For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুরুত্বপূর্ণ পয়েন্ট খুইয়ে জোহানেসবার্গ জয়ের প্রস্তুতিতে ভারত! প্রথম একাদশে সুযোগ পাবেন অভিজ্ঞ পেসার?

  • |
Google Oneindia Bengali News

সোমবার থেকে জোহানেসবার্গে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। জো'বার্গের ওয়ান্ডারার্সে ভারতকে কখনও টেস্টে হারাতে পারেনি প্রোটিয়ারা। পাঁচটি টেস্টে দুটি ভারত জিতেছে, তিনটি ড্র। ২০১৮ সালে সিরিজের শেষ টেস্ট জিতেছিল বিরাট কোহলির ভারত। তারপর চলতি সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরিয়নে জয় এসেছে ১১৩ রানে। ফলে জোহানেসবার্গে জিততে পারলে ভারত যেমন দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট জয়ের হ্যাটট্রিক সারতে পারবে, তেমনই ঐতিহাসিক সিরিজ জয় নিশ্চিত হবে।

চেতন বোমাতেও ফুরফুরে বিরাট!

দক্ষিণ আফ্রিকা থেকে টেস্ট সিরিজ জিতে ফিরতে পারেনি ভারত। ২০১০ সালে ফিরেছিল ড্র রেখে। ২০০৬ সালে জোহানেসবার্গে প্রথমবার টেস্ট জিতলেও সিরিজ হেরে ফিরেছিল রাহুল দ্রাবিড়ের নেতৃত্বাধীন ভারত। ভারতীয় দল যে রিসর্টে রয়েছে সেখানে বর্ষবরণের রাতে জমিয়ে সেলিব্রেশন করেছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দল। চেতন শর্মা বোমা ফাটালেও বিরাট কোহলিদের সেলিব্রেশনে কোনও ভাঁটা পড়েনি। কখনও সতীর্থদের সঙ্গে, কখনও স্ত্রী অনুষ্কার সঙ্গে ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের টেস্ট অধিনায়ক।

প্রস্তুতি শুরু

সেঞ্চুরিয়নে জয়ের আত্মবিশ্বাস সম্বল করেই প্রোটিয়াদের দেশে নিজেদের দুর্গে ভারত সিরিজ জয়ের জন্য মুখিয়ে রয়েছে। সেঞ্চুরিয়ন থেকে জোহানেসবার্গের দূরত্ব ৪১ কিলোমিটার। সেঞ্চুরিয়নে তিনটি টেস্ট খেলে দুটি পরাজয়ের পর এবারই জিতেছে। এখনও ওয়ান্ডারার্সের উইকেটে ঘাস রয়েছে। বৃষ্টিও হয়েছে। সবমিলিয়ে শার্দুল ঠাকুরের জায়গায় উমেশ যাদবকে খেলানো নিয়ে জল্পনা অব্যাহত। বিরাট কোহলি সচরাচর উইনিং কম্বিনেশন ভাঙেন না। কিন্তু ফুলার লেংথে নিয়মিত ১৩৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় উমেশ বল করেন বলে তিনি এখানে কার্যকরী হতে পারেন বলে মনে করা হচ্ছে। অলরাউন্ডার হিসেবে আগের টেস্টে আহামরি পারফরম্যান্স নেই শার্দুল ঠাকুরের। ফলে গতি দিয়ে প্রোটিয়াদের পরাস্ত করতে উমেশ বাজি হতেই পারেন বিরাটের। আজ ভারতীয় দল শরীরচর্চার পাশাপাশি নেট প্র্যাকটিসও সেরেছে ওয়ান্ডারার্সে। বিসিসিআইয়ের পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, রাহুল দ্রাবিড় কথা বলছেন চেতেশ্বর পূজারার সঙ্গে। নেটে অনুশীলনে মগ্ন বিরাট কোহলি।

পয়েন্ট কাটা গেল ভারতের

পয়েন্ট কাটা গেল ভারতের

একই মধ্যে, সেঞ্চুরিয়নে জিতলেও স্লো ওভার রেটের কারণে ভারতের পয়েন্ট কাটা গিয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে এক ওভার কম করেছিল ভারত। দলের ক্রিকেটারদের ২০ শতাংশ করে ম্যাচ ফি কাটা গিয়েছে। নটিংহ্যাম টেস্টেও একই কারণে এক পয়েন্ট কাটা গিয়েছিল ভারতের। সবমিলিয়ে চলতি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দুবার পয়েন্ট কাটা গেল বিরাটের দলের। ২০২০ সালে মেলবোর্ন টেস্টে ভারতের বিরুদ্ধে স্লো ওভার রেটের জেরে চার পয়েন্ট কাটা গিয়েছিল অস্ট্রেলিয়ার। পরে তারা ফাইনালেই উঠতে পারেনি।

বিরাটদের সতর্কতা জরুরি

বিরাটদের সতর্কতা জরুরি

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়ম অনুযায়ী কোন দুটি দল ফাইনাল খেলবে তা সংগৃহীত পয়েন্টের ভিত্তিতে নির্ধারিত হয় না। হয় সংগৃহীত পয়েন্টের শতাংশের হিসেবের ভিত্তিতে। সে কারণে আপাতত ভারতের উপরে রয়েছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও পাকিস্তান। করোনা পরিস্থিতিতে সব দেশ সমান সংখ্যক টেস্ট খেলতে পারছে না। ফলে সংগৃহীত পয়েন্টের শতাংশের হিসেব কষেই পয়েন্ট তালিকার ক্রমপর্যায় ঠিক হচ্ছে। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি সংস্করণের ফাইনাল হবে ২০২৩ সালে। ফলে ওভার রেটের দিকে বাড়তি নজর রাখতে হবে বিরাটদের।

English summary
Virat Kohli-Led India Started Practice At Wanderers In Johannesburg Ahead Of Second Test Against South Africa. Umesh Yadav May Get A Chance In The Starting XI.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X