For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাওবাদী অধ্যুষিত বস্তারে মানুষ ১২ কিলোমিটার হেঁটেও ভোট দিচ্ছেন: ভারতীয় গণতন্ত্রের এ এক অপার মহিমা

বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ভারতে শুরুহল সপ্তদশলোকসভা নির্বাচন।এই দিনসারা দেশের২০টি রাজ্যএবং কেন্দ্রশাসিতঅঞ্চলে মোট ৯১টিআসনে ভোটগ্রহণসম্পন্ন হয়।আর এই৯১টি আসনেরমধ্যে ছিলছত্তীসগঢ়ের বস্তারআসনটিও।

  • By Shubham Ghosh
  • |
Google Oneindia Bengali News

বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ভারতে শুরুহল সপ্তদশলোকসভা নির্বাচন।এই দিনসারা দেশের২০টি রাজ্যএবং কেন্দ্রশাসিতঅঞ্চলে মোট ৯১টিআসনে ভোটগ্রহণসম্পন্ন হয়।আর এই৯১টি আসনেরমধ্যে ছিলছত্তীসগঢ়ের বস্তারআসনটিও।

মাওবাদী অধ্যুষিত বস্তারে মানুষ ১২ কিলোমিটার হেঁটেও ভোট দিচ্ছেন: ভারতীয় গণতন্ত্রের এ এক অপার মহিমা

মাওবাদী অধ্যুষিতওই কেন্দ্রেপ্রার্থী রয়েছেনএবারে সাতজনকিন্তু যাতেভোট সুষ্ঠুভাবেসম্পন্ন হয়, তার জন্যেবস্তারে মোতায়েনকরা হয়৮০,০০০সুরক্ষাকর্মী। নিরাপত্তাআরও বাড়ানোহয় সম্প্রতিওই কেন্দ্রেরঅন্তর্গত দান্তেওয়াদায়মাওবাদীদের বিস্ফোরণেস্থানীয় বিজেপিবিধায়ক সহচার নিরাপত্তাকর্মীর মৃত্যুরপর। তবেসাধারণ ভোটারদেরবিরত করতেপারেনি ওইঘটনা। মাওবাদীদেরতরফ থেকেস্থানীয় মানুষজনকেনির্বাচনে অংশনিতে নাবলা হলেও১২ কিলোমিটারপথ হেঁটেওমানুষ বস্তারেভোট দিতেআসছেন। রাস্তায়রাস্তায় নির্বাচনবয়কট করারডাক দিয়েব্যানার-পোস্টারলাগানো হলেওনিজের ভোটটিনষ্ট করতেরাজি নয়সাধারণ মানুষ।

মাওবাদীদেরলালচক্ষু উপেক্ষাকরে ভোটদিতে ভয়লাগছে নাএমন প্রশ্নেসাধারণ মানুষজনএকটুও ভীতনা হয়েবলছেন যেভোট দেওয়াতাঁদের অধিকারএবং কর্তব্যএবং সেটাতাঁরা পালনকরবেন যেকরে হোক।

বস্তার কেন্দ্রেভোটার সংখ্যা১৩ লক্ষ৭২ হাজারএবং ১৯৯৮সাল থেকেটানা বিজেপিজিতে আসছেএই আসনে।গত ডিসেম্বরেযদিও বিজেপিছত্তীসগঢ়ে ক্ষমতাহারিয়েছে, কিন্তুকংগ্রেস লোকসভানির্বাচনেও তারপুনরাবৃত্তি করতেপারবে কীনা এরাজ্যে, সেটাই দেখার।

তবে ছত্তীসগঢ়েরএই মাওবাদীঅধ্যুষিত অঞ্চলেরনির্বাচন বোধহয়শুধুমাত্র ব্যালটেরনিরিখে হার-জিতেরকথাতেই শেষহয় না।এ তারচেয়েও অনেকবড় লড়াই।

যে মানুষগুলিমাইলের পরমাইল প্রাণেরঝুঁকি নিয়েচলেছে ভোটদিতে, নিজেরন্যূনতম অধিকারটিকেকাজে লাগাতেযাতে তাঁরএবং তাঁরপরিবারের ভবিষ্যৎটিসুরক্ষিত হয়সেই আশায়, তাঁদের এইবুকভরা সাহসএবং স্বপ্নদেখে আশ্চর্যনা হয়েপারা তোযায় নাই, উল্টে যেভারতীয় গণতন্ত্রনিয়ে আমাদেরমনে নানা সময়েনানা হতাশাদেখা দেয়, তার সম্বন্ধেওযেন নতুনকরে শ্রদ্ধাতৈরী হয়।

শহুরে নেতিবাচকমনোভাবাপন্ন মধ্যবিত্তরকাছে আজকেব্যালটের ব্যবহারঅনেক কারণেই অর্থহীন হয়েদাঁড়ালেও বস্তারেরপ্রান্তিক ওইমানুষগুলির কাছেনিজের ভোটটিআজও অসীমগুরুত্বপূর্ণ এবংনানা বাধাবিপত্তিসত্ত্বেও তাঁরাতার সদ্ব্যবহারেদৃঢ়সংকল্প।

English summary
People walking 12 kilometres to cast votes despite Maoist warnings; this is success of Indian democracy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X