For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্টার্টআপের জন্য সব থেকে উপযুক্ত গুজরাত, রিপোর্টে নিচের দিকে রয়েছে বিহার

স্টার্টআপের জন্য সব থেকে উপযুক্ত গুজরাট, রিপোর্টে নিচের দিকে রয়েছে বিহার

Google Oneindia Bengali News

নতুন স্টার্টআপ গঠনে অনুকূল পরিবেশ ও বিনিয়োগের সুযোগের ভিত্তিতে পরিবেশ ও অভ্যন্তরীণ বাণিজ্যের প্রচার বিভাগ(ডিপিআইআইটি) একটি সূচক তৈরি করেছে। ভারতের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে এই সূচকের শীর্ষে রয়েছে কর্ণাটক ও গুজরাট। অর্থাৎ স্টার্টআপের জন্য সব থেকে অনুকূল পরিবেশ গুজরাট ও কর্ণাটকে রয়েছে। সূচকের একেবারে নিচের দিকে অবস্থান করছে বিহার ও লাদাখ।

স্টার্টআপে দেশের সেরা গুজরাত

স্টার্টআপে দেশের সেরা গুজরাত

গুজরাট স্টার্টআপের সব থেকে অনুকূল পরিবেশের জন্য পর পর তিনবার প্রথম স্থান অধিকার করল। চলতি বছরে গুজরাটের সঙ্গে সেরার তালিকায় রয়েছে কর্ণাটক। তবে পিছিয়ে নেই কেরল, মহারাষ্ট্র, ওড়িশা, তেলেঙ্গানা। এই রাজ্যগুলো স্টার্টআপ সংস্থাগুলোর অনুকূলে একাধিক সিদ্ধান্ত নিয়েছে। যার ফলে এই রাজ্যগুলোতেই স্টার্টআপ সংস্থাগুলো ধীরে ধীরে প্রভাব ফেলতে শুরু করছে। স্টার্টআপের জন্য অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। পরিবেশ ও অভ্যন্তরীণ বাণিজ্যের প্রচার বিভাগের সূচকে গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে এই রাজ্যগুলো। সূচকে 'সেরা পারফর্মার' হিসেবে চিহ্নিত করা হয়েছে। জম্মু ও কাশ্মীর কেন্দ্র শাসিত অঞ্চল ও উত্তর-পূর্বের রাজ্যগুলোরে মধ্যে 'সেরা পারফর্মার' হিসেবে নিজের জায়গা করে নিয়েছে। ডিপিআইআইটি সূচকে ছত্তিশগড়, দিল্লি, মধ্যপ্রদেশ, রাজস্থান, চণ্ডীগড়, পুদুচেরি, নাগাল্যান্ডকে 'উচ্চাকাঙ্খী রাজ্য'- এর তালিকায় রাখা হয়েছে।

স্টার্টআপের জন্য প্রয়োজন বিনিয়োগ

স্টার্টআপের জন্য প্রয়োজন বিনিয়োগ

কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের অর্থনীতিবিদ উপাসনা ভরদ্বাজ বলন, রাজ্যে স্টার্টআপের জন্য উপযোগী পরিবেশ তৈরি করতে রাজ্য সরকারকে এগিয়ে আসতে হবে। স্টার্টআপের ওপর গুরুত্ব দিয়ে একাধিক সিদ্ধান্ত নিতে হবে। স্টার্টআপের অনুকূলে রাজ্যের একাধিক সিদ্ধান্ত ও নিয়মের ধারাবাহিকতা বিনিয়োগের পরিবেশ তৈরি করবে। দেশের একাধিক রাজ্য স্টার্টআপের জন্য উপযুক্ত হিসেবে নির্বাচিত হয়েছে শুধু এই কারণের ওপর ভিত্তি করেই। কিছুক্ষেত্রে স্টার্টআপের জন্য রাজ্যগুলো জমি বা কর্মী দিয়ে সাহায্য করতে হবে বলে তিনি মনে করেছেন।

কেন্দ্র সরকারের সাহায্য

কেন্দ্র সরকারের সাহায্য

বাণিজ্য ও শিল্প মন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্রায় ২৬টি বিষয় সামনে রেখে এই সূচক তৈরি করা হয়েছে। রাজ্য সরকারের সাহায্য, উদ্ভাবনী বিনিয়োগের পরিবেশ, বাজারে চাহিদাকে সামনে রেখেই এই সূচক তৈরি করা হয়েছে। ডিপিআইআইটির সম্পাদক অনুরাজ জৈন বলেন, যে বিষয়গুলোর ওপর গুরুত্ব দিয়ে সূচক তৈরি করা হয়েছে, সেগুলো স্টার্টআপগুলোর ব্যবসার পরিবেশ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল জানান, ওপেন নেটওয়ার্ক ফর ডিজিট্যাল কমার্স নামে একটি সরকারি উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে দেশে হাজার হাজার স্টার্টআপ তৈরি হতে পারে। তিনি বলেন, ভারতে ইউপিআই ব্যাপক সাফল্য পেয়েছে। ভারতের পেমেন্ট সিস্টেমকে একেবারে পাল্টে দিয়েছে। ঠিক সেইভাবে ওপেন নেটওয়ার্ক ফর ডিজিট্যাল কমার্স বা ওএনডিসি ই কমার্সকে আগামী পাঁচ বছরে সাফল্যের দোরগড়ায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে।

ভিনগ্রহী এলিয়েনকে মানব সভ্যতার পথ দেখাতে পারে একটি আঙুলের ডগার পেইন্টিংভিনগ্রহী এলিয়েনকে মানব সভ্যতার পথ দেখাতে পারে একটি আঙুলের ডগার পেইন্টিং

English summary
Gujarat and Karnataka toped in an index for startups
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X