For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টি ২০ বিশ্বকাপে জিম্বাবোয়ের সামনে ১৮৭ রানের টার্গেট দিল ভারত, রাহুলের অর্ধশতরান, সূর্যকুমারের নয়া নজির

Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপে সুপার টুয়েলভের ম্যাচে মেলবোর্নে জিম্বাবোয়ের সামনে জয়ের জন্য রানের লক্ষ্যমাত্রা রাখল ভারত। টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ১০ ওভারের শেষে ভারতের স্কোর ছিল ১ উইকেটে ৭৯। সেখান থেকে ভারত নিরাপদ জায়গায় পৌঁছে গেল লোকেশ রাহুলের টানা দ্বিতীয় অর্ধশতরান ও সূর্যকুমার যাদবের ঝোড়ো ব্যাটিংয়ের সৌজন্যে।

রাহুল-সূর্যর অর্ধশতরান

সূর্যকুমার যাদব এই মুহূর্তে টি ২০ আন্তর্জাতিকে বিশ্বের ১ নম্বর ব্যাটার। তিনি এদিনই চলতি বছর টি ২০ আন্তর্জাতিকে ১ হাজার রানের মাইলস্টোন টপকে গেলেন। রোহিত শর্মা ১৫, বিরাট কোহলি ২৬ ও ঋষভ পন্থ ৩ রানে আউট হন। হার্দিক পাণ্ডিয়া ১৮ বলে ১৮ রান করেন। যেহেতু অনুশীলন ম্যাচ-সহ চলতি বিশ্বকাপে একটিও ম্যাচে ঋষভ পন্থ খেলেননি, সে কারণে তাঁকে সেমিফাইনালের আগে সুযোগ দিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তবে দীনেশ কার্তিকের পরিবর্ত হিসেবে খেলতে নেমে ৫ বলের বেশি টিকতে পারেননি পন্থ, হতাশ করলেন ভক্তদের।

বিস্ফোরক SKY

সেমিফাইনালের আগে স্বস্তি দেবে লোকেশ রাহুলের ফর্ম। বাংলাদেশ ম্যাচের পর এদিনও অর্ধশতরান হাঁকালেন রোহিতের ডেপুটি। ৩৪ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করার পর ৩৫ বলে ৫১ রান করে তিনি আউট হন। তিনটি করে চার ও ছয় মেরেছেন তিনি। শেষ ওভারে অর্ধশতরান পূর্ণ করেন সূর্যকুমার যাদব। ভারতের ৩৬০ ডিগ্রি ব্যাটার এদিন হাফ সেঞ্চুরি পেলেন ২৩ বলে। সূর্য অপরাজিত রইলেন ২৫ বলে ৬১ রান করে। তাঁর ইনিংসে রয়েছে ৬টি চার ও চারটি ছক্কা। চলতি টি ২০ বিশ্বকাপে এখনও অবধি বিরাট কোহলি ৫ ম্যাচে ২৪৬ রান করেছেন। সূর্য ৫ ম্যাচে ২২৫ রান করে রয়েছেন তৃতীয় স্থানে। তাঁর ব্যাটিং গড় ৭৫, স্ট্রাইক রেট ১৯৩.৯৬। জিম্বাবোয়ে ম্যাচে সূর্যর স্ট্রাইক রেট ২৪৪!

ভারতের ১৮৬/৫

সুনীল গাভাসকর থেকে রবি শাস্ত্রী সকলেই মুগ্ধ সূর্যকুমারের দুরন্ত ইনিংসে। শাস্ত্রী তো বলেই দিলেন, সূর্যকে ৩৬০ ডিগ্রি ব্যাটার বলা হয়। আজ তিনি সবরকমের শট খেলে আরও একবার দেখিয়ে দিলেন তার যথার্থতা। সূর্য যখন ব্যাট করতে নামেন ভারতের স্কোর তখন ১১.৫ ওভারে ২ উইকেটে ৮৭। ক্রিজে তখন লোকেশ রাহুল। ১২.২ ওভারে দলের ৯৫ রানের মাথায় রাহুল এবং ১৩.৩ ওভারে ১০১ রানে ঋষভ পন্থের উইকেট হারায় ভারত। এরপর হার্দিক পাণ্ডিয়াকে নিয়ে ৬৫ রান যোগ করেন SKY। সূর্য-হার্দিকের জুটিতে ওঠে ৩৬ বলে ৬৫ রান। রাহুল ও কোহলি দ্বিতীয় উইকেট জুটিতে যোগ করেন ৪৮ বলে ৬০ রান। ভারত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান তুলেছে।

জিম্বাবোয়ের বোলিং ও ফিল্ডিং

জিম্বাবোয়ের বোলারদের মধ্যে সিন উইলিয়ামস ২ ওভারে ৯ রান দিয়ে ২টি উইকেট নেন। রিচার্ড নাগারভা ১টি মেডেন-সহ ৪ ওভারে ৪৪ রান দিয়ে ১টি উইকেট নেন। ব্লেসিং মুজারাবানি ৪ ওভারে ৫০ রান দিয়ে ১টি উইকেট দখল করেন। সিকান্দর রাজা ৩ ওভারে ১৮ রানের বিনিময়ে পেয়েছেন একটি উইকেট। জিম্বাবোয়ের ফিল্ডিং এদিন ভালো মানেরই হয়েছে। বিশেষ করে সিন উইলিয়ামসেনর বলে ঋষভ পন্থের ক্যাচ যেভাবে অনবদ্য দক্ষতায় রায়ান বার্ল তালুবন্দি করেছেন তা প্রশংসা কুড়িয়েছে।

English summary
T20 World Cup 2022: India Set The Target Of 187 Runs For Zimbabwe. KL Rahul Hits Consecutive Half Centuries, Suryakumar Continues Good Form By Completing 1000 Runs In T20Is In 2022.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X