For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তীব্র দাবদাহেও এবার স্বাচ্ছ্বন্দে ভারতীয় সেনা

এসি জ্যাকেটের পরীক্ষামূলক প্রয়োগ করেছে সরকার। গ্রীষ্ম প্রধান এলাকায় ঘন্টার পর ঘণ্টা কাজ করে যাওয়া এলাকায় এসি জ্য়াকেটের ট্রায়াল দিচ্ছে সেনাবাহিনী। রবিবার এমনটাই জানালেন, প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী

  • |
Google Oneindia Bengali News

এসি জ্যাকেটের পরীক্ষামূলক প্রয়োগ করেছে সরকার। গ্রীষ্ম প্রধান এলাকায় ঘন্টার পর ঘণ্টা কাজ করে যাওয়া এলাকায় এসি জ্য়াকেটের ট্রায়াল দিচ্ছে সেনাবাহিনী। রবিবার এমনটাই জানালেন, প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পার্হিকর।

ওই জ্যাকেট তৈরি করতে কী ব্যবহার করা হচ্ছে কিংবা জ্যাকেট তৈরিতে কোন প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে তা, সরকারি তরফ থেকে এখনও জানানো হয়নি।

তীব্র দাবদাহেও এবার স্বাচ্ছ্বন্দে ভারতীয় সেনা

বিশেষ বাহিনীর প্রশিক্ষণ চলাকালীন শরীর দিয়ে প্রচণ্ড তাপ বের হয়। জওয়ানরা গরমে অস্বস্তি বোধ করেন। এই এসি জ্যাকেট পরে প্রশিক্ষণ করলে অনেকটাই আরাম পাবেন তাঁরা। এই জ্যাকেটের ট্রায়ালও চলছে। গোয়ার পানাজিতে রবিবার একটি অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মনোহর পার্হিকর।

তীব্র দাবদাহেও এবার স্বাচ্ছ্বন্দে ভারতীয় সেনা

আমেরিকার সেনাবাহিনী ইতিমধ্যেই এই ধরনের জ্যাকেট ব্যবহার শুরু করেছে। সেদেশের জওয়ানদের শরীরের তাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এই ধরনের জ্যাকেট। আমেরিকার প্রতিরক্ষা দফতর সূত্রে খবর, জ্যাকেটের ভিতরে থাকা একটি ছোট ব্যাটারিই পুরো বিষয়টিকে নিয়ন্ত্রণ করে।

বায়ুসেনার এলসিএ তেজস নিয়ে তিনি বলেন, চমৎকার যুদ্ধ বিমান সেটি। কেবল মাত্র ৩.৫ টন ভার বহন করতে পারে ওই যুদ্ধ বিমান। সেটাই একমাত্র দুর্বলতার জায়গা। তবে বিশ্বের যেকোনও যুদ্ধ বিমানের থেকে এটি ভাল কাজ করে বলেও দাবি করেছেন প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী। ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে কাজ করার পর চতুর্থবারের জন্য গোয়ার মুখ্যমন্ত্রীর পদে বসেছেন মনোহর পার্হিকর।

English summary
Trials on for ac jackets for Indian special forces, tells Manohar Parrikar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X