For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের সাধারণ বাজেট নিয়ে নানা অজানা তথ্য জানুন একনজরে

ভারতবর্ষের বাজেট পেশের দীর্ঘ ইতিহাস রয়েছে। ব্রিটিশ ভারত থেকে এদেশের সংসদে বাজেট পেশ হয়ে চলেছে। এরপরে ১৯৪৭ সালে দেশ স্বাধীন হওয়ার পর এদেশের অর্থমন্ত্রীরা বাজেট পেশ শুরু করেন।

  • |
Google Oneindia Bengali News

ভারতবর্ষের বাজেট পেশের দীর্ঘ ইতিহাস রয়েছে। ব্রিটিশ ভারত থেকে এদেশের সংসদে বাজেট পেশ হয়ে চলেছে। এরপরে ১৯৪৭ সালে দেশ স্বাধীন হওয়ার পর এদেশের অর্থমন্ত্রীরা বাজেট পেশ শুরু করেন। নানা বছরে নানা সংশোধন ও বদলের মধ্যে দিয়ে বাজেট এগিয়ে গিয়েছে। দেশের অর্থনীতিকে নয়া দিশা দিয়েছে। আর এভাবেই ভারত সারা বিশ্বে গ্রহণ করার মতো শক্তি হয়ে উঠেছে। বাজেট নিয়ে নানা অজানা তথ্য জেনে নেওয়া যাক একনজরে।

বাজেটের ব্যুৎপত্তি

বাজেটের ব্যুৎপত্তি

বাজেট শব্দটি এসেছে ব্রিটিশ শব্দ বোওগেট থেকে। যার ফরাসি ভাষায় অর্থ চামড়ার ব্যাগ। ভারতীয় সংবিধানের ১১২ নম্বর ধারা অনুযায়ী বাজেট হল সরকারের আগামী অর্থবর্ষের খরচ ও আয়ের আনুমানিক হিসাব।

ব্রিটিশ আমলের প্রথা

ব্রিটিশ আমলের প্রথা

বাজেট পেশের দিন কেন্দ্র অথবা রাজ্যের অর্থমন্ত্রীরা বাজেট ব্রিফকেস হাতে নিয়ে ঘোরেন। এই প্রথা ব্রিটিশ আমল থেকে চলে আসছে। ১৮৬০ সাল থেকে বাজেটের দিন ব্রিটিশরা 'বাজেট বক্স' হাতে সংসদে প্রবেশ করতেন। সেই থেকে এই প্রথা আজও চলে আসছে।

পরাধীন ভারতে বাজেট পেশ

পরাধীন ভারতে বাজেট পেশ

১৮৬০ সালের ৭ এপ্রিল পরাধীন ভারতের প্রথম বাজেট ব্রিটিশ আমলে পেশ হয়েছিল। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হয়ে সেই বাজেট পেশ করেন জেমস উইলসন।

স্বাধীন ভারতে বাজেট পেশ

স্বাধীন ভারতে বাজেট পেশ

১৯৪৭ সালে স্বাধীন ভারতে প্রথম বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আরকে শন্মুখম চেট্টি। এরপরে ১৯৫৫-র বাজেটের সময় প্রথমবার হিন্দিতেও বাজেট প্রিন্ট করা হয়।

প্রধানমন্ত্রী হিসাবে বাজেট পেশ

প্রধানমন্ত্রী হিসাবে বাজেট পেশ

জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধী হলেন তিন প্রধানমন্ত্রী যারা সংসদে দাঁড়িয়ে নিজেরা বাজেট পেশ করেছেন। এই উদাহরণ ভারতীয় সংসদীয় ইতিহাসে আর নেই।

