For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ট্রেনে 'ডেস্টিনেশন ম্যারেজ' করার সুযোগ দিচ্ছে ভারতীয় রেল, জেনে নিন কীভাবে বুক করবেন

ট্রেনের মধ্যে বিয়ের অনুষ্ঠান করতে বা ধর্মীয় ট্যুর করতে চান? আপনাকে অনলাইনেই সেই সুযোগ এনে দিচ্ছে ভারতীয় রেল।

  • |
Google Oneindia Bengali News

ট্রেনের মধ্যে বিয়ের অনুষ্ঠান করতে বা ধর্মীয় ট্যুর করতে চান? আপনাকে অনলাইনেই সেই সুযোগ এনে দিচ্ছে ভারতীয় রেল। রেলওয়ে বোর্ডের সার্কুলার বলছে, বিশেষ ট্রেন, কোচ ফুল ট্যারিফ রেট বা এফটিআর দিয়ে বুক করা যাবে আইআরসিটিসি-র মাধ্যমে। এই ধরনের ব্যবস্থা রেলের প্রতি সাধারণ মানুষের আগ্রহ ফিরিয়ে আনবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

এফটিআরের মাধ্যমে বুকিং

এফটিআরের মাধ্যমে বুকিং

কোনও ব্যক্তি বা দল এফটিআরের মাধ্যমে সিঙ্গল উইন্ডো বুকিং সিস্টেম ব্যবহার করে আইআরসিটিসির মাধ্যমে ট্রেন, কোচ বুক করতে পারবেন।

এখনের ব্যবস্থা

এখনের ব্যবস্থা

এই মুহূর্তে এই ধরনের বুকিংয়ে যাঁদের বুকিং সেই ব্যক্তি বা দলকে চিফ বুকিং সুপারভাইজার বা স্টেশন মাস্টারের কাছে গিয়ে লিখিত আবেদন করে ভ্রমণের বিস্তারিত ব্যাখ্যা করে এফটিআর বুকিং করতে হয়।

বদলের উদ্যোগ রেলের

বদলের উদ্যোগ রেলের

টাকা জমা দেওয়ার পরে রিসিপ্ট দেওয়া হয়। সেখানে ইউনিক এফটিআর নম্বর প্রিন্ট করা থাকে। এই ধরনের পদ্ধতিকে এবার বদলে ফেলতে চাইছে ভারতীয় রেল।

আপনার কাছে সুযোগ

আপনার কাছে সুযোগ

সাধারণত বিশেষ ট্রেন বুকিং করে ট্রাভেল এজেন্সি বা বড় সংস্থাগুলি তাদের কর্মীদের জন্য। এমনকী স্কুল কলেজও শিক্ষামূলক ভ্রমণের ক্ষেত্রে কোচ বুক করে থাকে। এবার আপনিও বিয়ের মতো অনুষ্ঠানের জন্য কোচ বুক করতে পারবেন।

অতিরিক্ত লেভি

অতিরিক্ত লেভি

এই বাবদ মোট ভাড়ার সঙ্গে ৩০ শতাংশ সার্ভিস চার্জ বুকিংয়ের সময় কাটা হবে। পাশাপাশি অতিরিক্ত ৫ শতাংশ এফটিআর দিতে হবে ভারতীয় রেলকে।

সঙ্গে সিকিউরিটি ডিপোজিট

সঙ্গে সিকিউরিটি ডিপোজিট

এই ধরনের বুকিংয়ের ক্ষেত্রে ৫০ হাজার টাকা কোচ প্রতি সিকিউরিটি ডিপোজিট দিতে হবে। গোটা প্রক্রিয়াটাই ডিজিটাল লেনদেনের মাধ্যমে নতুন অনলাইন সিস্টেমকে ব্যবহার করা করা হবে বলে রেলবোর্ড জানিয়েছে।

English summary
Want to book railway coaches for marriage party? Indian Rail giving you a unique chance
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X