For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতীয় সেনার হাতে এল অত্যাধুনিক অ্যাস্ট্রা মিসাইল, এর গুণাগুণ জেনে নিন একনজরে

অ্যাস্ট্রা ক্ষেপণাস্ত্র ভারতের তৈরি একটি ক্ষেপণাস্ত্র। এটি তৈরি করার পরে সফলভাবে পরীক্ষণও হয়ে গিয়েছে। সুখোই যুদ্ধবিমান থেকে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে দেখা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

অ্যাস্ট্রা মিসাইল বা অ্যাস্ট্রা ক্ষেপণাস্ত্র ভারতের তৈরি একটি ক্ষেপণাস্ত্র। এটি তৈরি করার পরে সফলভাবে পরীক্ষণও হয়ে গিয়েছে। ভারতীয় নৌসেনার অস্ত্রভাণ্ডারে এটি নতুন শক্তি যোগ করল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সুখোই যুদ্ধবিমান থেকে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে দেখা হয়েছে। এই ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)। এই ক্ষেপণাস্ত্রকে সব ধরনের আবহাওয়ায় ব্যবহার করা যাবে বলেও বিজ্ঞানীরা জানিয়েছেন। এই অ্যাস্ট্রা ক্ষেপণাস্ত্র সম্পর্কে জেনে নিন একনজরে।

বঙ্গোপসাগরে সফল পরীক্ষণ

বঙ্গোপসাগরে সফল পরীক্ষণ

ডিফেন্স মিনিস্ট্রির তথ্য অনুযায়ী অ্যাস্ট্রা মিসাইলের সফল পরীক্ষণ হয়েছে বঙ্গোপসাগরের উপরে। এই সপ্তাহেই ওড়িশার চাঁদিপুরে পরীক্ষণ হয়েছে।

চাঁদিপুরে ট্রায়াল

চাঁদিপুরে ট্রায়াল

ওড়িশার চাঁদিপুরে পরীক্ষণের সময় মোট সাতবার ট্রায়াল দেওয়া হয়েছে। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রক সূত্রে এমনটাই জানানো হয়েছে।

একসঙ্গে একাধিক টার্গেটে আঘাত

একসঙ্গে একাধিক টার্গেটে আঘাত

অনেক দূর থেকে মিসাইল যাতে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে তার পরীক্ষা হয়েছে চাঁদিপুরে। একসঙ্গে একাধিক টার্গেটে আঘাত হানতে পারে। মিডিয়াম রেঞ্জ থেকে কম রেঞ্জের দূরত্বে তা সফলভাবে আঘাত হানতে পারে।

শক্তিশালী হবে ভারতীয় সেনা

শক্তিশালী হবে ভারতীয় সেনা

মিসাইলের সব সাব সিস্টেমের গুনমান ও উদ্দেশ্যের সঙ্গে এটি মিলেমিশে তৈরি করা হয়েছে। ভারতীয় বায়ুসেনার হাতে নতুন এই মিসাইল ভারতকে সামরিকভাবে আরও শক্তিশালী করে তুলল বলেই মনে করা হচ্ছে।

একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত

একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত

শুধু পরীক্ষণ করাই নয়, প্রতিরক্ষামন্ত্রক সূত্রে জানা গিয়েছে, দুটি আলাদা জায়গায় লক্ষ্যবস্তু রেখে তা এই ক্ষেপণাস্ত্র দিয়ে সফলভাবে আঘাত করিয়ে এর গুণমান পরীক্ষা করা হয়েছে।

মুখ্য ভূমিকায় হ্যাল

মুখ্য ভূমিকায় হ্যাল

হিন্দুস্তান এয়ারোনটিক্স লিমিটেড বা হ্যাল সুখোই যুদ্ধবিমানে বদল এনে এই সফল পরীক্ষণে মুখ্য ভূমিকা নিলেও আরও পঞ্চাশটি ভিন্ন সংস্থা এই কাজে নিজেদের অবদান রেখেছে।

English summary
Facts on India’s 1st indigenous beyond-visual-range air-to-air Astra Missile you need to know
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X