For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এই বিশেষ নামের কার্তিক পুজো হয় কাটোয়ায় , জেনে নিন কারণ

সামনেই কার্তিক পুজো। কিন্তু ন্যাংটা কার্তিকের নাম শুনেছেন কি ? কাটোয়ার হরিসভা পাড়ায় এই পুজোর শুরু।

  • |
Google Oneindia Bengali News

সামনেই কার্তিক পুজো। কিন্তু ন্যাংটা কার্তিকের নাম শুনেছেন কি ? কাটোয়ার হরিসভা পাড়ায় এই পুজোর শুরু।

এই বিশেষ নামের কার্তিক পুজো হয় কাটোয়ায় , জেনে নিন কারণ

চন্দননগর যেমন জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত, কাটোয়াও তেমনি বিখ্যাত কার্তিক পুজোর জন্য। সাধারণ ভাবে কার্তিক পুজো ছাড়াও সর্বজনীন কিংবা বাড়ি দুভাবেই ন্যাংটা কার্তিকের পুজো হয় কাটোয়ায়।

গঙ্গাতীরবর্তী হওয়ায় একসময়ে বজরা ও ব্যবসায়িক জলযানের যাতায়াত ছিল। আর বহিরাগত লোকজনের বিনোদনের জন্য গড়ে উঠেছিল পতিতাপল্লীও। গণিকাদের সন্তানাদি হত না। কালক্রমে নিঃসন্তান পতিতারাই সন্তান স্নেহে ন্যাংটা কার্তিকপুজো শুরু করেন হরিসভাপাড়ায়। পতিতার মনো-মাঝে সুপ্ত-অতৃপ্ত সদা-জাগরুক মাতৃচেতনা চাইত পরজন্মে 'মা' হতে। তাই ন্যাংটা কার্তিক পুজো ছিল গণিকাদের নিজেস্ব বিনোদন। ন্যাংটা কার্তিকের পুজো করে 'সাতভাই' ক্লাবও। প্রাচীন এই পুজোর জনপ্রিয়তা এখনও রয়েছে। নদী পেরিয়ে নদিয়া থেকেও বহু মানুষ আসেন পুজো দেখতে।

পুরনো নথিতে হরিসভাপাড়ায় পতিতা পল্লীর কথা বলা হলেও, এখন তার অস্তিত্ব আর উল্লেখ্য নয়। কাটোয়ার বিশিষ্ট ব্যবসয়ী দে-পরিবারেও ন্যাংটা কার্তিকের পুজো হয়।

English summary
Katwa in East Bardhaman district is famous for naked kartik festival. These are some history behind this naked kartik.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X