For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের কিছু ঐতিহাসিক টেস্ট জয়ের ফ্লাশব্যাক দেখে নিন

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের কিছু ঐতিহাসিক টেস্ট জয়ের ফ্লাশব্যাক দেখে নিন

  • |
Google Oneindia Bengali News

আর কয়েক দিনের মধ্যে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল। দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই আশা করছেন ক্রিকেট প্রেমীরা। তার আগে ব্রিটিশদের বিরুদ্ধে ঐতিহাসিক কয়েকটি টেস্ট ম্যাচের ফ্লাশব্যাক দেখে নেওয়া যাক।

১৯৭১ সালের ওভালে

১৯৭১ সালের ওভালে

১৯৭১ সালে ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে মুখোমুখি হয়েছিল ভারতীয় ক্রিকেট দল। আগে ব্যাট করে প্রথম ইনিংসে ৩৫৫ রান তুলেছিল ইংল্যান্ড। জবাবে প্রথম ইনিংসে মাত্র ২৮৪ রান তুলতে পেরেছিল ভারত। তৃতীয় ইনিংসে ইংল্যান্ডের ছয় জন ব্যাটসম্যানকে আউট করেছিলেন কিংবদন্তি স্পিনার ভগবত চন্দ্রশেখর। ১০১ রানে অল আউট হয়েছিল হোম টিম। চতুর্থ ইনিংসে ১৭৩ লক্ষ্য পেরিয়ে গিয়েছিল ভারত। অধিনায়ক অজিত ওয়াদেকার ৪৫ রান করেছিলেন।

১৯৮৬ সালের লর্ডস

১৯৮৬ সালের লর্ডস

১৯৮৬ সালে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলতে নেমেছিল ভারত। প্রথম ইনিংসে ২৯৪ রান করেছিল ইংল্যান্ড। ৬৪ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন ভারতের প্রাক্তন ফাস্ট বোলার চেতন শর্মা। জবাবে প্রথম ইনিংসে ৩৪১ রান করে ভারত। ১২৬ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন দিলীপ বেঙ্গসরকার। দ্বিতীয় ইনিংসে ১৮০ রানে অল আউট হয়েছিল ইংল্যান্ড। ৫২ রান খরচ করে ৪ উইকেট নিয়েছিলেন কিংবদন্তি কপিল দেব। চতুর্থ ইনিংসে মাত্র ৫ উইকেট হারিয়ে ১৩৪ রানের লক্ষ্য পেরিয়ে গিয়েছিল ভারত।

২০০২ সালের লিডস

২০০২ সালের লিডস

সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেচ দল ২০০২ সালে লিডসে ইংল্যান্ডের বিরুদ্ধে এক টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছিল। ম্যাচের প্রথম ইনিংসে ৬২৮ রান তুলেছিল ভারত। শতরান করেছিলেন সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড় ও সৌরভ গঙ্গোপাধ্যায়। জবাবে প্রথম ইনিংসে মাত্র ২৭৩ রানে অল আউট হয়ে গিয়েছিল ইংল্যান্ড। ফলো অনে নেমেও ৩০৯ রানের বেশি তুলতে পারেনি হোম টিম।

২০০৮ সালের চেন্নাই

২০০৮ সালের চেন্নাই

২০০৮ সালের চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ৩১৬ রান করেছিল ইংল্যান্ড। জবাবে প্রথম ইনিংসে মাত্র ২৪১ রানে শেষ হয়েছিল ভারত। চতুর্থ ইনিংসে ভারতকে ৩৮৭ রানের লক্ষ্য দিয়েছিল সফরকারী দল। সচিন তেন্ডুলকরের দুর্দান্ত শতরানের সৌজন্যে ম্যাচ জিতেছিল টিম ইন্ডিয়া।

২০১৬ সালের মুম্বই

২০১৬ সালের মুম্বই

২০১৬ সালের মুম্বই টেস্টে আগে ব্যাট করে ৪০০ রান তুলেছিল ইংল্যান্ড। জবাবে প্রথম ইনিংসে ৬৩১ রানে তুলেছিল ভারত। ২৩৫ রান করেছিলেন বিরাট কোহলি। দ্বিতীয় ইনিংসে ১৯৫ রানে অল আউট হয়ে গিয়েছিল ইংল্যান্ড।

করোনার কারণে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে না অস্ট্রেলিয়া, সোশ্যাল মিডিয়ায় বিবৃতি জারিকরোনার কারণে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে না অস্ট্রেলিয়া, সোশ্যাল মিডিয়ায় বিবৃতি জারি

English summary
Team India's remarkable test wins against England cricket team
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X