For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আন্দ্রে রাসেল ও সুনীল নারিন নেই টি ২০ বিশ্বকাপে, ওয়েস্ট ইন্ডিজ দলে চমক লেগস্পিন-অলরাউন্ডার

  • |
Google Oneindia Bengali News

টি ২০ বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ। ২০১২ ও ২০১৬ সালের চ্যাম্পিয়নরা গত টি ২০ বিশ্বকাপে চূড়ান্ত ব্যর্থ হয়। সেমিফাইনালের দরজা খুলতে পারেনি কায়রন পোলার্ডের নেতৃত্বাধীন দল। পোলার্ডের পাশাপাশি ক্রিস গেইল, ডোয়েইন ব্র্যাভো ছাড়াও এবার টি ২০ বিশ্বকাপে দেখা যাবে না আন্দ্রে রাসেলকে। সুনীল নারিনও নেই টি ২০ বিশ্বকাপের জন্য ঘোষিত ওয়েস্ট ইন্ডিজ দলে।

লুইসের কামব্যাক

লুইসের কামব্যাক

নিকোলাস পুরাণ এবার ওয়েস্ট ইন্ডিজকে টি ২০ বিশ্বকাপে নেতৃত্ব দেবেন। গত টি ২০ বিশ্বকাপের পর থেকে ফিটনেসজনিত কারণে ওয়েস্ট ইন্ডিজ দলে ব্রাত্য ছিলেন আইপিএলে লখনউ সুপার জায়ান্টসে খেলা এভিন লুইস। তবে তাঁকে আসন্ন টি ২০ বিশ্বকাপের দলে রাখা হয়েছে। বিগত কয়েক মাস ধরে লুইসের ফিটনেস নিয়ে সন্তুষ্ট ছিলেন না ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স ও ডিরেক্টর অব ক্রিকেট জিমি অ্যাডামস। তবে হেইন্স গতকাল বলেছেন, লুইস একদিনের আন্তর্জাতিকে দেশের সেরা ক্রিকেটার। বিগত কয়েক বছর ধরেই তিনি ভালো খেলছেন। আমরা তাঁর সঙ্গে কথা বলেছিলাম। লুইস ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলার জন্য মুখিয়ে রয়েছেন। তিনি সুযোগ কাজে লাগাবেন বলেই আমাদের বিশ্বাস।

রাসেল-নারিন ব্রাত্য

রাসেল-নারিন ব্রাত্য

তবে লুইসের মতো জাতীয় দলে কামব্যাক করতে পারেননি আগের টি ২০ বিশ্বকাপে খেলা অলরাউন্ডার আন্দ্রে রাসেল। তিনি চলতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও চেনা ছন্দে নেই। চারটি ম্যাচে ব্যাট হাতে তাঁর সর্বাধিক স্কোর মাত্র ১৭! হেইন্স বলেন, রাসেলের সঙ্গেও আমাদের কথা হয়েছে। তবে তিনি প্রত্যাশিতভাব খেলতে পারছেন না। সে কারণে রাসেলের পরিবর্তে আমরা এমন ক্রিকেটারকে রেখেছি যিনি ফর্মে আছেন এবং টি ২০ ফরম্যাটে ভালো খেলছেন। দলে জায়গা হয়নি ফ্যাবিয়ান অ্যালেনের। তিনি পারিবারিক কারণে ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন, তবে সম্প্রতি জানিয়েছিলেন টি ২০ বিশ্বকাপ খেলার জন্য প্রস্তুত। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেষবার মাঠে নামা সুনীল নারিনও নেই টি ২০ বিশ্বকাপের দলে। হেইন্স বলেন, নিকোলাস পুরাণ নারিনের সঙ্গে কথা বলেছেন। তবে তিনি এখনও দেশের হয়ে খেলার জন্য প্রস্তুত নন।

দলে চমক

দলে চমক

ওয়েস্ট ইন্ডিজ দলে চমক লেগস্পিন-বোলিং অলরাউন্ডার ইয়ানিক কারিয়াহর উপস্থিতি। গত মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁর একদিনের আন্তর্জাতিকে অভিষেক হয়েছে। কিন্তু এখনও টি ২০ আন্তর্জাতিক খেলেননি। কেরিয়ারে মাত্র চারটি টি ২০ খেলেছেন, তাও শেষ টি ২০ খেলেছেন ২০১৬ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। এবার সিপিএলের কোনও দলেও তিনি নেই। রিস্টস্পিন অপশন হিসেবে হেডেন ওয়ালশের চেয়েও তাঁকে এগিয়ে রেখে দলে সুযোগ দিয়েছেন নির্বাচকরা। হেডেন ধারাবাহিকতার কারণেই বাদ পড়েছেন।

সিপিএলের ফর্মকে প্রাধান্য

কারিয়াহর মতোই একটিও টি ২০ আন্তর্জাতিক না খেলা রেমন রেইফারকে দরে রাখা হয়েছে। এই বাঁহাতি সিম বোলিং অলরাউন্ডার তিনটি টেস্ট ও পাঁচটি একদিনের আন্তর্জাতিক খেলেছেন। চলতি সিপিএলে জামাইকা তালাওয়ার হয়ে তিনি চারটি ম্যাচে ১৭১ রান করেছেন, গড় ৫৭, স্ট্রাইক রেট ১৪৩.৬৯। টি ২০ বিশ্বকাপ দলে জায়গা হয়নি রোমারিও শেফার্ডের। হাঁটুর চোটের কারণে বিশ্বকাপে নেই ডমিনিক ড্রেকস। সিপিএলে ভালো ফর্মে থাকা এবং বর্তমানে দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রহকারী জনসন চার্লস ডাক পেয়েছেন বিশ্বকাপের দলে। তিনি উইকেটকিপিংও করতে পারেন।

টি ২০ বিশ্বকাপের জন্য ঘোষিত ওয়েস্ট ইন্ডিজ দল- নিকোলাস পুরাণ (অধিনায়ক), রভম্যান পাওয়েল (সহ অধিনায়ক), শিমরন হেটমায়ার, এভিন লুইস, জেসন হোল্ডার, কাইল মেয়ার্স, ইয়ানিক কারিয়াহ, আকিল হোসেন, ওবেদ ম্যাককয়, জনসন চার্লস, আলজারি জোসেফ, রেমন রেইফার, শেল্ডন কটরেল, ব্র্য়ান্ডন কিং, ওডেন স্মিথ।

বিরাট কোহলি অবসর না নিলে ঘুম হচ্ছে না পাকিস্তানিদের! উপযাচক আফ্রিদির পর তোতাপাখি নিয়ে বসলেন আখতারবিরাট কোহলি অবসর না নিলে ঘুম হচ্ছে না পাকিস্তানিদের! উপযাচক আফ্রিদির পর তোতাপাখি নিয়ে বসলেন আখতার

English summary
T20 World Cup 2022: No Andre Russell And Sunil Narine In Nicholas Pooran-Led West Indies Squad. A Surprise Inclusion In The Squad Is The Legspin-Bowling Allrounder Yannic Cariah.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X