For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোশ্যাল মিডিয়ায় 'ফেক নিউজ'-এ বিভ্রান্ত, ফেসবুক বলে দিচ্ছে কী করতে হবে

ফেক নিউজ নিয়ে কড়া অবস্থানই নিয়েছে ফেসবুক। দিনের পর দিন সোশ্যাল মিডিয়ায় ফেক নিউজের দৌরাত্ম্যে সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। ঘটে যাচ্ছে নানা স্পর্সকাতর ঘটনা। তাই ফেক নিউজ চিনে নিতে বিজ্ঞাপন দিল ফেসবুক।

Google Oneindia Bengali News

সোশ্যাল মিডিয়ার দাপটে এখন 'ফেক নিউজ'-এর ছড়াছড়ি। কোনটা আসল খবর বা কোনটা নকল খবর তা চেনার কোনও উপায় নেই। গোটা বিশ্বজুড়েই 'ফেক নিউজ'-এর দৌরাত্ম্যে ত্রাহি রব উঠেছে। বারবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে ফেসবুক, গুগল থেকে শুরু করে টুইটারের মতো সোশ্যাল মিডিয়াকে। গত কয়েক বছর ধরেই ফেসবুক তাদের প্ল্য়াটফর্মে 'ফেক নিউজ'-এর দৌরাত্ম্য বন্ধ করতে উদ্যোগী হয়েছে। 'ফেক নিউজ' ছড়ানোর দায়ে বহু দেশেই ফেসবুক-এর বিরুদ্ধে মামলা হয়েছে। চলতি বছরের মাঝামাঝি ইটালিতে 'ফেক নিউজ' বিরোধী এক বিশ্বসম্মেলনও হয়ে গিয়েছে।

এই পরিস্থিতিতে এবার ভারতে ফেসবুক ব্যবহারকারীদের 'ফেক নিউজ' নিয়ে এক বার্তা দেওয়া হয়েছে। এর জন্য ইংরাজি ভাষার সংবাদমাধ্যম থেকে শুরু করে বাংলা সংবাদমাধ্যমেও 'ফেক নিউজ' চেনার উপায় নিয়ে বিজ্ঞাপন দিয়েছে ফেসবুক।
কী ভাবে চিনবেন 'ফেক নিউজ' বা মিথ্যা খবর? ফেসবুকের বাতলানো উপায়--

হেডলাইন নিয়ে সন্দেহপ্রবণ হন

হেডলাইন নিয়ে সন্দেহপ্রবণ হন

এখানে বাক্যে বেশি চিত্তাকর্ষক হলে এবং তাতে অত্যাধিক বিস্ময় সূচক বা প্রশ্ন চিহ্ন থাকলে সতর্ক হন। এমনকী, হেডলাইনের শব্দগুলি যদি অত্যাধিক বোল্ড-এ লেখা থাকে ও অবিশ্বাস্য কিছু দাবি করা হয়, তাহলে নিশ্চিত থাকুন এগুলি ফেক নিউজ।

ইউআরএলটি ভালো করে চেক করে নিন

ইউআরএলটি ভালো করে চেক করে নিন

সন্দেহ হলে ইউআরএলটি ভাল করে চেক করে নিন। বহু সময় 'ফেক নিউজ' সরবরাহকারীরা অন্যকোন সাইটের ইউআরএল-এ সামান্য শব্দের অদল-বদল ঘটিয়ে তাতে ফেক নিউজ আপলোড করে। তাই ইউআরএলটি ইন্টারনেটের সার্চ ইঞ্জিনে পেস্ট করে চেক করে নিতে পারেন ওই ইউআরএল-এ এমন কোনও খবর আর কেউ করেছে কি না।

খবরের উৎস সন্ধান করুন

খবরের উৎস সন্ধান করুন

কোনও প্রতিষ্ঠিত স্থান থেকে খবরটিকে যাচাই করুন।

অস্বাভাবিক ফরম্যাটিং

অস্বাভাবিক ফরম্যাটিং

এ সতর্ক হন- জাল খবরের সাইটে ভুল বানান এবং অদ্ভুত লে-আউট দেখা যায়।

ফোটো এবং ভিডিও যাচাই করুন

ফোটো এবং ভিডিও যাচাই করুন

কারসাজি করা চিত্র বা ভিডিও দেখলে সতর্ক হন। ছবি এবং ভিডিওগুলি দেখবেন অবিশ্বাস্য বলেই বোধ হবে। এই ছবি এবং ভিডিওগুলি কোনও ব্র্যান্ডেড সোর্স-এ ব্যবহার হয়েছে কি না দেখে নিন।

খবরের তারিখ পরীক্ষা করুন

খবরের তারিখ পরীক্ষা করুন

তারিখগুলো ভালভাবে পরখ করুন। এমন খবর যা অন্য কোথাও দেখেননি তাহলে তাতে বলা তারিখগুলো পরখ করুন। সার্চ ইঞ্জিনে দেখুন ওই তারিখ এমন কোনও খবর আর কেউ করেছে কি না। জাল খবরের সাইটগুলো বহু সময়ই খবরের তারিখ বদলে দেয়।

প্রমাণ যাচাই করুন

প্রমাণ যাচাই করুন

খবরের উৎস ভালো করে পরখ করুন।

অন্যান্য জায়গায় একই খবর আছে কি না যাচাই করুন

অন্যান্য জায়গায় একই খবর আছে কি না যাচাই করুন

অন্য কোনও সংবাদের উৎসে খবরটাকে খতিয়ে দেখুন। কোনও প্রতিষ্ঠিত সংবাদমাধ্যম এমন খবর করেছে কি না ভালো করে দেখে নিন।

খবরটি কি কৌতুক?

খবরটি কি কৌতুক?

জাল খবরের সাইটে অনেক সময় হাস্যরস বা কৌতুকের উদ্রেক টেনে খবর প্রকাশ করা হয়। এই হাস্যরস বা কৌতুক ভালভাবে খতিয়ে দেখুন।

কিছু খবরকে ইচ্ছাকৃতভাবে জাল বানানো হয়

কিছু খবরকে ইচ্ছাকৃতভাবে জাল বানানো হয়

এক্ষেত্রে সবচেয়ে ভাল যে খবরকে বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে তাই শেয়ার করা।

English summary
Fake news are rapidly growing problem in social media. Their are lots of incident of fake news. So Facebook has allerted about fake news throgh the advertisement in leading dailys.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X