For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির উত্তরপ্রদেশ জয় রাজ্যের নিরিখে সর্বকালের সেরা, বলছে পরিসংখ্যান

৪০৩টি আসনের মধ্যে ৩১১টি একাই দখল করেছে গেরুয়া শিবির। এই জয়ই উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের ইতিহাসে সর্বকালের সেরা, পরিসংখ্যান ঘাঁটলে এমনটাই উঠে আসছে।

  • |
Google Oneindia Bengali News

উত্তরপ্রদেশে তিন চতুর্থাংশের বেশি আসন পেয়ে এবারের বিধানসভা ভোটে জয়ী হয়েছে বিজেপি। ৪০৩টি আসনের মধ্যে ৩১১টি একাই দখল করেছে গেরুয়া শিবির। এই জয়ই উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের ইতিহাসে সর্বকালের সেরা, পরিসংখ্যান ঘাঁটলে এমনটাই উঠে আসছে।

পাঁচ রাজ্যে মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে কোন দলের কারা এগিয়ে? জেনে নিন

পাঁচ রাজ্য মিলিয়ে কোন প্রার্থী সবচেয়ে বেশি ও কোন প্রার্থী সবচেয়ে কম ভোট পেলেন?

প্রায় চার দশক আগে তিনশোর বেশি আসনে একবারই মাত্র কংগ্রেস জয়ী হয়েছিল। সেইসময়ে বিজেপির সবে জন্ম হয়েছে। ১৯৮০ সালে জন সংঘ ভেঙে বিজেপি তৈরি হওয়ার সময়ে কংগ্রেস তখন প্রবল বেগে দৌড়চ্ছে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে। ঠিক এখন যেভাবে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি দৌড়চ্ছে।

বিজেপির উত্তরপ্রদেশ জয় রাজ্যের নিরিখে সর্বকালের সেরা

সেইবছরে কংগ্রেস মোট ৩০৯টি আসন পেয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জিতেছিল। তবে এবার বিজেপি জিতেছে ৩১১টি আসনে। ফলে সেই রেকর্ড জয়কেও পিছনে ফেলেছে মোদী ঝড়।

উত্তরপ্রদেশ নির্বাচনে জনপ্রিয় প্রার্থীদের জয় ও হারের তালিকা একনজরে

১৯৫২-২০১৭ : উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের ইতিহাস একনজরে

তফাৎ আরও রয়েছে। সেইসময়ে অবিভক্ত উত্তরপ্রদেশে মোট বিধানসভা আসন ছিল ৪২৫টি। পরে উত্তরাখণ্ড ২০০০ সালে বেরিয়ে এসে নতুন রাজ্য গঠন হলে মোট আসন কমে আসে ৪০৩টিতে। ফলে কংগ্রেসের ১৯৮০ সালের জয়ের চেয়ে বিজেপির এবারের জয় শতাংশের বিচারে অনেকটাই বড়।

পরিসংখ্যান ঘাঁটলে দেখা যাচ্ছে ১৯৮০ সালের নির্বাচনে উত্তরপ্রদেশ নির্বাচনে ৪০০টি আসনে বিজেপি প্রার্থী দিয়ে ১১টিতে জয়লাভ করে। পরে ১৯৮৫ সালে নির্বাচনে ১৬টি আসন পেয়েছিল। এরপরে ১৯৯১ সালে বিজেপি প্রথমবার উত্তরপ্রদেশ দখল করে। জয় পায় মোট ২২১টি আসনে।

সেই সময় থেকে ২০০৭ সালের আগে পর্যন্ত উত্তরপ্রদেশে কোনও দল পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। অন্য দলের উপরে নির্ভর করে সরকার চালিয়েছে প্রধান দলগুলি। এরপরে প্রায় ১৬ বছর বাদে, ২০০৭ সালে মায়াবতীর বহুজন সমাজ পার্টি ২০৬টি আসনে জয়লাভ করে।

English summary
This BJP victory in Uttar Pradesh is the greatest by any party, says statistics
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X