For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সারা দেশে কীভাবে পালিত হল একাত্তর তম স্বাধীনতা দিবস, দেখুন ফটোফিচারে

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা নিজেদের রাজ্যে কীভাবে স্বাধীনতা দিবস পালন করলেন তা দেখে নেওয়া যাক ফটোফিচারে।

  • |
Google Oneindia Bengali News

স্বাধীনতার সত্তর বছর পেরিয়ে একাত্তরে পা দিল ভারতবর্ষ। এদিন সারা দেশে একযোগে সকলে সরকারি অনুষ্ঠানে হোক অথবা ব্যক্তিগত উদ্যোগে, স্বাধীনতা দিবস উদযাপন করেছেন, পতাকা উত্তোলন করে দেশমাতার প্রতি শ্রদ্ধা জানিয়ে বীর শহিদদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা নিজেদের রাজ্যে কীভাবে স্বাধীনতা দিবস পালন করলেন তা দেখে নেওয়া যাক ফটোফিচারে।

লালকেল্লায় প্রধানমন্ত্রী

লালকেল্লায় প্রধানমন্ত্রী

রীতি মেনে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে লালকেল্লায় ভাষণ দিয়ে এ পতাকা উত্তোলন করে উৎসবে মাতেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রাষ্ট্রপতি কোবিন্দ

রাষ্ট্রপতি কোবিন্দ

রাষ্ট্রপতি হিসাবে প্রথমবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে শামিল হলেন রামনাথ কোবিন্দ। সামরিক বাহিনী তিন প্রধান- স্থল সেনা, বায়ু সেনা ও নৌসেনা প্রধানদের সঙ্গে নিয়ে তিনি নয়াদিল্লিতে জাতীয় পতাকা উত্তোলন করেন।

পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গ

কলকাতার রেড রোডে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক রীতি মেনে পূর্ণ মর্যাদায় স্বাধীনতা দিবস পালন করেছেন।

অন্ধ্রপ্রদেশ

অন্ধ্রপ্রদেশ

অন্ধ্রপ্রদেশে মুখ্যমন্ত্রী এম চন্দ্রবাবু নাইড়ু তিরুপতিতে স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠানে হাজির থেকে পতাকা উত্তোলন করেন।

অসম

অসম

অসমে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস পালন করেন।

বিহার

বিহার

বিহারের জেডিইউ-বিজেপি জোটের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার পাটনায় বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করেন।

ছত্তিশগড়

ছত্তিশগড়

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং এদিন সকালে রাজ্যের রাজধানী রায়পুরে তেরঙা উত্তোলন করেন।

সনিয়া গান্ধী

সনিয়া গান্ধী

দিল্লিতে কংগ্রেসের মুখ্য কার্যালয়ে সভানেত্রী সনিয়া গান্ধী তেরঙা পতাকা উত্তোলন করেন। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সহ সভাপতি রাহুল গান্ধী ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং সহ বিশিষ্ট কংগ্রেস নেতৃত্ব।

গোয়া

গোয়া

গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পার্রিকর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নেন। পানাজিতে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যে স্বাধীনতা দিবস পালন করেন তিনিও।

জম্মু ও কাশ্মীর

জম্মু ও কাশ্মীর

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি শ্রীনগরে স্বাধীনতা দিবস পালন করেন।

কর্ণাটক

কর্ণাটক

কর্ণাটকের কংগ্রেসের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এদিন অন্যান্যা রাজনেতার মতোই বেঙ্গালুরুতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পালন করেন।

কেরল

কেরল

কেরলের এলডিএফ জোটের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন প্রশাসনিক রীতি মেনে তিরুবনন্তপুরমে স্বাধীনতা দিবস পালন করেছেন।

মধ্যপ্রদেশ

মধ্যপ্রদেশ

মধ্যপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ও প্রশাসনের অন্য কর্তা-ব্যক্তিরা একযোগে ভোপালে সরকারি অনুষ্ঠানের মাধ্যমে পতাকা উত্তোলন করেন।

মহারাষ্ট্র

মহারাষ্ট্র

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ মুম্বইয়ে রাষ্ট্রীয় রীতি মেনে স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করেন।

তেলঙ্গানা

তেলঙ্গানা

তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও হায়দরাবাদে জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস উদযাপন করেন।

 ভারত-বাংলাদেশ সীমান্ত

ভারত-বাংলাদেশ সীমান্ত

শিলিগুড়িতে ভারত-বাংলাদেশ সীমান্তে দুই দেশের জওয়ানরা মিলিত হয়ে মিষ্টি ও শুভেচ্ছা বিনিময় করেন।

ভারত-পাক সীমান্ত

ভারত-পাক সীমান্ত

এর আগেরদিন সোমবার পাক স্বাধীনতা দিবসে ভারত শুভেচ্ছা জানিয়েছিল। এদিন ভারতের স্বাধীনতা দিবসে পাকিস্তানি সেনার তরফে শুভেচ্ছা ভেসে এল ওয়াঘা-আটারি সীমান্তে।

English summary
How Indian Chief Ministers including PM Modi and President Ram Nath Kovind celebrates Independence Day 2017
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X