For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৌরভ উন্মোচন করলেন রেডমি ১০ স্মার্টফোন! আকর্ষণীয় দামে কী কী বৈশিষ্ট্য, বিক্রি শুরুই বা কবে?

  • |
Google Oneindia Bengali News

জনপ্রিয় মোবাইল প্রস্তুতকারক সংস্থা রেডমি বা এমআইয়ের ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ গঙ্গোপাধ্যায়। আজ আনুষ্ঠানিকভাবে রেডমি ইন্ডিয়া নতুন স্মার্টফোন বাজারে আনল সৌরভেরই হাত দিয়ে। মহারাজ আনবক্স করলেন রেডমি ১০-এর। সংস্থার দাবি, আকর্ষণীয় দামে আকর্ষণীয় বৈশিষ্ট্যযুক্ত এই মোবাইল ফোন মন জয় করবেই ক্রেতাদের। কেন না, এ যে দাদার 'মনের মতো ফোন'!

তিন রঙে

তিনটি রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। সেগুলি হলো প্যাসিফিক ব্লু, মিডনাইট ব্ল্যাক ও ক্যারিবিয়ান গ্রিন। সিনেম্যাটিক ভিস্যুয়ালের জন্য রয়েঠচে ১৭.০৪ সেন্টিমিটার বা ৬.৭১" আইপিএস ডিসপ্লে। এইচডি কোয়ালিটি ওটিটি স্ট্রিমিংয়ের কথা ভেবে রাখা হয়েছে ওয়াইডভাইন এল ওয়ান সাপোর্ট (WIDEVINE L1)।

ক্যামেরায় চমক

ক্যামেরার প্রতি যে গ্রাহকরা আকৃষ্ট হন তাঁদের জন্যও রয়েছে চমক। ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সঙ্গে ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। ফ্রন্ট ক্যামেরাও ৫ মেগাপিক্সেলের। যাঁরা দীর্ঘ সময় মোবাইলে গানবাজনা শুনতে পছন্দ করেন তাঁদের কথা ভেবে এই ফোনে রাখা হয়েছে ১.৫ ওয়াট লাউডস্পিকার। হাত থেকে পড়ে গেলেও যাতে স্ক্র্যাচ না পড়়ে সেজন্য রাখা হয়েছে গোরিলা গ্লাস প্রোটেকশন। ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক গুঁজে মোবাইল-ম্যাজিকে মাততে পারেন ক্রেতারা।

স্ন্যাপড্রাগন পাওয়ারহাউস

এই ফোনে রয়েছে ৬এনএম কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট। ৬০০০এমএএইচ ব্যাটারি, সঙ্গে ১৮ ওয়াট ফাস্ট চার্জিংয়ের ব্যবস্থা। অর্থাৎ একবার চার্জ দিলে দীর্ঘ সময় চার্জিং নিয়ে চিন্তামুক্ত থাকতে পারবেন ব্যবহারকারীরা। থাকছে ৮ জিবি (৬ জিবি+২ জিবি)র‌্যাম বুস্টার।

কবে থেকে বিক্রি শুরু?

রেডমি ইন্ডিয়ার টুইটারে জানানো হয়েছে, রেডমি ১০ ফ্লিপকার্টে পাওয়া যাবে ২৪ মার্চ থেকে। ৪ জিবি+ ৬৪ জিবি ফোনের দাম ৯,৯৯৯ টাকা, ৬ জিবি+ ১২৮ জিবি ফোনের দাম ১১,৯৯৯ টাকা। এইচডিএফসি কার্ডের মাধ্যমে কিনলে পাওয়া যাবে ১ হাজার টাকা পর্যন্ত ছাড়।

English summary
Sourav Ganguly Unlocked Redmi10 Smartphone. According To Redmi India This Is The Newest Powerhouse Comes With A Plethora Of Features.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X