হালুয়া সেরেমনি

হালুয়া সেরেমনি

বাজেট পেশের দিন 'হালুয়া সেরেমনি' হয় নর্থ ব্লকে। তা তৈরি করেন অর্থমন্ত্রী নিজে। আধিকারিকদের তা ভাগ করে দেওয়া হয়। তারপরে বাজেটের সঙ্গে জড়িক সমস্ত আদিকারিকদের একটি ঘরে বন্দি করে দেওয়া হয়। যতক্ষণ না অর্থমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বাজেট পেশ করছেন।

মোরারজীর বাজেট পেশ

মোরারজীর বাজেট পেশ

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ও অবশ্যই অর্থমন্ত্রী মোরারজী দেশাই সবচেয়ে বেশি দশবার বাজেট পেশ করেছেন। এছাড়া তিনি ১৯৫৯ থেকে ১৯৬৪ সালের মধ্যে অন্তর্বর্তী বাজেটও পেশ করেছেন।

যশবন্তের পথপ্রদর্শন

যশবন্তের পথপ্রদর্শন

২০০০ সাল পর্যন্ত বাজেট পেশ হতো বিকেল ৫টায়, ফেব্রুয়ারি মাসের শেষ কর্মদিবসে। তবে ২০০১ সালে তা বদলে দেন তৎকালীন অর্থমন্ত্রী যশবন্ত সিনহা। তিনি সকাল ১১টায় বাজেট পেশ করেন। তবে গত দুইবছর ধরে ফেব্রুয়ারির প্রথম দিনে বাজেট পেশ হচ্ছে।

প্রণবের বাজেট পেশ

প্রণবের বাজেট পেশ

কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসাবে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় মোট সাতবার বাজেট পেশ করেছেন। বিভিন্ন সরকারের আমলে তিনি এইকাজ করেছেন। ২০১২ সালে তিনি ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন।

একসঙ্গে রেল ও কেন্দ্রীয় বাজেট

একসঙ্গে রেল ও কেন্দ্রীয় বাজেট

৯২ বছরের প্রথা ভেঙে ২০১৭ সালে কেন্দ্রীয় বাজেট ও রেল বাজেট একসঙ্গে পেশ করেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। আগে এটা আলাদা ভাবে আলাদা দিনে পেশ হতো। এখন থেকে এই প্রথাই চলবে।

বাজেট ছাপা

বাজেট ছাপা

বাজেট পেশের সপ্তাহখানেক আগে বাজেটের বই মুদ্রণ শুরু হয়। রাষ্ট্রপতি ভবনেই বাজেট প্রিন্ট করা হতো। তবে ১৯৫০ সালে তা ফাঁস হয়ে যাওয়ায় তা সরিয়ে দিল্লির মিন্টো রোডে নিয়ে যাওয়া হয়। তবে ১৯৮০ সালে নর্থ ব্লকে স্থায়ী ছাপাখানা তৈরি করা হয়। সেখানেই প্রতিবছর বাজেট ছাপা হয়।

বাজেট পেশ করতে পারেননি যাঁরা

বাজেট পেশ করতে পারেননি যাঁরা

কেন্দ্রে অর্থমন্ত্রীর দায়িত্ব পেলেও এমন দুজন মন্ত্রী রয়েছেন যারা দুর্ভাগ্যবশত বাজেট পেশের সুযোগ পাননি। এরা হলেন কেসি নিয়োগী ও এইচএন বহুগুণা।

মনমোহনের বাজেট

মনমোহনের বাজেট

১৯৯২-৯৩ সালে তৎকালীন অর্থমন্ত্রী হিসাবে মনমোহন সিং যে বাজেট পেশ করেছিলেন তা মনে করা হয় ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাজেট। তিনি আমদানি কর ৩০০ শতাংশ থেকে কমিয়ে ৫০ শতাংশে নামিয়ে আনেন। যার ফলে উদার অর্থনীতির পথ প্রশস্ত হয় ও ভারতে বিদেশি বিনিয়োগের রাস্তা খুলে যায়।

English summary
History and unknown facts of Indian Union Budget we all need to know
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X