For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের গর্বের তেরঙা পতাকার ইতিহাস জানলে ভারতবাসী হিসাবে গর্বিত হবেন

ভারতের পতাকার দীর্ঘ ইতিহাস শুধু রয়েছে এমন নয়, ভারতের আসমুদ্র হিমাচল সবকিছু সঙ্গে এর আত্মিক সম্পর্ক রয়েছে। স্বাধীনতা দিবসে একনজরে জেনে নিন ভারতের তেরঙা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

  • |
Google Oneindia Bengali News

এটা শুধুমাত্র কাপড়ের টুকরো নয়। তেরঙা পতাকা দেশের ঐতিহ্য, সংষ্কৃতি ও গর্বের প্রতীক। গেরুয়া, সাদা, সবুজ রঙগুলি ত্যাগ, শক্তি ও উন্নতির প্রতীক হিসাবে চিহ্নিত হয়ে রয়েছে। আর তার মাঝে বসা অশোক চক্র 'ধর্ম চক্র' হিসাবে পরিচিত। এই পতাকার দীর্ঘ ইতিহাস শুধু রয়েছে এমন নয়, ভারতের আসমুদ্র হিমাচল সবকিছু সঙ্গে এর আত্মিক সম্পর্ক রয়েছে। স্বাধীনতা দিবসে একনজরে জেনে নিন ভারতের তেরঙা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

[আরওপড়ুন:ভারতবাসী হয়ে দেশ সম্পর্কে এই তথ্যগুলি আপনি জানেন তো ][আরওপড়ুন:ভারতবাসী হয়ে দেশ সম্পর্কে এই তথ্যগুলি আপনি জানেন তো ]

প্রথম ভারতীয় পতাকা

প্রথম ভারতীয় পতাকা

১৯০৬ সালে ভারতীয় ইউনিয়নের প্রথম পতাকা সামনে আসে। ১৯০৬ থেকে ১৯৪৭ সালের মধ্যে মোট পাঁচবার ভারতের পতাকা ডিজাইন ও বদল হয়েছে। শেষপর্যন্ত এরপরে ১৯৪৭ সালের ২২ জুলাই তেরঙা পতাকার এখনকার ডিজাইনটাই চূড়ান্ত হয়। এই পতাকা ডিজাইন করেন স্বাধীনতা সংগ্রামী পিঙ্গালি বেঙ্কাইয়া।

পতাকা নিয়ে বিধিনিষেধ

পতাকা নিয়ে বিধিনিষেধ

বিভিন্ন দেশের পতাকা বিকিনি অথবা অন্তর্বাসে ব্যবহার করা গেলেও ভারতে এমনটা করা যায় না। আইন সেই অনুমতি দেয়নি। তবে ২০০৫ সালে সংশোধনী এনে জাতীয় পতাকাকে পোশাকে ব্যবহারের অনুমতি দেওয়া হয়। তবে তা কোমরের নিচে লাগানো যাবে না। এটাই নির্দেশ রয়েছে।

মাউন্ট এভারেস্টে ভারতের পতাকা

মাউন্ট এভারেস্টে ভারতের পতাকা

১৯৫৩ সালের ২৯ মে ভারতের পতাকা বিশ্বের সবচেয়ে উঁচু শৃঙ্গ মাউন্ট এভারেস্টে উত্তোলিত হয়। সঙ্গে নেপালের পতাকাও উত্তোলিত হয়েছিল।

পতাকা উত্তোলন নিয়মে সংশোধন

পতাকা উত্তোলন নিয়মে সংশোধন

২০০২ সাল পর্যন্ত স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবস বাদে অন্য দিন পতাকা উত্তোসন করা যেত না। তবে শিল্পপতি নবীন জিন্দাল আদালতে পিটিশন দাখিল করে এর বিরোধিতা করেন। বলেন, প্রত্যেক ভারতবাসীর উচিত নিজের ইচ্ছে অনুযায়ী যখন খুশি পতাকা উত্তোলন করা ও সম্মান জানানো। তারপরই নিয়ম বদল হয়। তবে পতাকার সম্মান যাতে কোনওভাবেই ক্ষুণ্ণ না হয়, সেদিকে নজর রাখতে বারবার বলা হয়েছে।

পতাকার বিভিন্ন আকার

পতাকার বিভিন্ন আকার

ভারতের পতাকার ৯টি আলাদা আকার হতে পারে। এই নয়টি নির্দিষ্ট আকার ছাড়া পতাকা তৈরি করা যায় না। তার মধ্যে সবচেয়ে ছোট সাইজটি হল ৬*৪ ও সবচেয়ে বড়টি হল ২১*১৪। তবে আটারি সীমান্তে দেশের সবচেয়ে বড় পতাকাটি উত্তোলন করা হয়েছে যা পাকিস্তানের লাহোর শহর থেকে দেখা যায়। এটি দৈর্ঘ্যে ২৪ মিটার, প্রস্থে ১১০ মিটার ও উচ্চতায় ৩৬০ ফুট উঁচু।

চেন্নাইয়ে বিশ্বরেকর্ড

চেন্নাইয়ে বিশ্বরেকর্ড

২০১৪ সালের ডিসেম্বর মাসে চেন্নাইয়ে ৫০ হাজার স্বেচ্ছ্বাসেবক একসঙ্গে হয়ে পতাকার আকার নিয়ে দাঁড়িয়ে গিনেস বিশ্বরেকর্ডস তৈরি করেছে।

English summary
History and interesting facts of Indian flag the Tricolor we need to know
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X