For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Yearender 2022 Sports: মিতালি-ঝুলন থেকে ফেডেরার-সেরেনা, ২০২২ সালে অবসর নিলেন যে কিংবদন্তিরা

Google Oneindia Bengali News

আর কয়েকটা দিনের অপেক্ষা। তারপরেই শুরু ইংরেজি নতুন বছর। নতুন প্রত্যাশা নিয়ে। নিশ্চিতভাবেই থাকবে উত্থান-পতন। সাফল্য-ব্যর্থতা। উঠে আসবেন নতুন তারকা। তেমনই অনেকে অবসরও নেবেন। ঠিক যেমনটা হয়েছে ২০২২ সালে। জীবনের প্রবহমান ধারার অঙ্গ হিসেবে ২০২২ সালেও একঝাঁক তারকা ক্রীড়াক্ষেত্রকে বিদায় জানিয়েছেন।

রজার ফেডেরার

রজার ফেডেরার

চলতি বছরেই পেশাদার টেনিস থেকে অবসর নিয়েছেন রজার ফেডেরার। চোট সারিয়ে লেভার কাপেই শেষবার কোর্টে নেমেছিলেন ২০টি গ্র্যান্ড স্ল্যামজয়ী। অবশ্য তার আগেই সেপ্টেম্বর মাসে তিনি সিদ্ধান্ত নেন আন্তর্জাতিকে টেনিসে আর নয়! লেভার কাপে টিম ইউরোপের হয়ে সর্বাধিক গ্র্যান্ড স্ল্যামের মালিক রাফায়েল নাদালের সঙ্গে জুটি বেঁধে কোর্টে নামেন ফেডেরার। তবে শেষটা মধুর হয়নি। জ্যাক সক ও ফ্রান্সেস তিয়াফো জুটির কাছে হেরে যায় ফেডাল জুটি।

সেরেনা উইলিয়ামস

সেরেনা উইলিয়ামস

চলতি বছরেই টেনিসকে বিদায় জানিয়েছেন সেরেনা উইলিয়ামস। ২৩টি সিঙ্গলস গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলস খেতাবজয়ী সেরেনা এই বছরই ঘোষণা করেন ইউ এস ওপেনের পরই অবসর নেবেন। ডাবলসে নেমেছিলেন ভেনাসের সঙ্গে জুটি বেঁধে। সিঙ্গলসেও ২৪তম গ্র্যান্ড স্ল্যাম খেতাব অধরাই থেকে যায়।

অ্যাশলে বার্টি

অ্যাশলে বার্টি

টেনিস মহল সবচেয়ে আলোড়িত ও অবাক হয় কেরিয়ারের মধ্যগগনে থাকা অ্যাশলে বার্টি মাত্র ২৬ বছর বয়সে আচমকা অবসর ঘোষণা করে দেওয়ায়। চলতি বছরের গোড়াতেই অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জেতেন বার্টি। এটি তাঁর গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলসে তৃতীয় খেতাব। টেনিসে ১৫টি সিঙ্গলস ও ১২টি ডাবলস খেতাব জিতেছেন তিনি। অলিম্পিকে ব্রোঞ্জ পদক জেতেন। বিশ্বের ১ নম্বর টেনিস তারকা হন।

মিতালি রাজ

মিতালি রাজ

মহিলাদের বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরা থাকতেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে দেন মিতালি রাজ। মহিলা ক্রিকেটে ভারতকে তিন ফরম্যাটেই নেতৃত্ব দিয়েছেন। ব্যাটিংয়ের প্রায় সব রেকর্ডই নিজের দখলে। দক্ষিণ আফ্রিকার কাছে মহিলাদের ৫০ ওভারের বিশ্বকাপে ভারত পরাস্ত হয়। তারপরই কেরিয়ারে যবনিকা টানার সিদ্ধান্ত নেন মিতালি। টেলিভিশন চ্যানেলে ক্রিকেট বিশেষজ্ঞের ভূমিকা পালন করছেন, আগামী বছর মহিলা আইপিএলে তাঁর খেলার কথা রয়েছে।

ঝুলন গোস্বামী

ঝুলন গোস্বামী

মিতালির অবসরের পর জল্পনা শুরু হতে থাকে ঝুলন গোস্বামীকে নিয়ে। তবে কয়েকটা মাস পরই অবসর নিলেন ঝুলন গোস্বামী। বলা ভালো, তিনি নিজে ঘোষণা করার আগেই বিসিসিআই থেকে ঝুলনের ফেয়ারওয়েল ম্যাচের যাবতীয় বন্দোবস্ত করে ফেলা হয়। ঝুলন গোস্বামীর দখলেও রয়েছে একাধিক রেকর্ড। বিশেষ করে একদিনের আন্তর্জাতিকে সবচেয়ে বেশি উইকেট দখল থেকে ১০ হাজারের উপর ডেলিভারি। ইংল্যান্ডে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে ঝুলনের বিদায় মুহূর্তকে স্মরণীয় করে রাখে ভারতীয় দল।

