For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশজোড়া বিতর্কের মুখেও সিংহভাগ রাজ্যে অক্ষুন্ন মোদী ক্যারিশমা! নয়া সমীক্ষার রিপোর্ট ঘিরে শোরগোল

  • |
Google Oneindia Bengali News

নয়া নাগরিকত্ব আইন হোক বা বিগত বছরের শেষে পাশ হওয়া কৃষি আইন, প্রতিক্ষেত্রেই গোটা দেশে বড়সড় বিতর্কের মুখে পড়ছে বিজেপি সরকার। ক্ষুণ্ন হয়েছে ভাবমূর্তিও। যদিও তাতে বিশেষ প্রভাব পড়েনি প্রধানমন্ত্রী মোদীর ভাবমূর্তিতে। সদ্য প্রকাশিত আইএনএস সি-ভোটার স্টেট অফ দ্য নেশন ২০২১-র সমীক্ষা অন্তত তেমনটাই বলছে।

বেশিরভাগ রাজ্যে অক্ষত রয়েছে মোদী ক্যারিশমা

বেশিরভাগ রাজ্যে অক্ষত রয়েছে মোদী ক্যারিশমা

একইসাথে দেশের বেশিরভাগ রাজ্যে অক্ষত রয়েছে মোদী ক্যারিশমা। বর্তমানে সারা দেশের ৪৪.৫৫ শতাংশ মানুষ তাকে সমর্থন করছেন বলেও জানানো হয়েছে সমীক্ষার রিপোর্টে। ওড়িশা, গোয়া ও তোলেঙ্গানার মানুষদেরই সর্বাধিক সমর্থন রয়েছে মোদীর সঙ্গে। তবে তালিকায় শীর্ষে রয়েছে ওড়িশাবাসীর সমর্থন। এমনকী বিরোধী শিবিরের লাগাতার প্রচারে একফোঁটাও জনপ্রিয়তা কমেনি গেরুয়া শিবিরের এই প্রধান কাণ্ডারীর।

৫৪৩টি লোকসভা কেন্দ্রে সমীক্ষা

৫৪৩টি লোকসভা কেন্দ্রে সমীক্ষা

প্রসঙ্গত উল্লেখ্য, গোটা দেশের ৫৪৩টি লোকসভা কেন্দ্রের ৩০ হাজার মানুষের উপর এই সমীক্ষা চালানো হয় বলে খবর। সমীক্ষার রিপোর্ট বলছে, একাধিক ইস্যুতে দেশজোড়া বিতর্কের মুখে দাঁড়িয়েও দু হাত খুলে মোদীকে সমর্থন করছেন ওড়িশার মানুষজন। মোদীর কাজের ভূয়সী প্রশংসা করতে দেখা গিয়েছে ৭৮.০৫ শতাংশ মানুষ। পাশাপাশি ভূয়সী প্রশংসা না করলেও মোদীর কাজে সন্তুষ্ট ১৪.০৩ শতাংশ মানুষ।

দু-হাত ভরে মোদীকে সমর্থন ওড়িশাবাসীর

দু-হাত ভরে মোদীকে সমর্থন ওড়িশাবাসীর

উল্টোদিকে ওড়িশার ৭.৭৩ শতাংশ মানুষ মোদীকে মোদীকে কার্যত সহ্যই করতে পারছেন না বলে জানিয়েছেন। যদিও সামগ্রিক ভাবে গ্রহণযোগ্যতার বিচারে ওই রাজ্যে মোদী টপকে গিয়েছেন ৮৩.৩৫ শতাংশের গণ্ডি। ওড়িশার পাশাপাশি গোয়াতেও গড়ে ৮০.৩৫ শতাংশ মানুষ মোদীর পাশে রয়েছেন। তেলেঙ্গানায় পরিমাণটা ৭২.০৩ শতাংশ। অন্যদিকে উত্তরাখণ্ডে মোদীর গ্রহণযোগ্যতা ৪৫.৭৭-র গণ্ডি ছুঁয়েছে।

মোদীর বিপক্ষে দাঁড়িয়েছেন পাঞ্জাবের প্রায় ৬৩ শতাংশ মানুষ

মোদীর বিপক্ষে দাঁড়িয়েছেন পাঞ্জাবের প্রায় ৬৩ শতাংশ মানুষ

অন্যদিকে একাধিক রাজ্য মোদী ও তাঁর সরকারের একাধিক নীতিকে সাদরে গ্রহণ করলেও উল্টো পথে হেঁটেছে পাঞ্জাব। মোদীকে সব থেকে কম সমর্থনের নিরিখে এই রাজ্য রয়েছে শীর্ষ তালিকাতেই। পাঞ্জাবে মেরেকেটে মোদীর গ্রহণ যোগ্যতা দাঁড়িয়েছে ২০.৭৫ শতাংশ। যদিও সমর্থন করেছেন ১৪.৭ শতাংশ মানুষ। বিপক্ষে দাঁড়িয়েছেন ৬৩.২৮ শতাংশ মানুষ।

যোগী রাজ্যে মুখ তুবড়ে পড়েছে মোদীর জনপ্রিয়তা

যোগী রাজ্যে মুখ তুবড়ে পড়েছে মোদীর জনপ্রিয়তা

অন্যদিকে পাঞ্জাবের পাশাপাশি খোদ যোগী রাজ্যে মুখ তুবড়ে পড়েছে মোদীর জনপ্রিয়তা। উত্তরপ্রদেশের সামগ্রিক বিচারে মোদীর গ্রহণযোগ্যতা মাত্র ২৩.৪৮ শতাংশ। তামিলনাড়ুতে তা আবার মাত্র ৩.১ শতাংশ। অন্যদিকে কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে গড়ে ৩১.৯৯ শতাংশ গ্রহণযোগ্যতা রয়েছে প্রধানমন্ত্রীর। কেরলে তা আবার ২১.৮৪ শতাংশ।

English summary
Modi charisma intact in the lion's share of the states in the face of controversy! Speculations with the new survey report
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X