For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অবসর ভাঙতে ব্যাকুল যুবরাজের চিঠি পৌঁছল সৌরভের টেবিলে, অতঃপর?

অবসর ভাঙতে ব্যাকুল যুবরাজের চিঠি পৌঁছল সৌরভের টেবিলে, অতঃপর?

  • |
Google Oneindia Bengali News

অবসর ভেঙে ফের ক্রিকেটে ফিরতে চান টিম ইন্ডিয়ার প্রাক্তন অল-রাউন্ডার যুবরাজ সিং। তিনি নিজের সেই আবেদন সম্বলিত চিঠি বিসিসিআই সভাপতি তথা দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে কাছে পাঠিয়েছেন বলে জানিয়েছেন যুবি। তবে কি ফের ভারতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে দেখা যাবে যুবরাজ। দাদার হাত ধরেই কি ফের বাইশ গজে প্রত্যাবর্তন ঘটবে পাঞ্জাব তনয়ের, প্রশ্ন ঘুরছে ক্রিকেট মহলে।

অবসর ভাঙতে চান যুবরাজ

অবসর ভাঙতে চান যুবরাজ

অবসর ভেঙে ফের বাইশ গজে ফিরতে চান যুবরাজ সিং। তা বলে ভারতীয় দলের জার্সি পুনরায় গায়ে চাপাতে চান না যুবি। নিজের রাজ্য পাঞ্জাবের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলার ইচ্ছাপ্রকাশ করেছেন দেশের সর্বকালের অন্যতম সেরা অল-রাউন্ডার। সে অনুযায়ী অনুশীলনও শুরু করে দিয়েছেন যুবরাজ।

মহারাজকে চিঠি যুবরাজের

মহারাজকে চিঠি যুবরাজের

নিজের প্রাক্তন অধিনায়ক তথা অতি আপন দাদা সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই সভাপতি হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন যুবরাজ সিং। অবসর ভাঙতে চেয়ে সেই অগ্রজের কাছেই আরও একবার নতজানু হয়েছেন ২০০৭-এর টি-টোয়েন্টি ও ২০১১-এর ৫০ ওভারের বিশ্বকাপ জয়ের নায়ক। ফের বাইশ গজে ফিরতে চেয়ে বিসিসিআই সভাপতিকে চিঠি লিখেছেন যুবি। একথা নিজেই জানিয়েছেন ভারতীয় কিংবদন্তি।

আইপিএলের আগে প্রস্তুতি

আইপিএলের আগে প্রস্তুতি

আইপিএল ২০২০-এর জন্য পাঞ্জাবের ক্রিকেটারদের প্রস্তুত করতে বিশেষ ভূমিকা নেন যুবরাজ সিং। শুভমান গিল সহ রাজ্যের তিন ক্রিকেটারের সঙ্গে অনেকটা সময় কাটানোর পাশাপাশি তাঁদের টুর্নামেন্ট সংক্রান্ত মূল্যবান পরামর্শ দেন দেশের সর্বকালের অন্যতম সেরা অল-রাউন্ডার। নেটে ব্যাট করার পাশাপাশি হাতও ঘোরান যুবি। সেখান থেকেই ফের তাঁর মনে পাঞ্জাবের হয়ে ঘরোয়া সার্কিটে ক্রিকেট খেলার ইচ্ছা তৈরি হয়েছে বলে জানিয়েছেন যুবরাজ সিং।

অবসরের পর এক বছর

অবসরের পর এক বছর

২০১৯ সাল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন যুবরাজ সিং। আইপিএলেও না খেলার কথা জানিয়ে দিয়েছিলেন যুবি। ভারতে না হলেও কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগ, দুবাইতে টি-টেন লিগে চুটিয়ে খেলেন যুবি। অবসরের এক বছর পরেও নিজেকে ফিট বলে সার্টিফিকেট দিয়েছেন কিংবদন্তি অল-রাউন্ডার।

আইপিএল শুরুর আগে, নাইট রাইডার্সের বিরুদ্ধে কেন মেজাজ হারালেন আন্দ্রে রাসেল?আইপিএল শুরুর আগে, নাইট রাইডার্সের বিরুদ্ধে কেন মেজাজ হারালেন আন্দ্রে রাসেল?

English summary
Yuvraj Singh writes letter to Sourav Ganguly, wants to come out from retirement
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X