For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বে মহিলাদের নিরাপত্তা সবচেয়ে কম এই দেশগুলিতে, তালিকায় ভারত কত নম্বরে জানেন

মহিলাদের ওপর নির্যাতনের ঘটনা ক্রমাগত বাড়ছে।বিশ্বের নান প্রান্তে নানা রকমভাবে বেড়ে চলেছে এই ঘটনা।

  • |
Google Oneindia Bengali News

মহিলাদের ওপর নির্যাতনের ঘটনা ক্রমাগত বাড়ছে।বিশ্বের নান প্রান্তে নানা রকমভাবে বেড়ে চলেছে এই ঘটনা। সেই নিরিখে দেখতে গেলে মহিলাদের জন্য বিশ্বের সবচেয়ে নিরাপত্তাহীন দেশে উঠে আসে ভারতের নামও। একনজরে দেখে নেওয়া যাক এই দেশগুলির নামের নামের তালিকা।

কলম্বিয়া

কলম্বিয়া

এই দেশে মেয়েদের নিরাপত্তা একেবারে তলানিতে এসে ঠেকেছে। নিত্য দিনের দুর্নীতি এখানের মানুষকে বিপর্যস্ত করে তুলেছে। মেয়েদের জন্য় সবচেয়ে কম নিরাপদ দেশের তালিকায় তাই সবচেয়ে আগে কলম্বিয়া। ২০০১ সাল থেকে প্রায় ৪৫০০ নারীঘটিত অপরাধের ঘটনা এখানে রেজিস্টার হয়েছে।

পাকিস্তান

পাকিস্তান

এশিয়ার অন্যান্য দেশগুলির মধ্যে মেয়েদের ওপর সবচেয়ে বেশি অপরাধের ঘটনা ঘটে পাকিস্তানে। বিশ্বের নিরিখে এই দেশ মেয়েদের জন্য সবচেয়ে কম নিরাপদ দেশেগুলির তালিকায় দ্বিতীয়।

কঙ্গো

কঙ্গো

একটি বিশেষ মার্কিন পর্যবেক্ষণের রিপোর্টে দেখা গিয়েছে কঙ্গোতে প্রায় প্রত্যেকদিন ১০০০এর কাছাকাছি মহিলার ধর্ষণ হয়। তাই তালিকায় এটি তৃতীয় স্থানে।

আফগানিস্তান

আফগানিস্তান

আফগানিস্তানেও মহিলা নিরাপত্তা ক্ষুণ্ণ হওয়ার প্রমাণ মেলে।কম বয়সে জোর করে বিয়ে দেওয়া রীতি থেকেই এখানে জন্ম নেয় নারীঘটিত অপরাধের শেকড়।

ব্রাজিল

ব্রাজিল

অপহরণ থেকে ধর্ষণ, খুন, ব্রাজিলে সমস্ত রকমের মহিলাঘটিত অপরাধের খবর পাওয়া যায়। বিশ্বের মহিলাদের জন্য কম নিরাপদ দেশের তালিকায় এর স্থান ৫ নম্বরে।

মেক্সিকো

মেক্সিকো

নারী পাচারচক্র থেকে মহিলাদের নিয়ে আরও নানা অবৈধ কারবারীরা এদেশে খুবই বেশি। এছড়া দাম্পত্য হিংসার পরিসংখ্যানও এদেশে খুব একটা কম নয়।

ভারত

ভারত

মেয়েদের নিরাপত্তা তলানিতে থাকা দেশের তালিকা থেকে বাদ যায়নি ভারতও। তালিকায় এদেশ ৭ নম্বরে। নির্ভয়া কাণ্ড থেকে একের পর এক নৃশংস যৌন নির্যাতনের ঘটনা এই দেশকে বহুবার লজ্জায় ফেলেছে।

সোমালিয়া

সোমালিয়া

আফ্রিকার দেশ সোমালিয়াতেও মহিলা নির্যাতনের হার কিছু কম নয়। তালিকায় এদেশ ৮ নম্বরে।

কেনিয়া

কেনিয়া

একটি সূত্রের তথ্য অনুযায়ী কেনিয়াতে মেয়েদের পড়াশোনার হার অত্যন্ত কম। তাই এখানে অকথ্য ভাবে মহিলাদের ওপর নির্যাতন চালানো হয়।

মিশর

মিশর

মিশরে প্রায় ১৭ শতাংশ মেয়েকে কম বয়সে জোর করে বিয়ে দেওয়া হয়। মহিলাদের জন্য বিশ্বের কম নিরাপদ দেশের তালিকায় এই দেশ জায়গা করে নিয়েছে ১০ নম্বরে।

English summary
10 most unsafe and dangerous countries in the world.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X