For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইসরোর নেভিগেশন স্যাটেলাইট সম্পর্কে জেনে নিন খুঁটিনাটি, ফের তৈরি হতে চলেছে ইতিহাস

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এদিন অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে অষ্টম নেভিগেশন স্যাটেলাইট IRNSS- 1H মহাকাশে প্রেরণ করবে।

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এদিন অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে অষ্টম নেভিগেশন স্যাটেলাইট IRNSS- 1H মহাকাশে প্রেরণ করবে। সতীশ ধাওয়ান স্পেস সেন্টার শ্রীহরিকোটা থেকে এদিন সন্ধ্যা সাতটা নাগাদ কৃত্রিম উপগ্রহের সফল উৎক্ষেপণ হবে।

বুধবার দুপুর ২টো থেকে ২৯ ঘণ্টার কাউন্টডাউন শুরু হয়েছে। পিএসএলভি-সি৩৯/আইআরএনএসএস-১এইচ মিশন নিয়ে এমনটাই জানিয়েছে ইসরো। এই কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ নিয়ে আসুন জেনে নেওয়া যাক একনজরে।

IRNSS- 1H উৎক্ষেপণ

IRNSS- 1H উৎক্ষেপণ

1H এর বদলে IRNSS- 1A মহাকাশে প্রেরিত হচ্ছে। এর 'রুবিডিয়াম অটোমিক' ঘড়ি একেবারে নিখুঁতভাবে স্থানীয় সময় সম্পর্কে তথ্য জানাবে। প্রতিটি উপগ্রহের এমন তিনটি করে ঘড়ি রয়েছে। সবমিলিয়ে মোট ২৭টি ঘড়ি মহাকাশে প্রেরণ করা হবে।

উপগ্রহের ওজন

উপগ্রহের ওজন

এই কৃত্রিম উপগ্রহের ওজন ১৪০০ কেজি। এটাই ভারতের প্রথম স্যাটেলাইট যা বেসরকারি সংস্থা তৈরি করেছে, তবে নজরদারি চালিয়েছে ইসরো। অর্থাৎ ইসরোর তত্ত্বাবধানেই তা তৈরি হয়েছে।

বেসরকারি সংস্থার হাতে তৈরি

বেসরকারি সংস্থার হাতে তৈরি

বেঙ্গালুরুর 'আলফা ডিজাইন টেকনোলজিস' এই নতুন কৃত্রিম উপগ্রহ তৈরি করেছে। সেই কাজ তত্ত্বাবধান করেছেন ৭০ জন ইসরো বিজ্ঞানী মিলে। তারপরই এই কৃত্রিম উপগ্রহ তৈরি সম্ভব হয়েছে।

পিএসএলভি রকেট

পিএসএলভি রকেট

চার ইঞ্জিনের পিএসএলভি- সি৩৯ রকেট কৃত্রিম উপগ্রহকে বহন করবে। এটি ৪৪.৪ মিটার লম্বা ও ওজন ৩২১ টন। উৎক্ষেপণের ১৯ মিনিট ২৫ সেকেন্ডের মধ্যে রকেটটি উপগ্রহকে মহাকাশে পৌঁছে দেবে।

নেভিগেশন স্যাটেলাইট কী

নেভিগেশন স্যাটেলাইট কী

স্যাটেলাইট নেটওয়ার্কের মধ্যে থেকে কাজ করে নেভিগেশন স্যাটেলাইট। স্থানীয় এলাকার সমস্ত খবর রেডিও সঙ্কেতের মাধ্যমে তা পৃথিবীতে পৌঁছে দেয়।

ভারতের নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম

ভারতের নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম

ভারতের ১৪২০ কোটি টাকার স্যাটেলাইট সিস্টেমকে বলা হয় 'ইন্ডিয়ান রিজিওনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম : নেভিগেশন উইথ ইন্ডিয়ান কনস্টেলেশন'। এতে রয়েছে সাতটি কৃত্রিম উপগ্রহ। তার মধ্যেই একটি হল IRNSS- 1H। যার বদলে সেই কক্ষপথে IRNSS- 1A মহাকাশে প্রেরিত হচ্ছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে মিল

যুক্তরাষ্ট্রের সঙ্গে মিল

ভারতের IRNSS সিস্টেমের সঙ্গে মিল রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের জিপিএস সিস্টেমের। তাতে রয়েছে মোট ২৪টি কৃত্রিম উপগ্রহ। এছাড়া রাশিয়া ও ইউরোপের কয়েকটি দেশ ও চিনের সঙ্গেও মিল রয়েছে ভারতের এই প্রোগ্রামের।

 IRNSS বিশেষত্ব

IRNSS বিশেষত্ব

ভারতের উপগ্রহ স্যাটেলাইট দুই ধরনের পরিষেবা দেয়। প্রথমত, স্ট্যান্ডার্ড পজিশনিং সার্ভিস যা সকলে ব্যবহার করতে পারে। দ্বিতীয়ত, রেস্ট্রিক্টেড সার্ভিস, যা বাছা বাছা ইউজার ব্যবহার করতে পারবে।

IRNSS প্রয়োগ

IRNSS প্রয়োগ

টেরেস্টিয়াল, এরিয়াল ও মেরিন নেভিগেশনে সাহায্য করে। অর্থাৎ জল-স্থল-অন্তরীক্ষ সমস্ত জায়গায় এর নজর রয়েছে। ফলে বিপর্যয় মোকাবিলা, গাড়ি ট্র্যাকিং সহ একাধিক কাজ এটি নিখুঁতভাবে করতে সক্ষম। পাশাপাশি গাড়ির চালকদের ভয়েস নেভিগেশন-ও দিতে পারে।

ভারতের নেভিগেশন স্যাটেলাইট উৎক্ষেপণ

ভারতের নেভিগেশন স্যাটেলাইট উৎক্ষেপণ

২০১৩ সালের ১ জুলাই প্রথম উৎক্ষেপণ করা হয়। সেই সিরিজের সপ্তম স্যাটেলাইট উৎক্ষেপিত হয় ২০১৬ সালের ২৮ এপ্রিল।

English summary
ISRO to launch navigation satellite from Sriharikota, Andhra Pradesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X