For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বায়ুদূষণের ফলে প্রতিবছর ভারতে প্রাণ হারান ৫ লক্ষ মানুষ!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

দূষণ সারা পৃথিবীর কাছেই এক ভয়ঙ্কর সমস্যা হিসাবে উঠে এসেছে। এর ফলে বিশ্ব উষ্ণায়নের মতো সমস্যায় পৃথিবীর সবকটি দেশ আক্রান্ত। আর ভারতের ক্ষেত্রে তা একেবারে চরম আকার ধারণ করেছে। ১৩০ কোটি মানুষের দেশ ভারতবর্ষে প্রতিবছর ৫ লক্ষ মানুষ বায়ুদূষণের ফলে মারা যাচ্ছেন বলে সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে। [জানুন কীভাবে দূষণের ফলে প্রতিমুহূর্তে বিপন্ন হচ্ছে পৃথিবী]

জিওফিজিক্যাল রিসার্চ লেটার্স নামে এক গবেষণাপত্রে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, ভারতে বাড়ির বাইরের বায়ুদূষণ ক্রমেই বিপদসীমার উর্ধ্বে উঠে গিয়েছে। ফলে ফি বছর অন্তত ৫ লক্ষ মানুষ এর ফলে অকালে প্রাণ হারাচ্ছেন। [বিশ্ব পরিবেশ দিবসে দেখে নিন দূষণ কীভাবে ক্ষতি করছে আমাদের]

বায়ুদূষণের ফলে প্রতিবছর ভারতে প্রাণ হারান ৫ লক্ষ মানুষ!

বায়ুদূষণের এই ভয়াবহ অবস্থা কোনও নতুন বিষয় নয়। বহুদিন ধরেই এই নিয়ে গবেষণা চলেছে। বাড়ি ভিতরের দূষণ ও বাইরের দূষণ দুটোই নানা ধরনের ভয়াবহ রোগকে শরীরে টেনে আনছে।

এর ফলে হৃদরোগ, ক্রনিক পালমোনারি ডিজিজ, স্ট্রোক, ফুসফুসের ক্যানসার ইত্যাদি অনেক বেশি করে মানবদেহে থাবা বসাচ্ছে।

দক্ষিণ এশিয়ায় ভারত ও চিন দূষণের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে। আগে ভারতের চেয়ে চিন এগিয়ে থাকলেও আমরা কিছুদিন আগে দূষণের ক্ষেত্রে চিনকে টেক্কা দিয়েছি। এক্ষেত্রে বেজিংকে টপকে অনেকটা এগিয়ে গিয়েছে দিল্লি।

২০১১ সালের পরিসংখ্যান বলছে ৫ লক্ষ ৭০ হাজার মানুষ এক বছরে দূষণের ফলে অকালে প্রাণ হারিয়েছেন। এছাড়া আরও ১২ হাজার মানুষের প্রাণ গিয়েছে সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবের ফলে। এরপরের কয়েকবছরে পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে সন্দেহ নেই।

২০১২ সালের হিসাব অনুযায়ী ভারতে নাগরিকদের গড় বয়স অনেকটাই কমে ৬৪ বছরে এসে ঠেকেছে। যা সারা বিশ্বে ১৫০-তম স্থানে এনে ভারতকে দাঁড় করিয়েছে। দূষণের মাত্রা এভাবেই বাড়তে থাকতে ভবিষ্যতে তা আরও ভয়াবহ আকার নেবে বলে সাবধান করেছেন গবেষকেরা। এজন্য ভারতের পাশাপাশি গোটা বিশ্বেই দূষণ রোধে জরুরি ব্যবস্থা নেওয়ার পক্ষে সওয়াল করেছেন বিজ্ঞানীরা।

English summary
Air Pollution In India Kills Half A Million People Every Year : Report
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X