For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিউজিল্যান্ড সিরিজ জিতে দক্ষিণ আফ্রিকা সফরের আগে বিরাটের হুঙ্কার, কোহলির শততম টেস্ট কোথায়?

Google Oneindia Bengali News

নিউজিল্যান্ডের শেষ ৫টি উইকেট পড়ল ১১.৩ ওভারে মাত্র ২৭ রানের মধ্যে। আর তাতেই নিশ্চিত হলো দেশের মাটিতে ভারতের টানা ১৪তম টেস্ট সিরিজ জয়। মুম্বই টেস্ট ভারত জিতল ৩৭২ রানে, টেস্ট ক্রিকেটে রানের নিরিখে ভারতের সেরা জয়। বিরাট কোহলির নেতৃত্বে ভারত দেশের মাটিতে টানা ১১টি টেস্ট সিরিজ জিতল। নিউজিল্যান্ডের কাছে ভারত ১৯৮৮ সালে শেষবার মুম্বই টেস্টে পরাস্ত হয়েছিল। এরপর থেকে কিউয়িদের বিরুদ্ধে ১৫টি সাক্ষাতে অপরাজেয় ভারত।

বিরাট জয়

কানপুর টেস্টে বিরাট কোহলি নিজে বিশ্রামে ছিলেন। অধিনায়ক হিসেবে দলে ফিরেই টেস্ট ও সিরিজ জয়ের স্বাদ। রাহুল দ্রাবিড়-বিরাট কোহলি জমানায় প্রথম সিরিজ জয়। ভারতীয় কোচ হিসেবে টানা দ্বিতীয় সিরিজ জয় রাহুল দ্রাবিড়ের। বিরাট এদিন ম্যাচের শেষে বলেন, কানপুরে নিউজিল্যান্ড ভালো খেলে টেস্ট ড্র করেছিল। দলের সকলে ভালো খেলেছিলেন, অজিঙ্ক রাহানে ভালো ফিল্ডিং সাজিয়েছিলেন, কিন্তু শেষ দিনে পিচ থেকে যে সাহায্য পাওয়া উচিত ছিল সেটা হয়নি। তবে ওই টেস্টের পর আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছিলাম উন্নতির জন্য কী করা দরকার।

প্রত্যয়ী কোহলি

ওয়াংখেড়ের উইকেটে পেস ও বাউন্স থাকায় বিপক্ষের উপর চাপ তৈরিতে সুবিধা হয় বলেও দাবি ভারত অধিনায়কের। তিনি বলেন, ভালো ক্রিকেট খেলার জন্য উপযুক্ত উইকেটই ছিল ওয়াংখেড়েতে। রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে প্রথম অধিনায়ক হিসেবে সিরিজ জিতলেন। তবে রবি শাস্ত্রীর সঙ্গে রাহুল দ্রাবিড় জমানার তুলনায় যেতে নারাজ বিরাট। তিনি বলেন, আমরা সকলেই ভারতীয় ক্রিকেটের সেবা করছি। আগের ম্যানেজমেন্টও দারুণ কাজ করেছে। রাহুল দ্রাবিড় এসেছেন, কিন্তু মানসিকতায় কোনও ফারাক আসেনি। নতুন লিডার তৈরি করতে হবে, তরুণরা যাতে ভালো ক্রিকেট কেরিয়ার গড়তে পারেন তাতে সহযোগিতা করতে আমাদের মতো সিনিয়রদেরও উদ্যাগী হতে হবে। ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের প্রধান কাজ।

মিশন প্রোটিয়া

ভারতের পরবর্তী টেস্ট সিরিজ দক্ষিণ আফ্রিকায়। চলতি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে থাকার পর কিউয়িদের বিরুদ্ধে সিরিজ জয়। এবার মিশন প্রোটিয়া। ২০১৮ সালে বিরাটের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে কেপ টাউন ও সেঞ্চুরিয়ন টেস্টে ভারত যথাক্রমে ৭২ ও ১৩৫ রানে হারলেও তৃতীয় তথা শেষ টেস্টে জিতেছিল ৬৩ রানে। বিরাট নিজে মনে করেন, দক্ষিণ আফ্রিকায় সিরিজ হারলেও ভালো পারফরম্যান্সের সুবাদেই যেভাবে ভুলত্রুটি শুধরে নেওয়া গিয়েছে, তার ফলেই ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় সাফল্য এসেছে। এবার অনেক অভিজ্ঞ দল হিসেবেই প্রোটিয়াদের দেশে যাচ্ছে ভারত।

শততম টেস্টেই সিরিজ জয়?

কেপ টাউনেই সব কিছু ঠিকঠাক চললে শততম টেস্ট খেলবেন বিরাট কোহলি, তিন টেস্টের সিরিজের শেষ ম্যাচ। বিরাট বলেন, দক্ষিণ আফ্রিকায় আমাদের ভালো চ্যালেঞ্জ সামলাতে হবে। তবে আমাদের দলে এখন অভিজ্ঞতাও বেশি। আমাদের বিশ্বাস রয়েছে বিশ্বের যে কোনও প্রান্তে আমরা জিততে পারি। দক্ষিণ আফ্রিকায় চ্যালেঞ্জ জেতার জন্য সকলেই মুখিয়ে রয়েছেন। এদিকে, মুম্বই টেস্টে ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন ময়াঙ্ক আগরওয়াল, সিরিজ-সেরা অশ্বিন। দুজনেই দক্ষিণ আফ্রিকা সফরে ভালো পারফর্ম করতে মুখিয়ে। অশ্বিনও বিশ্বাস করেন, এবার ভারত দক্ষিণ আফ্রিকা থেকেও সিরিজ জিতেই ফিরবে।

English summary
We Have The Belief We Can Win Anywhere, Says India Captain Virat Kohli After Defeating New Zealand Ahead Of South Africa Tour. Virat Has Extended His Winning Streak To 11 Series At Home.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X