For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চারে ব্যর্থ বিরাট! ভবিষ্যতে তিনি কি ফের চারে নামবেন? যা উত্তর দিলেন কোহলি

মুম্বইয়ে এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার নম্বরে ব্যাট হাতে ব্যর্থ বিরাট। ১৬ রান করে জাম্পার বোলিংয়ে তাঁর হাতে সহজতম ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন বিরাট।

  • |
Google Oneindia Bengali News

মুম্বইয়ে এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার নম্বরে ব্যাট হাতে ব্যর্থ বিরাট। ১৬ রান করে জাম্পার বোলিংয়ে তাঁর হাতে সহজতম ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন বিরাট। এই নিয়ে ওডিআইয়ে চার নম্বরে ব্যাট করতে নেমে ছয় ইনিংসে ব্যর্থ ভিকে। এই ছয় ইনিংসে একবারের জন্যেও বিরাট কুড়ি রানের গণ্ডি পার করতে পারেননি।

চারে ব্যর্থ বিরাট! ভবিষ্যতে তিনি কি ফের চারে নামবেন? যা উত্তর দিলেন কোহলি

অজিদের বিরুদ্ধে এদিন ১০ উইকেটে ম্যাচ হারের পর তাঁর চার নম্বরে নামা প্রসঙ্গে বিরাট বলেন, 'হ্য়াঁ, ঠিক আমি চারে নেমে রান পাই না। কিন্তু পরীক্ষা-নিরীক্ষা না করলে এক ধরনের ক্রিকেট হয়ে যাবে। দলের সেরা কম্বিনেশন বার করাটা এই মুহূর্তে প্রয়োজন। রাহুলের ধারাবাহিকতা দেখে আমরা ওকে দলে জায়গা করে দিতে চেয়েছি। সেকারণে রাহুল তিনে, আমি চারে। তবে এই পরীক্ষা-নিরীক্ষা চলবে। পরীক্ষা-নিরীক্ষা না হলে দলের সেরাটা কোনও দিনই বেরিয়ে আসবে না। এখনও এই রকম ছোট ছোট পরীক্ষা গুলো করার সময় রয়েছে। এখনই সব ভুল হচ্ছে বলে ধরে নেওয়ার কিছু নেই। আমরা সব কম্বিনেশনই পরীক্ষা করে দেখব।' একনজরে ওডিআইয়ে চার নম্বরে বিরাটের শেষ কয়েক ইনিংস ১৬, ৭, ১২, ৩*, ৪, ৯।

উল্লেখ্য এদিন ধাওয়ানের ৭৪ ও রাহুলের ৪৭ রানের সুবাদে ভারত ২৫৫ রান তোলে। জবাবে ৩৮ ওভারের মধ্যে অজিরা ১০ উইকেটে ম্যাচ জিতে নেয়। ওয়ার্নার ১২৮ ও ফিঞ্চ ১১০ রান হাঁকিয়ে, ২৫৮ রানের পার্টনারশিপে গড়ে অনায়াসে ম্যাচ জিতে নেয়। তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

English summary
Virat Kohli answer Over His Poor Performance At No. 4
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X