For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরাট কোহলিকে দলে রাখা নিয়ে উঠছে প্রশ্ন, টি ২০ দলে জায়গা ধরে রাখতে ইংল্যান্ডেই কি অগ্নিপরীক্ষা?

Google Oneindia Bengali News

ইংল্যান্ডের মাটিতে টি ২০ সিরিজ থেকেই ভারতীয় দল বিশ্বকাপের কম্বিনেশন চূড়ান্ত করার পথে এগিয়ে যাবে। এজবাস্টন টেস্টের দলে যাঁরা ছিলেন তাঁরা আজকের টি ২০ ম্যাচে খেলবেন না। পরের ম্যাচ থেকে তাঁরা খেলবেন। ইংল্যান্ডের মাটিতেই অগ্নিপরীক্ষা বিরাট কোহলির। এমনকী তিনি টি ২০ বিশ্বকাপের দলে থাকবেন কিনা তার ইঙ্গিত মিলতে পারে ইংল্যান্ডেই। নাম নয়, পারফরম্যান্সই বিচার্য হবে দল নির্বাচনের ক্ষেত্রে। সেক্ষেত্রে কিং কোহলির উপর চাপ বাড়ছে।

ছন্দ হারিয়ে বিরাট

ছন্দ হারিয়ে বিরাট

চলতি বছরের আইপিএলে বিরাট কোহলি একেবারেই চেনা ছন্দে ছিলেন না। ১৬টি ম্যাচে ৩৪১ রান করেন, সর্বাধিক ৭৩। দুটি অর্ধশতরান। গড় ২২.৭৩, স্ট্রাইক রেট ১১৫.৯৯। গত বছর টি ২০ বিশ্বকাপের আগে আইপিএলে বিরাট ১৫ ম্যাচে ৪০৫ রান করেছিলেন। তিনটি অর্ধশতরান, সর্বাধিক অপরাজিত ৭২। গড় ২৮.৯২, স্ট্রাইক রেট ১১৯.৪৬। গত বছর বিরাট ১০টি টি ২০ আন্তর্জাতিক খেলেছেন। ৮ ইনিংসে রান ২৯৯, সর্বাধিক অপরাজিত ৮০। গড় ৭৪.৭৫, স্ট্রাইক রেট ১৩২.৮৮। তবে চলতি বছর দুটি টি ২০ আন্তর্জাতিকে বিরাট মাত্র ৬৯ রান করেছেন, সর্বাধিক ৫২, গড় ৩৪.৫০, স্ট্রাইক রেট ১২৭.৭৭। ২০২১-২২ মরশুম ধরবে বিরাট ৭ ম্যাচে পাঁচটি ইনিংসে ১৩৭ রান করেছেন, সর্বাধিক ৫৭, গড় ৩৪.২৫, স্ট্রাইক রেট ১১২.২৯। গত ফেব্রুয়ারিতে কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষবার টি ২০ আন্তর্জাতিক খেলেছেন।

কোহলির অগ্নিপরীক্ষা

কোহলির অগ্নিপরীক্ষা

২০১৯ সালের পর কোনও ফরম্যাটেই বিরাটের ব্যাটে শতরান নেই। ইংল্যান্ড সফরে গিয়ে লেস্টারশায়ারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বিরাট ৩৩ ও ৬৭ রান করেছিলেন। যদিও এজবাস্টন টেস্টে ১১ ও ২০ রানের বেশি করতে পারেননি। ভারতের টি ২০ দলে যাঁরাই সুযোগ পাচ্ছেন তাঁরাই নিজেদের দারুণভাবে মেলে ধরছেন। স্বভাবতই চাপ বাড়ছে বিরাট কোহলির উপর। বিসিসিআইয়ের এক কর্তা একটি ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ভারতীয় ক্রিকেটের প্রতি বিরাট কোহলির অবদান প্রচুর। অন্যতম সেরাদের তিনি একজন। কিন্তু তাঁর ফর্ম, রান না পাওয়া উদ্বেগের বিষয়। নির্বাচকদের দল বেছে নিতে হয় ফর্মের ভিত্তিতেই, খ্যাতি এক্ষেত্রে বিচার্য নয়। ফলে বিরাটকেও পারফর্ম করেই দলে জায়গা ধরে রাখতে হবে। নচেৎ বাদ পড়তে হবে। ইংল্যান্ডেও বিরাট রান না পেলে টি ২০ বিশ্বকাপের জন্য তাঁর বিকল্প খুঁজে নিতে হবে নির্বাচক ও টিম ম্যানেজমেন্টকে।

নজরে পারফরম্যান্স

নজরে পারফরম্যান্স

ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতের একদিনের দল ঘোষণা করা হয়েছে। তাতে নেই বিরাট কোহলি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, বিরাটের ফর্ম দেখেই ক্যারিবিয়ান সফরের টি ২০ দল ঘোষণার পরিকল্পনা রয়েছে নির্বাচকদের। ইংল্যান্ড সফর বিরাটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওয়েস্ট ইন্ডিজে রোহিত শর্মা, হার্দিক পাণ্ডিয়া, ঋষভ পন্থ, জসপ্রীত বুমরাহর টি ২০ দলে থাকা নিশ্চিত হলেও বিরাটের থাকা না থাকা নির্ভর করবে জস বাটলারদের বিরুদ্ধে পারফরম্যান্সের ভিত্তিতেই।

কিং কোহলির চাপ বাড়ছে

কিং কোহলির চাপ বাড়ছে

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ও তৃতীয় টি ২০ আন্তর্জাতিকের দলে বিরাটের সঙ্গে রাখা হয়েছে ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, শ্রেয়স আইয়ারকে। এমনিতেই সূর্যকুমার যাদব ও শ্রেয়স আইয়ারের চাপ বাড়িয়েছেন দীপক হুডা। টি ২০ বিশ্বকাপের দলে থাকবেন লোকেশ রাহুলও। সঞ্জু স্যামসন আয়ারল্যান্ডে সুযোগ কাজে লাগিয়েছেন। ঈশান কিষাণও ভরসা দিচ্ছেন। ঋষভ পন্থ ও দীনেশ কার্তিকও প্রথম একাদশে থাকতেই পারেন ফর্মের ভিত্তিতে। আর এই আবহে প্রবল চাপে বিরাট কোহলি। ফর্মে তাঁকে ফিরতেই হবে ইংল্যান্ড সফরে। বিরাটের ফর্মের সঙ্গে স্ট্রাইক রেটও আশানুরূপ নয়। ফলে ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে ওয়াসিম জাফর বলেছেন, বিরাট টি ২০ দলে নিশ্চিত তা বলা যাচ্ছে না। তাঁকে কয়েকটি ম্যাচে দেখে নিয়ে নির্বাচকদেরই সিদ্ধান্ত নিতে হবে। দীপক হুডা রান পাচ্ছেন, বোলিং করতে পারেন। সেই বিষয়টিও মাথায় রাখতে হবে নির্বাচকদের।

English summary
Virat Kohli Will Not Be Given Any Longer Rope To Get Back His Form Ahead Of T20 World Cup. Virat Will Play Two T20Is Against England.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X