডেমোক্র্যাট প্রতিপক্ষ হিলারি ক্লিন্টনকে হারানোর দিকে।

তবে স্বল্পশিক্ষিত সাদা ভোটারদের সংখ্যা যতই হোক, আসল নির্বাচনে কতজন তাঁদের মতদান করবেন, সেটাই ট্রাম্পের কাছে আসল গুরুত্বপূর্ণ।

২০১২-র নির্বাচনে এই স্বল্পশিক্ষিত সাদা ভোটার জনসংখ্যার শুধু অর্ধেকই আসলে ভোট দিয়েছিলেন। এই সাদা ভোটাররা প্রধানত সুইং রাজ্যগুলি - যেমন ওহায়ো, আইওয়া, পেনসিলভানিয়া এবং উইসকনসিনের গ্রামীণ এলাকাগুলিতে বসবাস করেন। শহরাঞ্চলে বা শহরতলিতে এই ধরনের ভোটারদের গুরুত্ব ততটা নেই। এবারে এই ভোটার গোষ্ঠীর মানুষরা কতটা এগিযে আসেন ট্রাম্পকে জেতাতে, সেটাই দেখার।

English summary
US election 2016: Less educated whites are Trump's trump card
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X