For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গোপনীয়তা রক্ষার অধিকারের পর আর কোন কোন ইস্যুতে ঐতিহাসিক রায় ঘোষণা করতে পারে শীর্ষ আদালত

গোপনীয়তা রক্ষার অধিকার নিয়ে ঐতিহাসিক রায় শুনিয়েছে সুপ্রিম কোর্ট। এই রায়ের ফলে আগামিদিনে বেশ কয়েকটি ইস্যুতে ঐতিহাসিক রায়দানের সম্ভাবনা তৈরি হল বলেই বিশেষজ্ঞরা মনে করছেন।

  • |
Google Oneindia Bengali News

গোপনীয়তা রক্ষার অধিকার নিয়ে ঐতিহাসিক রায় শুনিয়েছে সুপ্রিম কোর্ট। এটি নাগরিকদের মৌলিক অধিকার, এমনটাই পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত সর্বোচ্চ আদালতের। সুপ্রিম কোর্টের নয় সদস্যের বিচারপতির বেঞ্চ সর্বসম্মতভাবে গোপনীয়তা রক্ষার অধিকারকে মৌলিক অধিকার বলে ঘোষণা করেছে। সংবিধানের ২১ নম্বর ধারায় স্বীকৃত অধিকারের কথাই তুলে ধরেছে আদালত।

[আরও পড়ুন : গোপনীয়তা রক্ষার অধিকার নিয়ে রায় দেওয়া ৯ বিচারপতির বেঞ্চ নিয়ে জেনে নিন][আরও পড়ুন : গোপনীয়তা রক্ষার অধিকার নিয়ে রায় দেওয়া ৯ বিচারপতির বেঞ্চ নিয়ে জেনে নিন]

বৃহস্পতিবারের এই নির্দেশে সারা দেশে খুশির হাওয়া। পাশাপাশি এই রায়ের ফলে আগামিদিনে বেশ কয়েকটি ইস্যুতে ঐতিহাসিক রায়দানের সম্ভাবনা তৈরি হল বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। সেগুলির দিকে নজর ঘোরানো যাক একনজরে।

আধার আইন

আধার আইন

আধার কার্ডে নাম, ঠিকানা সহ বায়োমেট্রিক সমস্ত তথ্য নথিবদ্ধ রয়েছে। অনেক জায়গা থেকে আধারের তথ্য ফাঁসের যেমন অভিযোগ উঠেছে তেমনই অনেকেই আদালতে পিটিশন দাখিল করে বলেছেন, আধার কার্ডের মাধ্যমে একেবারে একান্ত ব্যক্তিগত তথ্য খুব সহজেই সরকারের হাতে বা প্রকাশ্যে চলে যাচ্ছে। তা অবিলম্বে নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট বন্ধ করুক। সেই মামলার এখন সর্বোচ্চ আদালতে শুনানি চলছে।

সমকামিতা আইন

সমকামিতা আইন

কে কোন লিঙ্গের সঙ্গীকে বেছে নেবে তা একেবারেই ব্যক্তিগত মতামত ও পছন্দ বলে বিবেচিত হতে পারে। ভারতীয় সংবিধান প্রত্যেকটি নাগরিকের মৌলিক অধিকার সুনিশ্চিত করেছে। ফলে সেক্সুয়াল ওরিয়েন্টেশন বা কে কোন সঙ্গী বেছে নেবেন তা নিয়ে সুপ্রিম কোর্টের রায় থাকলেও ফের তা নিয়ে পিটিশন দাখিল হতে পারে। বিশেষ করে গোপনীয়তা রক্ষাকে নাগরিকের মৌলিক হিসাবে রায়দান করা পর। ফলে বৃহস্পতিবারের রায় ঘোষণার পরে সমকামী মানুষদের মনে নতুন করে আশার আলো সঞ্চারিত হতেই পারে।

গোমাংস নিষিদ্ধ

গোমাংস নিষিদ্ধ

বিফ ব্যান বা গোমাংস নিষিদ্ধ করার মতো বিষয় নিয়েও আগামিদিনে সরকার ব্যাকফুটে যেতে পারে। মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যে গো মাংস কেনা-বেচা-ভক্ষণ নিষিদ্ধ করা হলেও, অনেকের বক্তব্য, এভাবে মানুষের ব্যক্তিগত পছন্দে কেন্দ্র হস্তক্ষেপ করতে পারে না। কেউ কী খাবে না খাবে সেটা তাদের নিজস্ব ব্যাপার। ফলে গোপনীয়তা রক্ষার অধিকার সুনিশ্চিত হওয়ার পরে গোমাংস খাওয়ার অধিকার নিয়েও কেউ আদালতে দ্বারস্থ হতে পারেন এই বলে যে খাবারের অধিকারে কেন্দ্র হস্তক্ষেপ করছে।

স্বেচ্ছ্বামৃত্যু

স্বেচ্ছ্বামৃত্যু

নিজের জীবন কেউ রাখবে নাকি রাখবে না তা একান্তই তার ব্যক্তিগত বিষয়। এমনটাই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। অনেক সময়ে দীর্ঘদিন ধরে রোগে ভোগা জীবন অনেকে বহন করতে চান না। নিজেরাই স্বেচ্ছ্বামৃত্যুর আবেদন জানান। অথবা রোগগ্রস্ত স্বজনের অসহায় অবস্থায় বাড়ির লোকেরাই স্বেচ্ছ্বামৃত্যুর আবেদন করেন। আগামিদিনে সেই নিয়েও নতুন নিয়ম সামনে আসতে পারে।

টেলিফোন ট্যাপিং ও ইন্টারনেট হ্যাকিং

টেলিফোন ট্যাপিং ও ইন্টারনেট হ্যাকিং

টেলিফোন বা মোবাইল ট্যাপ করে অন্যেক ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে নেওয়া গোপনীয়তা রক্ষার অধিকারের পরিপন্থী। একইভাবে ইন্টারনেটে হ্যাকিংয়ের মাধ্যমে ব্যক্তিগত তথ্য চুরি করাও কাম্য নয়।

গর্ভপাত

গর্ভপাত

অনিচ্ছুক মহিলারা চাইলে নিজের ইচ্ছেমতো গর্ভপাত করাতে পারেন। আদালত আগামিদিনে এই নির্দেশ দিতেই পারে। এই মুহূর্তে ২০ সপ্তাহের মধ্যে অনিচ্ছুক গর্ভবতীরা চাইলে চিকিৎসকের তত্ত্বাবধানে গর্ভপাত করাতে পারেন। তবে তার বেশি সপ্তাহ হয়ে গেলে এদেশে গর্ভপাতের নিয়ম নেই। ধর্ষণ মামলায় অনেক সময়ে অনিচ্ছুক গর্ভবতীরা আইনের গেরোয় পরে গর্ভপাত করাতে পারেন না। আগামিদিনে সেই নিয়মও শিথিল হতে পারে।

English summary
After Right to Privacy, these laws and rules will be under Supreme Court scrutiny
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X