ইয়ন মরগ্যান

ইয়ন মরগ্যান

ইংল্যান্ডের ক্রিকেটের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা তথা ২০১৯ সালে বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মর্গ্যান চলতি বছরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। চোট এবং খারাপ ফর্মের কারণেই গত জুনে তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানানোর সিদ্ধান্ত নেন।

কায়রন পোলার্ড

কায়রন পোলার্ড

ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক কায়রন পোলার্ডও ২০২২ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন। আইপিএল চলাকালীনই তিনি অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেন। খারাপ ফর্মের কারণে মুম্বই ইন্ডিয়ান্সও তাকে ধরে রাখবে না বুঝতে পেরে পোলার্ড ক্রিকেটকে আলবিদা জানানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেন। চলতি বছরই আইপিএল থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেছেন ডোয়েইন ব্র্যাভোও।

জেরার্ড পিকে

জেরার্ড পিকে

স্পেন তথা বার্সেলোনার কিংবদন্তি ফুটবলার জেরার্ড পিকে আচমকাই গত মাসে ফুটবল থেকে অবসরের কথা ঘোষণা করেন। বার্সেলোনার জার্সি গায়ে শেষ পেশাদার ম্যাচটি তিনি খেলেন লা লিগায় আলমেইরার বিরুদ্ধে। ফিফা বিশ্বকাপ, উয়েফা ইউরো কাপ জেতার নজির তাঁর রয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগ জেতার পাশাপাশি বার্সার হয়ে ৮ বার লা লিগা খেতাব জিতেছেন। চ্যাম্পিয়ন্স লিগজয়ী দলের সদস্যও ছিলেন।

বেঞ্জেমাদের অবসর

বেঞ্জেমাদের অবসর

ফিফা বিশ্বকাপের শেষে একে একে অবসর ঘোষণা করছেন অনেক ফুটবলারই। তবে দিদিয়ের দেশঁর আচরণে ব্যথিত হয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করে চমকে দিয়েছেন ফ্রান্সের তারকা তথা চলতি বছরেই ব্যালন ডি'অর খেতাব জেতা করিম বেঞ্জেমা। এ ছা়ড়াও বেলজিয়ামের ইডেন হ্যাজার্ড, তিউনিসিয়ার ওয়াগবি খাজরি, স্পেনের সের্হিও বুস্কেৎস, ক্যামেরুনের গোলকিপার আন্দ্রে ওনানা-সহ বেশ কয়েকজন ফুটবলার বিশ্বকাপ শেষ হতেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করে দেন।

সেবাস্তিয়ান ভেটেল

সেবাস্তিয়ান ভেটেল

চলতি বছরই ফর্মূলা ওয়ান থেকে অবসর ঘোষণা করেছেন কিংবদন্তি রেসার সেবাস্তিয়ান ভেটেল। বিশ্বের অন্যতম সেরা এফ ওয়ান রেসারদের মধ্যে অন্যতম ভেটেল। ২০১০ থেকে ২০১৩ অবধি টানা F1 ওয়ার্ল্ড ড্রাইভারস চ্যাম্পিয়নশিপ খেতাব তিনি জিতেছিলেন। ২৩ বছর বয়সে সর্বকনিষ্ঠ হিসেবে এফ ওয়ান চ্যাম্পিয়ন হওয়ার নজির তাঁর রয়েছে। এফ ওয়ানে সবচেয়ে বেশি জয়ের নিরিখে তিন নম্বরে রয়েছেন ভেটেল। ২০২২ সালে আবু ধাবি গ্রাঁ প্রিঁ-তে শেষবার স্টিয়ারিং হাতে রেসে অংশ নেন ভেটেল। কেরিয়ারের শেষ রেসে দশম হন।

অ্যালিসন ফেলিক্স

অ্যালিসন ফেলিক্স

স্প্রিন্ট কিংবদন্তি অ্যালিসন ফেলিক্সও চলতি বছরেই অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেছেন। ২০২২ সালের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের পরেই। সাতবারের অলিম্পিক চ্যাম্পিয়ন ফেলিক্সের ঝুলিতে রয়েছে অলিম্পিকের তিনটি রুপোও। এই মার্কিন স্প্রিন্টার বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ১৪টি সোনা জিতেছেন। ডায়মন্ড লিগ ফাইনাল জিতেছেন তিনবার। কেরিয়ারের শেষটা হয় ব্রোঞ্জ জিতে। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ফোর ইনটু ফোর হান্ড্রেড মিটার রিলে রেসে। পুরুষ ও মহিলা মিলিয়ে বিশ্বের অ্যাথলিটদের মধ্যে প্রথম সারির এই কিংবদন্তি অ্যাথলিটের ঝুলিতে রয়েছে একাধিক বর্ণময় রেকর্ড।

 ভয়ঙ্কর তুষার ঝড়, ১৮ জনের মৃত্যু মার্কিন মুলুকে, বাতিল ২৭০০টি উড়ান ভয়ঙ্কর তুষার ঝড়, ১৮ জনের মৃত্যু মার্কিন মুলুকে, বাতিল ২৭০০টি উড়ান

English summary
Yearender 2022 Sports: Jhulan Goswami And Mithali Retire In This Year. Federer, Serena, Benzema, Vettel, Barty Among Others Who Have Announced Retirement In 2022.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X