For Daily Alerts
'উড়ন্ত ঈগলের' পায়ে! বিয়ের আসরে যাওয়ার অভিনব আয়োজন, দেখুন ভিডিও
উড়ন্ত ঈগলের পায়ে খাঁচা। তার মধ্যে করে বর-বই হাজির বিয়ের আসরে। এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওতে দেখা যাচ্ছে দৈত্যকার ঈগল পাখির পায়ের সঙ্গে বাঁধা খাঁচার মধ্যে দম্পতি রয়েছেন। ঈগলটি আস্তে আস্তে বিয়ের জন্য নির্দিষ্ট জায়গায় গিয়ে থামল। টুইটারে ছবিটি শেয়ার করেছেন এক ব্যবহারকারী।
It’s a bird, it’s a plane, it’s the groom and bride.
— Pakchikpak Raja Babu (@HaramiParindey) July 13, 2018
Indian weddings are getting out of hand. pic.twitter.com/AEWlxw54xD
বিয়েতে অভিনব আয়োজন। আসছে নিত্য নতুন উপায়। দৈত্যাকার ঈগলের পায়ে করে বিবাহ বাসরে যাওয়াও নতুন উপায়। আসল নয়, ঈগলকে এখানে প্রতীকী হিসেবে দেখানো হয়েছে।
ভিডিও দেখে অনেকেই প্রতিক্রিয়া দিয়েছেন।