For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টি ২০ বিশ্বকাপে বিরাটে মুগ্ধ সানি, ভারতকে তিন টিপস লক্ষ্মণের! নিউজিল্যান্ড ম্যাচের আগে হার্দিকের চোট কেমন?

Google Oneindia Bengali News

রবিবার টি ২০ বিশ্বকাপে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ নিউজিল্যান্ডের বিরুদ্ধে। গ্রুপ ২-র আফগানিস্তান, স্কটল্যান্ড ও নামিবিয়ার বিরুদ্ধে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড তিনটি দেশেরই জয় প্রত্যাশিত। যদি না কোনও অঘটন ঘটে তবে ভারত-নিউজিল্যান্ড ম্যাচে জয়ী দলের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা থাকবে। বিশেষ করে ভারত পাকিস্তানের কাছে হেরে যাওয়ায়। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বেশ কয়েকটি ফ্যাক্টর ভাবাচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে।

টি ২০ বিশ্বকাপে বিরাটে মুগ্ধ সানি, ভারতকে তিন টিপস লক্ষ্মণের

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পরাজয়ে একমাত্র পজিটিভ প্রাপ্তি বিরাট কোহলির দুরন্ত ইনিংস। ৫টি চার ও একটি ওভার বাউন্ডারির সাহায্যে দলের ব্যাটিং বিপর্যয় সামলে ৪৯ বলে ৫৭ রান করেন বিরাট কোহলি। ভারত অধিনায়কের সেই ইনিংসের প্রশংসায় মুখর হলেন প্রাক্তন ভারত অধিনায়ক, কিংবদন্তি সুনীল গাভাসকর। তিনি বলেন, বিরাটের ইনিংসটি অসাধারণ ছিল। পাওয়াপ্লের মধ্যেই দুই ওপেনার ফিরে গিয়েছিলেন। ফলে কোহলির কাঁধে অনেক দায়িত্ব ছিল ইনিংসটাকে মজবুত করার। রান তোলার গতি ঠিক রেখে ইনিংসটি মেরামত করে ভারতকে এমন জায়গায় পৌঁছে দিতে হতো যাতে পুঁজিতে অন্তত লড়াইয়ের মতো রান থাকে। যেভাবে বিরাট ইনিংসটিকে এগিয়ে নিয়ে গিয়েছেন, যেভাবে শট বাছাই করেছেন, প্রয়োজনমতো হাত খুলেছেন এবং শাহিন শাহ আফ্রিদিকে যে ছক্কাটি মেরেছেন তা প্রমাণ করে বিরাটের অসাধারণ প্রতিভারই পরিচয় দেয়। বিশ্বকাপ সম্প্রচারকারী সংস্থার চ্যানেলে পাক পেসার শাহিন শাহ আফ্রিদিরও প্রশংসা করেছেন সানি। তিনি বলেন, শাহিন হাওয়ায় বেশি স্যুইং আদায় করতে না পারলেও যে বৈচিত্র্য দেখিয়ে দারুণ অ্যাঙ্গেল থেকে ডানহাতিদের বল করছিলেন এবং পিচ থেকে টার্ন আদায় করছিলেন তাতে তিনি যাতে স্যুইংয়ের সুবিধা বেশি নিতে না পারেন সেজন্য বিরাটকে স্টেপ আউট করেও খেলতে হচ্ছিল।

টি ২০ বিশ্বকাপে বিরাটে মুগ্ধ সানি, ভারতকে তিন টিপস লক্ষ্মণের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তান ম্যাচ থেকে প্রাপ্ত তিন শিক্ষা ভারত কাজে লাগাতে চাইবে বলে মনে করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ। তাঁর কথায়, শুরুর দিকে একেবারেই উইকেট হারানো চলবে না, বিশেষ করে পাওয়ারপ্লে-র ৬ ওভারে। পাওয়ারপ্লে-র সময় ফিল্ডিংয়ের যে রেস্ট্রিকশন থাকে তার ফায়দা নিয়ে সব সুযোগ কাজে লাগাতে হবে। দ্বিতীয়ত, শুরুর দিকে যাতে উইকেট তুলে নেওয়া যায় সে ব্যাপারে কৌশল প্রয়োগ করতে হবে বোলারদের। কম রানের পুঁজি থাকলে তো কথাই নেই, বেশ কিছু উইকেট তুলে বিপক্ষকে চাপে রাখতে হবে। আগের ম্যাচে ভারতীয় বোলাররা কন্ডিশন অনুযায়ী বল করতে পারেননি বলেই দাবি লক্ষ্মণের। তাঁর তৃতীয় টিপস হল, বোলারদের উইকেট নিতে হলে বৈচিত্র্যপূর্ণ বোলিং করতে হবে। পাকিস্তান ম্যাচে বোলাররা শর্ট বল করেছেন। কিন্তু পরের ম্যাচ থেকে লেংথেও নজর রাখতে হবে।

একই মধ্যে জল্পনা চলছে হার্দিক পাণ্ডিয়ার দলে থাকা নিয়ে। পাকিস্তান ম্যাচে ব্যাটিংয়ের সময় হার্দিক কাঁধে যে চোট পেয়েছিলেন তা গুরুতর নয় বলেই জানা গিয়েছে স্ক্যান রিপোর্টে। ট্রেনিংয়ে হার্দিকের ফিটনেসের দিকে নজর থাকবে। এরই মধ্যে নির্বাচকমণ্ডলীর চেয়ারম্যান চেতন শর্মার মিথ্যাচার সমালোচিত হচ্ছে। চেতন বলেছিলেন হার্দিক আইপিএলে বল করবেন। একটাও বল করতে পারেননি। হার্দিকের বোলিং করার মতো ফিটনেস নিয়ে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের বিবৃতিতে সামনে আসছে পরস্পর-বিরোধী বক্তব্য। পাকিস্তান ম্যাচের আগে হার্দিক বলেছিলেন, তিনি নক আউটে বোলিং করতে পারবেন। কিন্তু সেটাও ততটা আত্মবিশ্বাসী বলে মনে হয়নি। পাকিস্তান ম্যাচে হার্দিক ১১ রান করলেও পেসারদের বিরুদ্ধে ছন্দে ছিলেন না। ফলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে হার্দিককে দলে রাখতে গিয়ে দলের ভারসাম্য যাতে বিঘ্নিত না হয় সেদিকে সতর্ক টিম ম্যানেজমেন্ট।

English summary
Sunil Gavaskar Heaped Praise On India Captain Virat Kohli For His Knock Against Pakistan. Hardik Pandya's Shoulder Injury Nothing Serious.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X